LibreOffice 24.8 Help
সক্রিয় নথি সম্পর্কে বর্তমান তথ্য প্রদর্শন করে।
কার্সারটি যখন একটি নামকরণকৃত অংশে থাকে, তখন অংশের নাম দেখায়। কার্সারটি যখন একটি সারণিতে থাকে, তখন সারণি ঘরের নাম দেখায়। আপনি যখন ফ্রেম বা অংকন বস্তু সম্পাদনা করেন তখন বস্তুর আকার দেখানো হয়।
যখন কার্সার পাঠ্যে রাখা হয়, আপনি এই ক্ষেত্রে ডাবল ক্লিক করে ক্ষেত্র ডায়ালগ খুলতে পারেন। এই ডায়ালগে, আপনার নথির বর্তমান কার্সার অবস্থানে একটি ক্ষেত্রের সন্নিবেশ নির্ধারণ করতে পারেন। যখন কার্সারটি একটি সারণিতে রাখা হয়, এই ক্ষেত্রে ডাবল ক্লিক করে সারণি বিন্যাস ডায়ালগ খোলা যায়। নির্বাচিত বস্তুর উপর নির্ভর করে, আপনি একটি অংশ, গ্রাফিক বস্তু, ভাসমান ফ্রেম, OLE অবজেক্ট, সরাসরি সংখ্যায়ন এবং অংকন বস্তুর অবস্থান ও আকার সম্পাদনা করতে আপনি একটি ডায়ালগ খুলতে পারেন।