LibreOffice 24.8 Help
একটি HTML অথবা পাঠ্য নথির বর্তমান কার্সার অবস্থানে একটি স্ক্রিপ্ট সন্নিবেশ করা হয়।
An inserted script is indicated by a small green rectangle. If you do not see the rectangle, choose LibreOffice - PreferencesTools - Options - LibreOffice Writer/Web - View, and select the Comments check box. To edit a script, double-click the green rectangle.
যদি আপনার নথিতে একের অধিক স্ক্রিপ্ট থাকে, তবে এক স্ক্রিপ্ট হতে আরেক স্ক্রিপ্টে যেতে পূর্ববর্তী এবং পরবর্তী বোতাম স্ক্রিপ্ট সম্পাদনা ডায়ালগে থাকে।
আপনি যে ধরনের স্ক্রিপ্ট সন্নিবেশ করতে চান তা লিখুন। স্ক্রিপ্টটি HTML সোর্স কোডে <SCRIPT LANGUAGE="JavaScript"> এই ট্যাগ দিয়ে শনাক্ত করা হয়।
একটি হস্তলিপি ফাইলে একটি সংযোগ যুক্ত করুন। URL রেডিও বোতামে ক্লিক করুন, এবং এরপর বাক্সে সংযোগ সন্নিবেশ করান। আপনি ব্রাউজ বোতামেও ক্লিক করতে পারেন (...), ফাইল চিহ্নিত করুন, এবং এরপর সন্নিবেশ করানএ ক্লিক করুন। নিম্নোক্ত ট্যাগ দ্বারা সংযোগকৃত হস্তলিপি ফাইল HTML উৎস কোডে শনাক্ত করা হবে:
<SCRIPT LANGUAGE="JavaScript" SRC="url">
/* এখানকার সব পাঠ্য উপেক্ষা করুন */
</SCRIPT>
যে স্ক্রিপ্ট ফাইল আপনি সংযুক্ত করতে চান সেটি চিহ্নিত করুন, এবং এরপর সন্নিবেশ ক্লিক করুন।
স্ক্রিপ্ট কোড সন্নিবেশ করুন যা আপনি সন্নিবেশ করাতে চান।