শর্টকাট (LibreOffice Math অ্যাক্সেসিবিলিটি)

আপনি মাউস ছাড়াই LibreOffice Math নিয়ন্ত্রণ করতে পারেন।

সরাসরি একটি সূত্র সন্নিবেশ করানো হচ্ছে

যদি আপনি একটি লেখা নথিতে একটি সূত্র অন্তর্ভুক্ত করতে চান, এবং আপনি যদি সঠিক লিখন পদ্ধতি ইতোমধ্যেই জেনে থাকেন, তাহলে আপনি নিম্নরূপে লিখতে পারেন:

  1. আপনার লেখাতে সূত্রটি লিখুন

  2. সূত্রটি নির্বাচন করুন

  3. Choose the command Insert - OLE Object - Formula Object.

একটি উইন্ডো ব্যবহার করে সূত্র সন্নিবেশ করানো হচ্ছে

Elements pane

বাম অথবা ডান তীর

পরবর্তী শ্রেণীবিভাগ অথবা ফাংশনের বাম অথবা ডানে সরিয়ে নিন।

Enter কী

কমান্ড উইন্ডোতে (ফাংশন অংশের মধ্যে) একটি শ্রেণী (শ্রেণী অংশের মধ্যে) নির্বাচন করা হয় অথবা একটি ফাংশন সন্নিবেশ করানো হয়।

Tab

শ্রেণীর প্রথম উপাদান থেকে শ্রেণীর সর্বপ্রথম ফাংশনে অবস্থান পরিবর্তন করা হবে।

Shift+Tab

শ্রেণীর সর্বশেষ উপাদান থেকে শ্রেণীর সর্বশেষ ফাংশনে অবস্থান পরিবর্তন করা হবে।

Please support us!