LibreOffice Impress এর জন্য শর্টকাট কী

নিম্নোক্তটি LibreOffice Impress এর জন্য শর্টকাট কী-এর তালিকা।

আপনি LibreOffice এ সাধারণ শর্টকাট কী ব্যবহার করতে পারেন।

নোট আইকন

শর্টকাট কীর কিছু আপনার ডেস্কটপ সিস্টেমে বরাদ্দ করা হয়ত যাবে। কী যা LibreOffice এ ডেস্কটপ সিস্টেম প্রাপ্তিসাধ্যে বরাদ্দ করা হয় না। আলাদা কী হয় জন্য LibreOffice, বরাদ্দ করতে চেষ্টা করুন টুল- স্বনির্বাচন- কীবোর্ড অথবা আপনার ডেস্কটপ সিস্টেমে।


LibreOffice Impress এর জন্য ফাংশন কী

শর্টকাট কীসমূহ

প্রভাব

F2

পাঠ্য সম্পাদনা করুন।

F3

Enter Group.

+F3

Exit Group.

Shift+F3

অনুরূপ

F4

অবস্থান ও আকার

F5

স্লাইড প্রদর্শন দেখুন।

+Shift+F5

ন্যাভিগেটর

F7

Spelling

+F7

অভিধান

F8

বিন্দুসমূহ সম্পাদনা করুন।

+Shift+F8

পাঠ ফ্রেমের উপযুক্ত করুন।

+F3

Styles


স্লাইড প্রদর্শনের শর্টকাট কীসমূহ

শর্টকাট কীসমূহ

প্রভাব

Esc or -

উপস্থাপনা শেষ করুন।

Left click or Spacebar or Right arrow or Down arrow or Page Down or Enter or Return

পরবর্তী প্রভাব শুরু করুন (যদি থাকে, অন্যথায় পরবর্তী স্লাইডে যান)।

+Page Down

প্রভাবসমূহ শুরু না করেই পরবর্তী স্লাইডে যান।

[নম্বর] + Enter

স্লাইডের নম্বর টাইপ করুন এবং স্লাইডে যেতে Enter চাপুন।

Right click or Left arrow or Up arrow or Page Up or Backspace

পুনরায় পূর্ববর্তী প্রভাব শুরু করুন। যদি স্লাইডে পূর্ববর্তী কোনো প্রভাব না থাকে, পূর্ববর্তী স্লাইড প্রদর্শন করুন।

+Page Up

প্রভাবসমূহ শুরু না করেই পূর্ববর্তী স্লাইডে যান।

Home

স্লাইড প্রদর্শনের প্রথম স্লাইডে যান।

End

স্লাইড প্রদর্শনের শেষ স্লাইডে যান।

+ Page Up

পূর্ববর্তী স্লাইডে যান।

+ Page Down

পরবর্তী স্লাইডে যান।

B বা .

পরবর্তী কী বা মাউস চাকার ইভেন্ট পর্যন্ত কালো পর্দা প্রদর্শন করুন।

W বা ,

পরবর্তী কী বা মাউস চাকা ইভেন্ট পর্যন্ত সাদা পর্দা প্রদর্শন করুন।

P

Use mouse pointer as pen

E

Erase all ink on slide

+A

Turn off pointer as pen mode


সাধারণ প্রদর্শনের শর্টকাট কীসমূহ

শর্টকাট কীসমূহ

প্রভাব

যোগ(+) কী

বড় আকারে প্রদর্শন।

বিয়োগ(-) কী

ছোট আকারে প্রদর্শন।

গুণন(×) কী (নম্বর প্যাড)

পৃষ্ঠা উইন্ডোর উপযুক্ত করুন।

ভাগ(÷) কী (নম্বর প্যাড)

বর্তমান নির্বাচনের জুম বৃদ্ধি করুন।

Shift++G

নির্বাচিত বস্তুসমূহের গ্রুপ করুন।

Shift++A

নির্বাচিত বস্তুসমূহ গ্রুপহীন করুন।

+ click

একটি গ্রুপ সন্নিবেশ করুন, ফলস্বরূপ আপনি গ্রুপের প্রতিটি বস্তু সম্পাদনা করতে পারেন। সাধারণ প্রদর্শনে ফিরে আসতে গ্রুপের বাইরে ক্লিক করুন।

+Shift+K

নির্বাচিত বস্তুসমূহ একত্রিত করুন।

+Shift+K

নির্বাচিত বস্তু বিভাজন করুন। এই সমন্বয় শুধুমাত্র এমন একটি বস্তুর উপর কাজ করে যা দুই বা ততোধিক বস্তু একত্রিত করার মাধ্যমে তৈরি করা হয়েছে।

+ Plus key

সামনে আনুন।

Shift++ Plus key

এক ধাপ সামনে আনুন।

+ Minus key

পেছনে পাঠান।

Shift++ Minus key

পিছনে পাঠান।


Shortcut Keys when Editing Text

শর্টকাট কীসমূহ

প্রভাব

+Enter

Soft hyphens; hyphenation set by you.

+Shift+F5

Non-breaking hyphen (is not used for hyphenation)

+Shift+F5

নন-ব্রেকিং স্থানসমূহ। নন-ব্রেকিং স্থানসমূহ যোজকচিহ্নের জন্য ব্যবহার করা হয়না এবং যদি পাঠ্য সমর্থিত হয় তবে বর্ধিত করা যাবেনা।

Shift+Enter

অনুচ্ছেদ পরিবর্তন না করে রেখা বিভাজক

বামের তীর চিহ্ন

কার্সার বামে সরিয়ে নিন

Shift+বামের তীর চিহ্ন

বামের নির্বাচন সহ কার্সার সরিয়ে নিন

কী

শব্দের শুরুতে যান

+Shift+ক্লিক করুন

বামে শব্দ থেকে শব্দ নির্বাচন করা হচ্ছে

ডানের তীর চিহ্ন

কার্সার ডানে সরিয়ে নিন

Shift+ডানের তীর চিহ্ন

ডানের নির্বাচন সহ কার্সার সরিয়ে নিন

+Page Up

পরবর্তী শব্দের শুরুতে যান

+Shift+ক্লিক করুন

বামে শব্দ থেকে শব্দ নির্বাচন করা হচ্ছে

উপরের দিকের তীর

কার্সার এক লাইন উপরে সরিয়ে নিন

Shift+উর্ধ্ব তীর চিহ্ন

উর্ধ্ব নির্দেশনার লাইন নির্বাচন করা হচ্ছে

+Page Up

পূর্ববতী অনুচ্ছেদের শুরুতে কার্সার সরানো হয়

নিচের তীর

কার্সার এক লাইন নিচে সরিয়ে নিন

Shift+নিম্নের তীর চিহ্ন

নিম্ন নির্দেশনায় লাইন নির্বাচন করা হচ্ছে

+Page Down

Move cursor to end of paragraph. Next keystroke move cursor to end of next paragraph

+F3

লাইনের শুরুতে যান

+F3

এগিয়ে যান এবং লাইনের শুরু হতে নির্বাচন করুন

+F3

শেষ লাইনে যান

+F3

এগিয়ে যান এবং লাইনের শেষ হতে নির্বাচন করুন

+F3

Go to start of text block in slide

+F3

Go to end of text block in slide

কী

শব্দের শেষের পাঠ্য মুছে ফেলা হবে

+Page Up

শব্দের শুরুর পাঠ্য মুছে ফেলা হবে

একটি তালিকায়: বর্তমান অনুচ্ছেদের সামনে একটি ফাঁকা অনুচ্ছেদ মুছে ফেলা হবে

+Shift+F5

বাক্যের শেষের পাঠ্য মুছে ফেলা হবে

+Shift+F5

বাক্যের শুরুর পাঠ্য মুছে ফেলা হবে


LibreOffice Impress এর জন্য শর্টকাট কী

শর্টকাট কীসমূহ

প্রভাব

তীর চিহ্নিত কী

নির্বাচিত বস্তু বা পৃষ্ঠার প্রদর্শন তীরের নির্দেশ অনুযায়ী সরায়।

+ Arrow Key

পৃষ্ঠা প্রদর্শনের চতুর্দিকে ঘোরান।

Shift + টানুন

নির্বাচিত বস্তুর স্থানান্তরণ অনুভূমিকভাবে বা উল্লম্বভাবে সীমাবদ্ধ রাখে।

+ drag (with Copy when moving option active)

Hold down and drag an object to create a copy of the object.

কী

বস্তুর কেন্দ্র থেকে বাইরের দিকে টানার মাধ্যমে বস্তুসমূহ আঁকতে বা পুনঃ আকার করতে চেপে ধরে রাখুন।

কী+ক্লিক করুন

বর্তমানে নির্বাচিত বস্তুর পিছনের বস্তুটি নির্বাচন করুন।

+Shift+ক্লিক করুন

বর্তমানে নির্বাচিত বস্তুর সামনের বস্তুটি নির্বাচন করুন।

Shift+ক্লিক করুন

নিকটবর্তী আইটেম বা পাঠ্য উদ্ধৃতি নির্বাচন করুন। নির্বাচনের শুরুতে ক্লিক করুন, নির্বাচনের শেষে নিয়ে যান, এবং তারপর আপনার ক্লিকের সময় Shift চেপে রাখুন।

Shift+টানুন ( আকার পরিবর্তনের সময়)

বস্তুটির অনুপাত ঠিক রাখতে একটি বস্তু পুনঃআকার করতে টানার সময় Shift চেপে ধরে রাখুন।

ট্যাব কী

বস্তুসমূহ যে ক্রমে তৈরি হয়েছিল সেভাবে তাদের নির্বাচন করুন।

Shift+Tab

বস্তুসমূহ যে ক্রমে তৈরি হয়েছিল তার বিপরীত ক্রমে তাদের নির্বাচন করুন।

Escape

বর্তমান মোড ত্যাগ করুন।

Enter

একটি নতুন উপস্থাপনায় স্থানধারক বস্তু সক্রিয় করুন (শুধুমাত্র যদি ফ্রেমটি নির্বাচিত থাকে)।

+Enter

স্লাইডের পরবর্তী পাঠ্য বস্তু সরায়।

যদি স্লাইডে কোনো পাঠ্য বস্তু না থাকে, বা যদি আপনি শেষ পাঠ্য বস্তু পৌছে থাকেন, তবে বর্তমান স্লাইডের পরে একটি নতুন স্লাইড সন্নিবেশ করানো হয়। নতুন স্লাইডটি বর্তমান স্লাইডের মতো একই বহির্বিন্যাস ব্যবহার করে।

PageUp

পূর্ববর্তী স্লাইডে যান। প্রথম স্লাইডে কোনো ফাংশন নেই।

PageDown

পরবর্তী স্লাইডে যান। শেষ স্লাইডে কোনো ফাংশন নেই।


Navigating with the Keyboard in Slide Sorter and Slide Pane

শর্টকাট কীসমূহ

প্রভাব

Home/End

Set the focus to the first/last slide.

Left/Right arrow keys or Page Up/Down

Set the focus to the next/previous slide.

+Shift+PageDown

Move selected slides down one position in Slide Sorter list. If you select multiple slides, they are moved together with the last selected slide in the list.

+Shift+PageUp

Move selected slides up one position. If you select multiple slides, they are moved together with the first selected slide in the list.

+Shift+End

Move selected slides to end of Slide Sorter list.

+Shift+Home

Move selected slides to start of Slide Sorter list.

Enter

Change to Normal Mode with the active slide when in Slide Sorter. Add a new slide when in Slide Pane.


Please support us!