LibreOffice 24.8 Help
Specifies compatibility settings for text documents. These options help in fine-tuning LibreOffice when importing Microsoft Word documents.
এখানে নির্ধারিত কিছু সেটিং শুধুমাত্র বর্তমান নথির জন্য কার্যকর এবং প্রতিটি নথির জন্য অবশ্যই পৃথকভাবে নির্ধারণ করতে হবে।
In LibreOffice Writer, paragraph spacing is defined differently than in Microsoft Word documents. If you have defined spacing between two paragraphs or tables, spacing is also added in the corresponding Word documents.
Specifies whether to add Microsoft Word-compatible spacing between paragraphs and tables in LibreOffice Writer text documents.
Specifies whether paragraph spacing at the top of a page will also be effective at the beginning of a page or column if the paragraph is positioned on the first page of the document. The same applies for a page break.
If you import a Word document, the spaces are automatically added during the conversion.
Specifies how to align text at tab stops beyond the right margin, how to handle decimal tab stops, and how to handle tab stops close to a line break. If this check box is not selected, tab stops are handled in the same way as in other Office applications.
আপনার রাইটারের বর্তমান সংস্করণ দ্বারা তৈরি টেক্সট নথিতে নতুন ট্যাব স্টপ নিয়ন্ত্রণ পূর্বনির্ধারিত হিসেবে ব্যবহৃত হয়। StarOffice 8 অথবা OpenOffice.org 2.0 কে প্রাধান্য প্রদান করে রাইটারের সংস্করণ দ্বারা কোন টেক্সট নথিতে পুরনো ট্যাব স্টপ নিয়ন্ত্রণ প্রয়োগ করা হয়।
টেক্সট লাইনের মধ্যবর্তী অতিরিক্ত লিড (অতিরিক্ত ফাঁকা স্থান) সংযুক্ত হয় না এমনকি যদি ব্যবহৃত হওয়া অক্ষর অতিরিক্ত লিড বৈশিষ্ট্য ধারণ করে তাহলে তা উল্লেখ করে।
আপনার রাইটারের বর্তমান সংস্করণ দ্বারা তৈরি টেক্সট নথিতে অতিরিক্ত নিয়ন্ত্রণ পূর্বনির্ধারিত হিসেবে ব্যবহৃত হয়। StarOffice 8 অথবা OpenOffice.org 2.0 কে প্রাধান্য প্রদান করে রাইটারের সংস্করণ দ্বারা কোন অতিরিক্ত নিয়ন্ত্রণ ব্যবহার না করে টেক্সট নথিতে তৈরি হয়।
যদি অপশনটি নিষ্ক্রিয় থাকে লাইনের আনুপাতিক ফাঁকা স্থান দ্বারা টেক্সট লাইন সেটিং এর জন্য একটি নতুন প্রক্রিয়া প্রয়োগ হবে। যদি অপশনটি সক্রিয় হয় তাহলে লাইনের আনুপাতিক ফাঁকা স্থান দ্বারা টেক্সট লাইন সেটিং এর জন্য পুরনো প্রক্রিয়াটি প্রয়োগ হবে।
আপনার রাইটারের সাম্প্রতিক সংস্করণ দ্বারা তৈরিকৃত টেক্সট নথি এবং icrosoft Word নথির সাম্প্রতিক সংস্করণে নতুন প্রক্রিয়াটি ব্যবহৃত হয়। StarOffice 8 অথবা OpenOffice.org 2.0 কে প্রাধান্য প্রদান করে রাইটারের সংস্করণ দ্বারা তৈরিকৃত টেক্সট নথিতে পূর্বের প্রক্রিয়াটি ব্যবহৃত হয়।
সুনির্দিষ্ট করুন যে অনুচ্ছেদে নিম্নের ফাঁকাকরণ যুক্ত করা হয়, যদিও এটা সারণির কক্ষের শেষ অনুচ্ছেদ।
If the option is off, table cells will be formatted as in Writer versions prior to StarOffice 8 or OpenOffice.org 2.0. If the option is on, an alternative method of formatting table cells will be applied. The option is on by default for new documents created with LibreOffice and for documents imported from Microsoft Word format.
ঊর্ধ্ব এবং নিম্ন অনুচ্ছেদ ফাঁকাকরণের সাথে মিল রেখে বর্ণচিহ্ন বা অনুচ্ছেদের সাথে সংযুক্ত দশমিক বস্তুর অবস্থান কিভাবে গণনা করা হয় তা সুনির্দিষ্ট করে।
If the option is on, the floating objects are positioned as in Writer versions prior to StarOffice 8 or OpenOffice.org 2.0. If the option is off, the floating objects are positioned using an alternative method that is similar to the method used by Microsoft Word.
The option will be set to off for new documents. For Writer documents created by a version prior to OpenOffice.org 2.0 the option is on.
Microsoft Word and Writer have different approaches on wrapping text around floating screen objects. Floating screen object are Writer frames and drawing objects, and the objects 'text box', 'graphic', 'frame', 'picture' etc. in Microsoft Word.
In Microsoft Word and in current versions of Writer, page header/footer content and footnote/endnote content does not wrap around floating screen objects. Text body content wraps around floating screen objects which are anchored in the page header.
StarOffice 8 বা OpenOffice.org 2.0 এর পূর্ববর্তী Writer সংস্করণে, বিপরীতটি সত্য ছিল।
অপশনটি যদি বন্ধ থাকে, কোনটি পূর্বনির্ধারিত সেটিং। নতুন পাঠ মোড়ানোর বস্তু প্রয়োগ করা হবে। অপশনটি যদি চালু থাকে, পূর্বের পাঠ মোড়ানোর বস্তু প্রয়োগ করা হবে।
একটি অক্ষর অথবা অনুচ্ছেদে নোঙ্গর করা ভাসমান বস্তুর অবস্থান নির্ধারণের জটিল প্রক্রিয়াটি কিভাবে কাজ করে তা উল্লেখ করে। Microsoft Word এর প্রক্রিয়ার ন্যায় বর্তমান সংস্করণে একটি সহজসাধ্য প্রক্রিয়া ব্যবহৃত হওয়ার সময় StarOffice 8 অথবা OpenOffice.org 2.0 প্রধান্য দিয়ে রাইটার সংস্করণে একটি প্রক্রিয়া পুনঃপুনঃ ব্যবহৃত হয়।
If the option is off, the old LibreOffice iterative process of object positioning is used. If the option is on, the new straightforward process is used to ensure compatibility with Microsoft Word documents.
যদি সক্রিয় হয় তাহলে শব্দের মধ্যবর্তীতে, একটি বিন্যাসিত অনুচ্ছেদে Shift+Enter দ্বারা সমাপ্ত লাইনে রাইটারটি ফাঁকা স্থান যোগ করে। যদি নিষ্ক্রিয় হয় তাহলে লাইনসমূহ যাচাই করার জন্য শব্দের মাঝের ফাঁকা স্থান বার্ধিত করা হয় না।
.odt টেক্সট নথির জন্য বৈশিষ্ট্যটি পূর্বনির্ধারিতভাবে সক্রিয় রয়েছে। এটি নথির সাথে .odt টেক্সট নথি বিন্যাসে সংরক্ষিত এবং লোড হবে। এই বৈশিষ্ট্যটি পুরনো .sxw টেক্সট নথিতে সংরক্ষিত থাকতে পারে না,ফলে এই বৈশিষ্ট্যটি .sxw টেক্সট নথির জন্য নিষ্ক্রিয় থাকে।
Use LibreOffice 4.3 anchoring paint order and tolerate white lines that may appear in PDF page backgrounds created from legacy documents.
Click to use the current settings on this tab page as the default for further sessions with LibreOffice.
ফ্যাক্টরির পূর্বনির্ধারিত মানসমূহ নিম্নরূপে নির্ধারণ করা হয়। নিম্নের অপশনগুলো সক্রিয় হয় যখন অন্য সকল অপশন নিষ্ক্রিয় করা হয়:
Add spacing between paragraphs and tables
Add paragraph and table spacing at top of first page and page breaks
সারণি কক্ষে নিম্নে অনুচ্ছেদ এবং সারণি ফাঁকাকরণ যুক্ত করুন
উভয়-প্রান্তিক অনুচ্ছেদে হস্তচালিত রেখা বিরতি দ্বারা রেখার শব্দের ফাঁকা বর্ধিত করুন।