LibreOffice 24.8 Help
The Table Bar contains functions you need when working with tables. It appears when you move the cursor into a table.
লাইন শৈলী টুলবার খুলতে এই আইকনে ক্লিক করুন, যেখানে আপনি সীমানা লাইন স্টাইল পরিবর্তন করতে পারেন।
সীমানার রং বা রঙীন সীমানা টুলবার খুলতে লাইন রং (সীমানার) আইকনে ক্লিক করুন, যা বস্তুর সীমানার রং পরিবর্তনে আপনাকে সক্ষম করে।
পরিসরন টুলবার খুলতে সীমানা আইকনে ক্লিক করুন, যেখানে আপনি একটি শীট এলাকা বা বস্তুর সীমানা পরিবর্তন করতে পারেন।
Select the type of fill that you want to apply to the selected drawing object.
Combines the contents of the selected cells into a single cell, retaining the formatting of the first cell in the selection.
নির্বাচনের নিচে,সারণিতে এক বা একাধিক সারি সন্নিবেশ করান। ডায়ালগ (পছন্দ করুন সারণি - সন্নিবেশ করান - সারিসমূহ)খোলে আপনি একের অধিক সারি সন্নিবেশ করাতে পারবেন, অথবা আইকন ক্লিক করার আগে একের অধিক সারি নির্বাচনের মাধ্যমে। দ্বিতীয় পদ্ধতি প্রকৃত নির্বাচিত সারিসমূহের মতো একই উচ্চতার সারিসমূহ সন্নিবেশ করায়।
নির্বাচনের পরে,সারণিতে এক বা একাধিক কলাম সন্নিবেশ করান। ডায়ালগ (পছন্দ করুন সারণি - সন্নিবেশ করান - কলামসমূহ)খোলে আপনি একের অধিক কলাম সন্নিবেশ করাতে পারবেন, অথবা আইকন ক্লিক করার আগে একের অধিক কলাম নির্বাচনের মাধ্যমে। যদি শেষোক্ত পদ্ধতি ব্যবহার করা হয়, সন্নিবেশকৃত কলামের নির্বাচিত কলামের মতো একই আপেক্ষিক প্রস্থ থাকবে।
সারণি থেকে নির্বাচিত সারি(s) মুছে ফেলা হয়।
সারণি থেকে নির্বাচিত কলাম(গুলো) মুছে ফেলা হয়।
Opens the Table Design. Double-click a preview to format the table.
Table Design
Specifies the properties of the selected table, for example, fonts, font effects, borders, and background.