ডাটাবেস শর্টকাট কী

নিচের তালিকাটি ডাটাবেসের মধ্যে বিদ্যমান শর্টকাট কী এর একটি তালিকা।

সাধারণ শর্টকাট কী LibreOffice এ প্রয়োগ করা হয়।

নোট আইকন

শর্টকাট কীর কিছু আপনার ডেস্কটপ সিস্টেমে বরাদ্দ করা হয়ত যাবে। কী যা LibreOffice এ ডেস্কটপ সিস্টেম প্রাপ্তিসাধ্যে বরাদ্দ করা হয় না। আলাদা কী হয় জন্য LibreOffice, বরাদ্দ করতে চেষ্টা করুন টুল- স্বনির্বাচন- কীবোর্ড অথবা আপনার ডেস্কটপ সিস্টেমে।


ডাটাবেসের জন্য শর্টকাট কী

কোয়েরি নকশাতে

শর্টকাট কী

Effect

F6

একটি কোয়েরি নকশা ‌থেকে অন্য একটি কোয়েরি নকশা এলাকাতে সরাসরি চলে যায়।

মুছে ফেলা

কোয়েরি নকশা থেকে একটি সারণি মুছে ফেলা হয়।

Tab

সংযোগ সারি নির্বাচন করা হয়।

Shift+F10

প্রসঙ্গ মেনু খোলা হয়।

F4

Shows a Preview.

F5

Runs query.

F7

Adds table or query.


কন্ট্রোলের বৈশিষ্ট্যাবলী উইন্ডো

শর্টকাট কী

Effect

+নিম্নমুখী তীর

কম্বো বাক্স খোলা হয়।

+ঊর্ধ্বমুখী তীর

কম্বো বাক্স বন্ধ করা হয়।

Shift+Enter

একটি নতুন সারি অন্তর্ভুক্ত করা হয়

ঊর্ধ্বমুখী তীর

পূর্ববর্তী সারিতে কার্সারটি অবস্থান করানো হয়।

নিম্নমুখী তীর

কার্সারটি পরবর্তী সারিতে স্থাপন করা হয়।

Enter

ক্ষেত্রটিতে ইনপুট প্রক্রিয়া সম্পন্ন এবং পরবর্তী ক্ষেত্রে কার্সার স্থাপন করা হয়।

+F6

প্রথম কন্ট্রোলে ফোকাস ( যদি নকশা মোডে না থাকে) স্থির করা হয়। প্রথম কন্ট্রোলটি ফরম ন্যাভিগেটর তালিকার প্রথম ভুক্তি।


প্রাথমিক ডায়লগ তৈরি করার জন্য শর্টকাট

শর্টকাট কী

Effect

+PgUp

এক ট্যাব থেকে অন্য ট্যাবে সরাসরি চলে যান।

+PgDn

এক ট্যাব থেকে অন্য ট্যাবে সরাসরি চলে যান।

F6

Jumps between windows.

Tab

কন্ট্রোল ক্ষেত্রের নির্বাচন।

Shift+Tab

বিপরীত দিকনির্দেশনাতে কন্ট্রোল ক্ষেত্রের নির্বাচন।

+Enter

নির্বাচিত কন্ট্রোল সন্নিবেশ করানো হয়।

তীর চিহ্নিত কী

+arrow key

নির্দিষ্ট দিকে ১ মিলিমিটার নির্বাচিত নিয়ন্ত্রণ সরানো হয়। বিন্দু সম্পাদনা মোড এ নির্বাচিত নিয়ন্ত্রণ এর আকার পরিবর্তন করে।

+Tab

বিন্দু সম্পাদনা মোডে, পরবর্তী হ্যান্ডেলে সরাসরি চলে যায়।

Shift++Tab

বিন্দু সম্পাদনা মোডে, পূর্ববর্তী হ্যান্ডেলে সরাসরি চলে যায়।

Esc

বর্তমান নির্বাচন ত্যাগ করা হয়।


Selecting Rows and Columns in a Database Table (opened by +Shift+F4 keys)

শর্টকাট কী

Effect

স্পেসবার

সারি নির্বাচন টগল করা হয়, শুধুমাত্র সম্পাদনা মোডে সারি থাকার সময় ব্যতীত।

+Tab

Toggles row selection.

Shift+স্পেসবার

Selects the current column.

+PgUp

Moves pointer to the first row.

+PgDn

Moves pointer to the last row.


Please support us!