LibreOffice 24.8 Help
নির্বাচিত গ্রাফিক বস্তুর জন্য প্রদর্শন বৈশিষ্ট্য তালিকাবদ্ধ করে। বর্তমান ফাইলের গ্রোথিত বা লিংককৃত বস্তু পরিবর্তিত হবে না, শুধু বস্তুর দর্শন পরিবর্তন হবে।
গ্রাফিক মোড
গ্রাফিক বস্তুর প্রদর্শন পরিবর্তিত হয়নি।
গ্রাফিক বস্তুকে গ্রেস্কেলে দেখানো হয়। একটি রং গ্রাফিক বস্তু গ্রস্কেলে এক রঙা হয়ে যেতে পারে। আপনি এক রঙা গ্রাফিক বস্তুতে একটি পোষাকী রং প্রয়োগ করতে রং এর স্লাইডার ব্যবহার করতে পারে।
গ্রাফিক বস্তুকে সাদা কালোতে দেখানো হয়। সকল উজ্জ্বলতা মান যা ৫০% এর নিচে তা কালো হিসেবে উপস্থিত হবে, ৫০% এর উপরে সাদা হিসেবে উপস্থিত হবে।
গ্রাফিক বস্তুটির উজ্জ্বলতা বাড়ানো হয় এবং বৈশাদৃশ্য কমানো হয় যাতে করে এটিকে একটি জলছাপ হিসেবে পটভূমিতে ব্যবহার করা যায়।