কম্বো বাক্স উইজার্ড: ডাটাবেস ক্ষেত্র

সংযুক্তি ক্ষেত্রে, আপনি হয় ক্ষেত্রের মান ডাটাবেজে সংরক্ষণ করতে পারেন বা একটি গঠনে এই মানগুলো প্রদর্শন করতে পারেন।

সংমিশ্রণ ক্ষেত্রে বা তালিকায় সন্নিবেশকৃত ব্যবহারকারী মান যা ডাটাবেস সারণিতে সংরক্ষণ করা যায়, যা ফরমে সন্নিবেশ করা যায়। খেয়াল করুন যে, অন্য আরেকটি সারণিতে সংরক্ষণ সম্ভব নয়। যদি মান ডাটাবেজে সংরক্ষিত না হয় তবে শুধু ফরমে সংরক্ষিত হবে। এটি বিশেষ ভাবে HTML ফরমে উপকারী, যেখানে ব্যবহারকারী যে মান সন্নিবেশ বা নির্বাচন করে তা একটি সার্ভারে নিযুক্ত করা হয়।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

Open Form Controls toolbar, click Combo Box icon and drag mouse to generate field. Database connection must exist in the form: Wizard - Page 3.


আপনি কি ডাটাবেস ক্ষেত্রের মান সংরক্ষণ করতে চান?

এই প্রশ্নের জন্য দুইটি অপশন প্রাপ্তিসাধ্য:

হ্যাঁ, আমি নিম্নোক্ত ডাটাবেস সংরক্ষণ করতে চাই

Specifies whether the user's entered or selected combination field value should be saved in a database field. Several database table fields are offered which can be accessed in the current form.

In কন্ট্রোল - বৈশিষ্ট্যে, উল্লেখিত ক্ষেত্রটি ডাটা ক্ষেত্রে ডাটা ট্যাব পৃষ্ঠার অধীনে একটি এন্ট্রি হিসেবে উপস্থিত হবে।

তালিকা ক্ষেত্র

Specifies the data field where the combination field value should be saved.

না, আমি শুধু গঠনে মান সংরক্ষণ করতে চাই

Specifies that the value of this combination field will not be written in the database and will only be saved in the form.

Please support us!