LibreOffice 24.8 Help
পূর্বের পৃষ্ঠায় সারণিতে উল্লেখিত ডাটা ক্ষেত্র নির্বাচন করুন, যা উপাদান তালিকা বা কম্বো বাক্সে প্রদর্শিত হবে।
পূর্ববর্তী উইজার্ড পৃষ্ঠায় পছন্দকৃত সব সারণি ক্ষেত্র প্রদর্শিত করে।
সেসব ক্ষেত্র উল্লেখ করে যার তথ্য কম্বো বা তালিকা বাক্সে প্রদর্শিত হয়।
এখানে প্রদত্ত ক্ষেত্রের নাম নিযন্ত্রন বৈশিষ্ট্যাবলীর একটি SQL বিবরনের একটি উপাদান হিসেবে বিষযবস্তু তালিকা করুন ক্ষেত্রে আবির্ভূত হবে।