LibreOffice 25.2 Help
আপনি লেখচিত্র উইজার্ড এর প্রথম পৃষ্ঠায় আলাদাভাবে সব ডাটা সিরিজের উৎস পরিসর তাদের লেবেলসমূহ অন্তর্ভূক্ত করে পৃথকভাবে পরিবর্তন করতে পারেন। আপনি শ্রেণীর পরিসরও পরিবর্তন করতে পারেন। আপনি প্রথমে ডাটা পরিসর পৃষ্ঠায় ডাটা পরিসর নির্বাচন করতে পারেন এবং তারপর অপ্রোয়জনীয় ডাটাসিরিজ অপসারণ করুন অথবা এখানে অন্য ঘর থেকে প্রাপ্ত ডাটা সিরিজ যুক্ত করুন।
যদি এই পৃষ্ঠায় অনেক বেশী অপশন হবে বলে মনে হয়, তাহলে লেখচিত্র উইজার্ড - ডাটা পরিসর পৃষ্ঠায় শুধু ডাটা পরিসর নির্ধারণ করুন এবং এই পৃষ্ঠাটি এড়িয়ে যান।
ক্যাল্ক অথবা রাইটার সারণি ভিত্তিক লেখচিত্রের জন্য শুধুমাত্র এই ডায়ালগটি বিদ্যমান।
ডাটা সিরিজ তালিকা বাক্সে আপনি বর্তমান লেখচিত্রে বিদ্যমান সব ডাটা সিরিজের একটি তালিকা দেখতে পান।
ডাটা সিরিজ সাজাতে, তালিকার একটি ভুক্তি নির্বাচন করুন।
নির্বাচিত ভুক্তির নিচে অন্য ডাটা ধারা যুক্ত করতে "যুক্ত করুন" এ ক্লিক করুন। নতুন ডাটা সিরিজটি নির্বাচিত ভুক্তির ন্যায় একই ধরনের।
ডাটা সিরিজ তলিকা থেকে নির্বাচিত ভুক্তিটি অপসারণ করতে "অপসারণ করুন" এ ক্লিক করুন।
তালিকায় নির্বাচিত ভুক্তিটি উপরে এবং নিচে সরাতে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী তীরচিহ্ন ব্যবহার করুন। এটি ডাটা উৎস সারণিতে ক্রমের কোনো পরিবর্তন করেনা, কিন্তু শুধুমাত্র লেখচিত্রের বিন্যাস পরিবর্তন করে।
ভুক্তির বৈশিষ্ট্যসমূহ দেখতে এবং সম্পাদনা করতে তালিকার একটি ভুক্তিতে ক্লিক করুন।
ডাটা পরিসর তালিকা বাক্সে ভূমিকার নাম এবং ডাটা সিরিজ উপাদানের ঘরের পরিসর দেখা যায়।
একটি ভুক্তিতে ক্লিক করুন, এরপর নিম্নের লেখা বাক্সের বিষয়বস্তু সম্পাদনা করুন।
লেখা বাক্সের পরবর্তী লেবেল বর্তমানে নির্বাচিত ভূমিকা ব্যাখ্যা করে।
ডাটা পরিসর সন্নিবেশ করান অথবা ডায়ালগ ছোট করতে এবং মাউস দিয়ে ডাটা পরিসর নির্বাচন করতে ডাটা পরিসর নির্বাচন এ ক্লিক করুন।
আপনি যদি পর পর অবস্থিত নয় এমন বহু প্রকোষ্ঠ এলাকার ডাটা পরিসর নিয়ে কাজ করতে চান, প্রথম পরিসরটি নির্বাচন সন্নিবেশ করান, তারপর লেখা বাক্সের শেষে একটি সেমিকোলন স্বনির্ধারিতভাবে যোগ করুন, তারপর অন্য পরিসর সন্নিবেশ করান। পরিসরসমূহের মধ্যে বিভাজক হিসেবে একটি সেমিকোলন ব্যবহার করুন।
Y-মানের ন্যায় ডাটা ভূমিকার পরিসীমার জন্য, অবশ্যই একটি লেবেল ঘর সন্নিবেশ করাবেন না।
শ্রেণী অথবা ডাটা লেবেলসমূহের জন্য ব্যবহৃত হবে এমন একটি ঘরের পরিসর সন্নিবেশ করান অথবা নির্বাচন করুন।
লেখচিত্র ধরনের উপর ভিত্তি করে, পাঠ্যসমূহ X অক্ষে অথবা ডাটা লেবেল হিসেবে প্রদর্শিত হয়।