LibreOffice 24.8 Help
আপনি লেখচিত্র উইজার্ড এর পৃষ্ঠা থেকে একটি লেখচিত্রের ধরন পছন্দ করতে পারেন।
শিরোনাম সন্নিবেশ করান অথবা উপাদানে ক্লিক করুন যা আপনি বর্তমান লেখচিত্রে প্রদর্শন করতে চান।
আপনি যদি একটি শিরোনাম, উপশিরোনাম, অথবা অন্য অক্ষের জন্য পাঠ্য সন্নিবেশ করান তাহলে লেখচিত্রের পরে লেখা প্রদর্শনের জন্য প্রয়োজনীয় স্থান বরাদ্দ থাকবে। আপনি যদি কোনো লেখা সন্নিবেশ না করান, তাহলে লেখচিত্র প্রদর্শনের জন্য অধিক স্থান ছেড়ে দিয়ে আর কোনো স্থান বরাদ্দ হবে না।
শিরোনাম পাঠ্যকে একটি ঘরের সাথে লিঙ্ক করা সম্ভব নয়। আপনাকে অবশ্যই পাঠ্যটি সরাসরি সন্নিবেশ করাতে হবে।
লেখচিত্রটি সম্পূর্ণ হলে, আপনি বিন্যাস মেনু দ্বারা এর অবস্থান এবং অন্যান্য বৈশিষ্ট্যসমূহ পরিবর্তন করতে পারেন।
লেখচিত্রের ব্যাখ্যাটি প্রথম সারি অথবা কলাম অথবা বিশেষ পরিসর থেকে লেবেলসমূহ প্রদর্শন করে যা আপনি ডাটা সিরিজ ডায়ালগে নির্ধারণ করেন। যদি আপনার লেখচিত্রসমূহ লেবেল ধারণ না করে তাহলে লেখচিত্রের ব্যাখ্যাটি লেখচিত্র ডাটার সারি সংখ্যা অথবা কলামের বর্ণ অনুসারে "সারি ১, সারি ২, ...", অথবা "কলাম A, কলাম B, ..." রূপে পাঠ্য প্রদর্শন করে।
আপনি সরাসরি পাঠ্য সন্নিবেশ করাতে পরবেন না, এটি নাম ঘরের সারি থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়।
যেকোনো একটি অবস্থান অপশন নির্বাচন করুন। যখন লেখচিত্রটি সম্পূর্ণ হয়, বিন্যাস মেনু ব্যবহার করে আপনি অপর অবস্থানসমূহ সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করতে পারেন।
দৃশ্যমান গ্রিড রেখাসমূহ লেখচিত্রের ডাটা মান অনুমান করতে সহায়তা করে।
অক্ষ বৈশিষ্ট্যের স্কেল ট্যাব এ বিরতি বিন্যাস সংশ্লিষ্ট গ্রিড রেখাসমূহের মধ্যবর্তী দূরত্ব।
গ্রিড রেখাসমূহ পাই লেখচিত্রের জন্য বিদ্যমান নয়।
সম্পাদনা মোডে অতিরিক্ত উপাদানের জন্য লেখচিত্রের "সন্নিবেশ" মেনু ব্যবহার করুন। এখানে আপনি নিম্নোক্ত উপাদানসমূহ নির্ধারণ করতে পারেন:
গৌন অক্ষ
গৌন গ্রিড
ডাটা লেবেল
পরিসংখ্যান, উদহারনস্বরূপ গড় মান, y ত্রুটি বার এবং ট্রেন্ড লাইন