লেখচিত্র ধরন কলাম এবং বার

আপনি লেখচিত্র উইজার্ড এর প্রথম পৃষ্ঠা থেকে একটি লেখচিত্রের ধরন বেছে নিতে পারেন।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

Choose Insert - Chart...

Icon

Insert Chart


কলাম

এটি প্রকারটি উল্লম্ব বারসহ বার লেখচিত্র অথবা বার গ্রাফ প্রদর্শন করে। প্রতিটি বারের উচ্চতা এর মানের সমানুপাতিক। x অক্ষ শ্রেণীসমূহ প্রদর্শন করে। y অক্ষ প্রতিটি শ্রেণীর জন্য মান প্রদর্শন করে।

সাধারণ - এই প্রকারভেদটি একে অপরের নিকটবর্তী একটি শ্রেণী সংশ্লিষ্ট মানসমূহ প্রদর্শন করে। প্রতিটি অন্য মানের সাথে তুলনা করে স্বতন্ত্র পরম মানই প্রধান ফোকাস থাকে।

স্তুপীকৃত - এই প্রকারভেদটি একে অপরের উপর বিদ্যমান প্রতিটি শ্রেণীর ডাটা মানসমূহ প্রদর্শন করে। সমগ্রিক শ্রেণী মান এবং এর শ্রেণীবিন্যাসের মধ্যে প্রতিটি মানের স্বতন্ত্র অবদান হলো প্রধান ফোকাস।

শতকরা - এই প্রকারভেদটি এর শ্রেণীবিন্যাসের সর্বমোটের সাপেক্ষে প্রতিটি ডাটা মানের আপেক্ষিক শতকরা মান প্রদর্শন করে। শ্রেণীর সর্বমোট প্রতিটি মানের আপেক্ষিক অবদানই হলো প্রধান ফোকাস।

আপনি ডাটা মানসমূহের ত্রিমাত্রিক দৃশ্যপট সক্রিয় করতে পারেন। "বাস্তবসম্মত" স্কীম সর্বশ্রেষ্ঠ ত্রিমাত্রিক রূপ দিতে চেষ্টা করে। "সাধারণ" স্কীম অন্য অফিস প্রোডাক্টের লেখচিত্র প্রদর্শন অনুকরণ করতে চেষ্টা করে।

ত্রিমাত্রিক লেখচিত্রের জন্য আপনি বাক্স, সিলিন্ডার, কোন এবং পিরামিড থেকে প্রতিটি ডাটা মানের আকৃতি নির্বাচন করতে পারেন।

বার

এই প্রকারটি অনুভূমিক বারসহ বার লেখচিত্র অথবা বার গ্রাফ প্রদর্শন করে। প্রতিটি বারের দৈর্ঘ্য এর মানের সমানুপাতিক। y অক্ষ শ্রেণীবিন্যাস প্রদর্শন করে। x অক্ষটি প্রতিটি শ্রেণীর জন্য মান প্রদর্শন করে।

কলামের ধরনের জন্য প্রকারভেদসমূহ একই হয়।

Please support us!