অক্ষ

লেখচিত্রে প্রদর্শন করা হবে এমন অক্ষসমূহ উল্লেখ করা হয়।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

Choose Insert - Axes (Charts)


প্রধান অক্ষ

X অক্ষ

উপবিভাগ সহ X অক্ষ লাইন হিসেবে প্রদর্শিত হয়।

Y অক্ষ

উপবিভাগ সহ Y অক্ষ লাইন হিসেবে প্রদর্শিত হয়।

Z অক্ষ

উপবিভাগ সহ Z অক্ষ লাইন হিসেবে প্রদর্শিত হয়। এই অক্ষ শুধুমাত্র ত্রিমাত্রিক লেখচিত্রে প্রদর্শন করা যাবে।

গৌন অক্ষ

আপনার লেখচিত্রে দ্বিতীয় একটি অক্ষ নির্দিষ্ট করতে এই এলাকা ব্যবহার করুন। যদি একটি ডাটা সিরিজ ইতোমধ্যেই এই অক্ষে নির্দিষ্ট থাকে তাহলে LibreOffice স্বয়ংক্রিয়ভাবে অক্ষ এবং লেবেল প্রদর্শন করে। আপনি পরে এই সেটিং বন্ধ করে দিতে পারেন। যদি এই অক্ষে কোনো ডাটা নির্দিষ্ট করা না হয় এবং আপনি এই এলাকা সক্রিয় করেন তাহলে প্রাথমিক Y অক্ষের মান গৌন অক্ষে প্রয়োগ করা যায়।

X অক্ষ

লেখচিত্রে একটি গৌন X অক্ষ প্রদর্শিত হয়।

Y অক্ষ

লেখচিত্রে একটি গৌন Y অক্ষ প্রদর্শিত হয়।

পরামর্শ আইকন

প্রধান অক্ষ এবং গৌন অক্ষের ভিন্ন স্কেলিং থাকতে পারে। উদাহরণসরূপ, আপনি একটি অক্ষকে ২ ইঞ্চি এবং অন্যটিকে ১.৫ ইঞ্চি স্কেল করতে পারেন।


Please support us!