LibreOffice 24.8 Help
By default, LibreOffice automatically corrects many common typing errors and applies formatting while you type. You can immediately undo any automatic changes with Command Ctrl+Z.
LibreOffice calc এ কিভাবে স্বয়ংক্রিয় পরিবর্তন নিষ্ক্রিয় অথবা পুনরায় সক্রিয় করতে হবে নিম্নোক্তটি তা দেখায়:
কক্ষে এন্ট্রি তৈরি করার সময়, LibreOffice একই কলামে স্বয়ংক্রিয়ভাবে সুপারিশকৃত মিলানো ইনপুট Calc করুন। এই কার্যক্রমটি AutoInput নামে পরিচিত।
To turn the AutoInput on and off, set or remove the check mark in front of Tools - AutoInput.
LibreOffice Calc তারিখে নিশ্চিত ভুক্তি স্বয়ংক্রিয়ভাবে রূপান্তর করা হয়। উদাহরণস্বরূপ, ভুক্তি ১.১ সম্ভবত বর্তমান বছরের জানুয়ারি ১ হিসেবে ব্যাখ্যা করা হবে, আপনার অপারেটিং সিস্টেমের লোক্যাল বিন্যাস অনুসারে, এবং এরপর কক্ষে প্রয়োগকৃত তারিখ বিন্যাস অনুসারে প্রদর্শন করা হবে।
একটি এন্ট্রি একটি পাঠ্য হিসেবে ব্যাখা করা হচ্ছে সেটি নিশ্চিত করতে, এন্ট্রির শুরুতে একটি ঊর্ধ্ব কমা যুক্ত করুন। ঊর্ধ্ব কমা কক্ষে প্রদর্শন করা হবেনা।
Choose Tools - AutoCorrect - AutoCorrect Options. Go to the Localized Options tab and unmark Replace.
নির্বাচন করুন। ট্যাবে যান। হতে টিক চিহ্ন তুলে দিন।
নির্বাচন করুন। ট্যাবে যান। শব্দ যুগল নির্বাচন করুন এবং ক্লিক করুন।