LibreOffice 24.8 Help
Defines the options to be used to insert a new sheet. You can create a new sheet, or insert an existing sheet from a file.
আপনার নথির কোথায় নতুন শীট সন্নিবেশ করা হবে তা উল্লেখ করে।
সরাসরি বর্তমান শীটের পূর্বে নতুন শীট সন্নিবেশ করে।
সরাসরি বর্তমান শীটের পরে নতুন শীট সন্নিবেশ করে।
নথিতে নতুন শীট সন্নিবেশ করা হবে নাকি বিদ্যমান শীট তা উল্লেখ করে।
নতুন শীট তৈরি করে। নাম ক্ষেত্রে শীটের নাম সন্নিবেশ করান। অনুমোদিত অক্ষর হলো বর্ণ, সংখ্যা, ফাঁকা স্থান এবং নিম্নরেখা বর্ণচিহ্ন।
শীট তৈরি করার সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে।
নতুন শীটের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে।
বর্তমান নথিতে একটি বিদ্যমান ফাইল হতে শীট সন্নিবেশ করে।
ফাইল নির্বাচন করার জন্য একটি ডায়ালগ খোলে।
আপনি যদি ব্রাউজ বোতাম ব্যবহার করে একটি ফাইল নির্বাচন করেন, এতে ধারণকৃত শীটসমূহ তালিকা বাক্সে প্রদর্শন করা হয়। এই বাক্সটির নিচে ফাইলের পাথ প্রদর্শিত হয়। তালিকা বাক্স হতে সন্নিবেশ করা হবে এমন শীট নির্বাচন করুন।
অনুলিপি হিসেবে সন্নিবেশ করার পরিবর্তে লিংক হিসেবে শীটটি সন্নিবেশ করাতে নির্বাচন করুন। বর্তমান বিষয়বস্তু প্রদর্শন করার জন্য লিংক হালনাগাদ করা যেতে পারে।