ম্যাক্রো টুলবার

ম্যাক্রো টুলবার এ ম্যাক্রো তৈরি, সম্পাদনা, এবং চালানোর কমান্ড রয়েছে।

লাইব্রেরি

যে লাইব্রেরিটি সম্পাদনা করতে চান তা নির্বাচন করুন। যে প্রথম মডিউলটি আপনি নির্বাচন করেছেন তা বেসিক IDE তে প্রদর্শিত হয়।

তালিকা বাক্স লাইব্রেরি

লাইব্রেরি তালিকা বাক্স

কম্পাইল

বেসিক ম্যাক্রো কম্পাইল করা হয়। ম্যাক্রো পরিবর্তন করলে অথবা ম্যাক্রোতে এক ধাপ বা প্রসিজার ধাপ ব্যবহার করা হলে এটি কম্পাইল করার প্রয়োজন হয়।

Icon Compile

কম্পাইল

চালানো

বর্তমান ম্যাক্রোর প্রথম মডিউলটি চালানো হয়।

আইকন

চালানো

বন্ধ করুন

বর্তমান ম্যাক্রো চালানো বন্ধ করা হয়।

আইকন

বন্ধ করুন

প্রসিজারের ধাপ

ম্যাক্রো চালানো হয় এবং পরবর্তী প্রসিজারের পর এটি বন্ধ হয়ে যায়।

আইকন

প্রসিজারের ধাপ

এক ধাপ

ম্যাক্রো চালানো হয় এবং পরবর্তী কমান্ডের দিলে এটি বন্ধ হয়।

আইকন

এক ধাপ

স্টেপ আউট

বর্তমান ম্যাক্রোর পূর্ববর্তী রুটিনে সরাসরি চলে যায়।

Icon Step Out

স্টেপ আউট

ব্রেকপয়েন্ট

প্রোগ্রাম লাইনে একটি ব্রেকপয়েন্ট সন্নিবেশ করানো হয়।

আইকন

ব্রেকপয়েন্ট

ব্রেকপয়েন্ট ব্যবস্থাপনা

ব্রেকপয়েন্ট ব্যবস্থাপনার জন্য একটি ডায়ালগ কল করা হয়।

আইকন

ব্রেকপয়েন্ট ব্যবস্থাপনা

ওয়াচ সক্রিয়

ম্যাক্রোতে চলক প্রদর্শনের জন্য এই আইকনটিতে ক্লিক করুন। চলকের বিষয়বস্তুসমূহ পৃথক একটি উইন্ডোতে প্রদর্শিত হয়।

আইকন

ওয়াচ সক্রিয়

বস্তুর ক্যাটালগ

Opens the Objects pane, where you can view Basic objects.

আইকন

বস্তুর ক্যাটালগ

ম্যাক্রো

ম্যাক্রো ডায়ালগ খোলা হয়।

Icon Macros

ম্যাক্রো

মডিউল

ম্যাক্রো সংগঠক ডায়ালগ খুলতে এখানে ক্লিক করুন।

Icon Modules

মডিউল

জোড়া লঘুবন্ধনী অনুসন্ধান

দুইটি সংশ্লিষ্ট বন্ধনী দ্বারা আবদ্ধ লেখা হাইলাইট করা হয়। শুরু বন্ধনী অথবা শেষ বন্ধনীর সামনে লেখার কার্সারটি স্থাপন করুন এবং তারপর এই আইকনটিতে ক্লিক করুন।

Icon Find Parentheses

জোড়া লঘুবন্ধনী অনুসন্ধান

Import BASIC

Basic IDE উইন্ডোতে মূল উৎস টেক্সট খোলা হয়।

Icon Import BASIC

Import BASIC

Export BASIC

নির্বাচিত বেসিক ম্যাক্রোর উৎস কোড সংরক্ষণ করা হয়।

Icon Export BASIC

Export BASIC

চালানো

Calls an "Open" dialog to import a BASIC dialog file.

Icon Import Dialog

Import Dialog

চালানো

In the dialog editor, this command calls a "Save as" dialog to export the current BASIC dialog.

Icon Export Dialog

Export Dialog

Please support us!