LibreOffice 25.2 Help
This section provides an overview of the toolbars available in LibreOffice Writer. এই সারসংক্ষেপটিতে LibreOffice এর জন্য পূর্বনির্ধারিত টুলবার কনফিগারেশন সম্পর্কিত ব্যাখ্যা রয়েছে।
The Bullets and Numbering bar contains functions to modify the structure of list paragraphs, including changing their order and list level.
তে রূপরেখা দেখা, রূপরেখা বাঁধা দেয়া ঘনঘন ব্যবহৃত সম্পাদনা সরঞ্জাম ধারণ করে। একটি টুলবার খুলতে তীর পরবর্তী প্রতি একটি আইকন ক্লিক করুন যে অতিরিক্ত র্নিদেশাবলী ধারণ করেন।
You can see the Drawing Object Properties bar in Writer and Calc. Select the menu View - Toolbars - Drawing Object Properties. The controls are enabled when a drawing object is selected. You see some different icons by default, whether the current document is a text document or a spreadsheet.
The Form Controls toolbar or sub-menu contains tools that you need to create an interactive form. You can use the toolbar or sub-menu to add controls to a form in a text, drawing, spreadsheet, presentation, or HTML document, for example a button that runs a macro.
ডাটাবেস সারণি সম্পাদনা অথবা ডাটা প্রদর্শনী নিয়ন্ত্রণ করার জন্য ফরম নেভিগেশন বারে আইকন বিদ্যমান থাকে। বারটি নথির নিচে প্রদর্শিত হয় যা ডাটাবেসের সাথে লিঙ্ককৃত ক্ষেত্র ধারণ করে থাকে।
যখন ফ্রেমটি নির্বাচিত হবে, ফ্রেম বার বিন্যাস এবং অবস্থানকরণের জন্য সর্ব্বোচ ফাংশন প্রদান করে।
LibreLogo is a simple, localized, Logo-like programming environment with turtle vector graphics for teaching of computing (programming and word processing), DTP and graphic design. See http://www.numbertext.org/logo/librelogo.pdf.
The Mail Merge Toolbar contains commands for the final steps of the mail merge process.
The OLE Object bar appears when objects are selected, and contains the most important functions for formatting and positioning objects.
সারণি বার সারণিসমূহ নিয়ে কাজ করার সময় আপনার প্রয়োজনীয় ফাংশনসমূহ ধারণ করে। যখন আপনি কার্সারটি সারণিতে সরিয়ে নিবেন তখন এটি উপস্থিত হবে।
পাঠ্যের জন্য বিন্যাস কমান্ড ধারণ করে যা একটি অংকন বস্তুতে ধারণ করা হয়। যখন আপনি একটি অঙ্কন বস্তুর ভিতরে ডাবল ক্লিক করবেন তখন পাঠ্য বস্তু বার আবির্ভূত হবে।
The Classification bar contains tools to help secure document handling.
The Classification toolbar contains listboxes to help in selecting the security of the document, according to the BAF category policy and BAILS levels. LibreOffice will add custom fields in the document properties (File - Properties, Custom Properties tab) to store the classification policy as document metadata.