হাইফেন প্রয়োগ

By default, LibreOffice moves words that do not fit on a line to the next line. If you want, you can use automatic or manual hyphenation to avoid this behavior.

note

Hyphenation rules differ between languages. To automatically guess where a word can be hyphenated, you need to have the relevant extension installed. If the rules are missing, an error message or banner will be displayed.
Hyphenation rules are often bundled with dictionaries and installed with LibreOffice depending on the language you picked. If they are missing, you can find relevant extensions by searching for "hyphenation" on the Extensions website.
Learn more about language support on our wiki.


স্বয়ংক্রিয় হাইফেন প্রয়োগ

স্বয়ংক্রিয় হাই‌ফেন ব্যবহার যেখানে প্রয়োজন সেখানে হাইফেন চিহ্ন সন্নিবেশ করা হয়। এই অপশনটি কেবলমাত্র অনুচ্ছেদ শৈলী এবং স্বতন্ত্র অনুচ্ছেদের জন্য বিদ্যমান।

স্বয়ংক্রিয়ভাবে একটি অনুচ্ছেদে পাঠ্যে হাইফেন প্রয়োগ করতে

  1. একটি অনুচ্ছেদে ডান-ক্লিক করুন, এবং অনুচ্ছেদ নির্বাচন করুন।

  2. পাঠ্য প্রবাহ ট্যাবে ক্লিক করুন।

  3. In the Hyphenation area, select the Automatically check box.

  4. ঠিক আছে ক্লিক করুন।

স্বয়ংক্রিয়ভাবে বহু অনুচ্ছেদে পাঠ্যে হাইফেন প্রয়োগ করতে

যদি আপনি স্বয়ংক্রিয়ভাবে একের অধিক অনুচ্ছেদ হাইফেন দিতে চান, একটি অনুচ্ছেদ শৈলী ব্যবহার করুন।

উদাহরণস্বরূপ, "পূর্বনির্ধারিত" অনুচ্ছেদ শৈলীর জন্য স্বয়ংক্রিয় হাইফেনের ব্যবহারের অপশন সক্রিয় করুন, এবং এরপর অনুচ্ছেদ শৈলী প্রয়োগ করুন যাতে আপনি হাইফেন দিতে চান।

  1. Choose View - Styles, and then click the Paragraph Styles icon.

  2. অনুচ্ছেদ শৈলীতে ডান-ক্লিক করুন যাতে আপনি হাইফেন দিতে চান, এবং এরপর পরিবর্তন নির্বাচন করুন।

  3. Click the Text Flow tab.

  4. হাইফেন প্রয়োগ এলাকায়, স্বয়ংক্রিয় চেক বাক্স নির্বাচন করুন।

  5. ঠিক আছে ক্লিক করুন।

  6. যে অনুচ্ছেদ আপনি হাইফেন দিতে চান তাতে এই শৈলী প্রয়োগ করুন।

স্বনির্ধারিত হাইফেন প্রয়োগ

আপনি রেখার যেখানে চান সেখানে হাইফেন দিতে পারেন, অথবা LibreOffice কে হাইফেন দেওয়ার জন্য শব্দ সন্ধান করতে দিন, এবং এরপর একটি প্রস্তাবিত হাইফেন প্রয়োগ প্রস্তাব করুন।

স্বনির্ধারিত ভাবে একক শব্দে হাইফেন প্রয়োগ করতে

দ্রুত একটি হাইফেন সন্নিবেশ করাতে, শব্দে ক্লিক করুন যেখানে আপনি হাইফেন যুক্ত করতে চান, এবং এরপর +যোজকচিহ্ন(-) চাপুন।

যদি আপনি একটি শব্দে হস্তচালিত যোজকচিহ্ন সন্নিবেশ করান, শব্দে কেবলমাত্র হস্তচালিত যোজকচীহ্নে দেওযা যাবে। এই শব্দের জন্য কোনে অতিরিক্ত যোজকচিহ্ন প্রয়োগ করা হবেনা। পাঠ্য প্রবাহ ট্যাব পৃষ্ঠা বিন্যাস বিবেচনা না করে হস্তচালিত যোজকচিহ্ন সহ একটি শব্দে যোজকচিহ্ন দেওয়া হয়।

একটি নির্বাচনে স্বনির্ধারিত ভাবে পাঠ্যে হাইফেন প্রয়োগ করতে

  1. যে পাঠ্যে আপনি হাইফেন দিতে চান সেটি নির্বাচন করুন।

  2. টুল - ভাষা - হাইফেন প্রয়োগ নির্বাচন করুন।

Please support us!