পাদটীকা অথবা প্রান্তটীকা সন্নিবেশ এবং সম্পাদনা করা হচ্ছে

পাদটীকা পৃষ্ঠার নিম্নে একটি আলোচ্য বিষয় সম্পর্কে আরো তথ্যাদি উল্লেখ করে এবং প্রান্তটীকা নথির শেষে তথ্যাদি উল্লেখ করে। LibreOffice স্বয়ংক্রিয়ভাবে পাদটীকা এবং প্রান্তটিকার নম্বর দেয়।

একটি পাদটীকা বা প্রান্তটীকা সন্নিবেশ করতে

  1. আপনি আপনার নথির যেখানে নোটটির নোঙ্গর স্থাপন করতে চান সেখানে ক্লিক করুন।

  2. সন্নিবেশ - পাদটীকা/প্রান্তটীকা নির্বাচন করুন।

  3. সংখ্যায়ন এলাকায়, আপনি যে বিন্যাস ব্যবহার করতে চান তা নির্বাচন করুন। যদি আপনি অক্ষর নির্বাচন করেন, ব্রাউজার বোতামে ক্লিক করুন (...) এবং পাদটীকায় আপনি যে অক্ষর ব্যবহার করতে চান তা নির্বাচন করুন।

  4. ধরন এলাকায়, পাদটীকা বা প্রান্তটীকা নির্বাচন করুন।

  5. ঠিক আছে ক্লিক করুন।

  6. নোট টাইপ করুন।

Icon

সন্নিবেশ টুলবারে সরাসরি পাদটীকা সন্নিবেশ আইকনে ক্লিক করেও আপনি পাদটীকা সন্নিবেশ করাতে পারেন।

Insert Endnote Icon

You can insert endnotes directly by clicking the Insert Endnote icon on the Standard or Insert toolbar or choose Insert - Footnote and Endnote - Endnote.

একটি পাদটীকা বা প্রান্তটীকা সম্পাদনা করতে

tip

Shortcut keys can be made to insert, edit, and navigate to footnotes and endnotes. Choose Tools - Customize - Keyboard tab and enter note in the Functions box to see possibilities.


Please support us!