শর্ত

শর্তসাপেক্ষ শৈলীর জন্য শর্ত সংজ্ঞায়িত করুন।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

Right-click a paragraph with style Body Text. Choose Paragraph - Edit Style - Condition tab.

Choose View - Styles (). Right-click any paragraph style. Choose New - Condition tab.


শর্তসাপেক্ষ শৈলী হলো অনুচ্ছেদ শৈলী যার বিষয়বস্তুর উপর নির্ভর করে ভিন্ন্য বৈশিষ্ট্যাবলী আছে। একবার নির্ধারণ করা হলে, আপনি শর্তসাপেক্ষ শৈলীর শর্তসাপেক্ষ বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করতে পারবেন না।

LibreOffice নিম্নোক্ত উপায়ে শর্তাধীন শৈলীরর অনুচ্ছেদ বৈশিষ্ট্যাবলী প্রয়োগ করে (জোরালো শর্তাবলী ডায়ালগ ক্ষেত্রের শিরোনামে সঙ্গতিপূর্ণ): একটি বিষয়বস্তুতে যদি একটি অনুচ্ছেদ একটি শর্তাধীন শৈলীর সঙ্গে একটি প্রয়োগকৃত শৈলী সংযোগকৃত, এরপর অনুচ্ছেদ শৈলীসেই অবস্থা থেকে ব্যবহার করা হয়। যদি কোনো শৈলী বিষযবস্তুরসাথে সংযোগকৃত না থাকে, তারপর শর্তাধীন স্টাইলে সংজ্ঞায়িত বৈশিষ্ট্যাবলী প্রয়োগ করা হবে। নিম্নলিখিত উদাহরণ এই সম্পর্কটি অলংকরণ করে:

  1. Open a blank text document and write a short business letter with a header (Format - Page Style - Header).

  2. Define a new Paragraph Style by choosing New in the Styles window, and selecting all the paragraph properties that you want for your business letter in the Paragraph Style dialog. Name this style "Business letter".

  3. নতুন অনুচ্ছেদ শৈলী কে একটি শর্তসাপেক্ষ শৈলী হিসেবে সংজ্ঞায়িত করতে এরপর শর্ত ট্যাব এ ক্লিক করুন এবং শর্তসাপেক্ষ শৈলী নির্বাচন করুন।

  4. বিষয়স্তুতে, শীর্ষচরণ এন্ট্রি নির্বাচন করুন এবং অনুচ্ছেদ শৈলীর অভ্যন্তর আপনার ব্যবসা পত্রের শিরোনামের জন্য শৈলী নির্বাচন করুন; উদহারনস্বরূপ, পূর্ব নির্ধারিত অনুচ্ছেদ শৈলী "শীর্ষচরণ"। আপনি আপনাট নিজস্ব শৈলীও নির্বাচন করতে পারেন।

  5. আপনি অনুচ্ছেদ শৈলী তালিকা বাক্স বা প্রয়োগ ব্যবহার করে নির্বাচিত ভুক্তির সাহায্যে ডাবল ক্লিক করে অনুচ্ছেদ শৈলী প্রয়োগ করতে পারেন।

  6. অনুচ্ছেদ শৈলী ডায়ালগ বন্ধ করতে ঠিক আছে তে ক্লিক করুন, এবং এরপর আপনার ব্যবসা পত্রের সব অনুচ্ছেদ বিন্যাস করুন, শীর্ষচরণ অন্তর্ভূক্ত, with the new "ব্যবসা পত্র" শর্তসাপেক্ষ অনুচ্ছেদ শৈলী সহ। (যখন আপনি শীর্ষচরণতে ক্লিক করবেন, নতুন ব্যবসা পত্র শৈলী ব্যবহার করতে আপনার সব শৈলী অথবা পছন্দসই শৈলী প্রদর্শন করতে হতে পারে।)

শিরোনাম পাঠ্যের এখন আপনার শিরোনাম অনুচ্ছেদ শৈলীতে উল্ল্যেখিত গুণমান আছে, যখন নথির অন্যান্য অংশের ব্যবসা চিঠি শর্তাধীন অনুচ্ছেদ শৈলীতে সংজ্ঞায়িত গুণমান আছে।

tip

The Body Text style was created as a conditional style. Therefore, any styles you derive from it can be used as conditional styles.


বিষযবস্তুতে প্রয়োগকৃত অনুচ্ছেদ শৈলী অন্য বিন্যাসে এক্সপোর্ট করার সময় ব্যবহার করা হযেছিল (RTF, HTML, এবং আরো)।

শর্তসাপেক্ষ শৈলী

একটি নতুন শৈলীকে শর্তসাপেক্ষ শৈলী হিসেনে সংজ্ঞায়িত করতে এই বাক্স চিহ্নিত করুন।

বিষযবস্তু

Here you can see the LibreOffice predefined contexts, including outline levels 1 to 10, list levels 1 to 10, table header, table contents, section, border, footnote, header and footer.

Applied Styles

এখানে আপনি একটি বিষযবস্তুতে প্রয়োগকৃত সব অনুচ্ছেদের শৈলী তালিকা দেখতে পারেন।

Paragraph Styles

সব অনুচ্ছেদ শৈলীর তালিকা যা তালিকা বাক্সে ধারণকারী বিষয়স্তুতে বরাদ্দ করা যাবে।

শৈলী গ্রুপ

These are the style groups that you can display in the Styles window.

নাম

অর্থ

স্বয়ংক্রিয়

বর্তমান বিষয়বস্তুর উপযুক্ত শৈলী প্রদর্শন করুন।

সব শৈলী

সক্রিয় শৈলী শ্রেণীবিবাগের সব শৈলী প্রদর্শন করুন

প্রয়োগকৃত শৈলী

বর্তমান নথিতে প্রয়োগকৃত শৈলী (নির্বাচিত শ্রেণীবিভাগ) প্রদর্শন করুন।

পছন্দসই শৈলী

নির্বাচিত শৈলীর শ্রেণীবিভাগে সব ব্যবহারকারী-সংজ্ঞায়িত শৈলী প্রদর্শন করুন।

অক্ষর শৈলী

পাঠ্যের বিন্যাস শৈলী প্রদর্শন করুন।

Document Structure

Displays formatting styles for structuring documents.

তালিকা শৈলী

Displays formatting styles for ordered or unordered lists.

সূচী শৈলী

সূচীর বিন্যাস শৈলী প্রদর্শন করুন।

Special Styles

শীর্ষচরণ, পাদটিকা, প্রান্তটিকা, সারণি এবং শিরোনামের বিন্যাস শৈলী প্রদর্শন করুন।

HTML শৈলী

HTML নথির জন্য শৈলীর তালিকা প্রদর্শন করুন

সর্তসাপেক্ষ শৈলী

ব্যবহারকারী-সংজ্ঞায়িত সর্তসাপেক্ষ শৈলী প্রদর্শন করুন

ক্রমাধিকারতন্ত্র

একটি পর্যায়ক্রমিক তালিকায় নির্বাচিত শ্রেণীবিভাগে শৈলী প্রদর্শন করুন। উপস্তরে শৈলীটি দেখতে, উপস্তর নামের পরবর্তী যোগ চিহ্নে (+) ক্লিক করুন।


অপসারণ করুন

নির্বাচিত শৈলীতে বরাদ্দকৃত বর্তমান বিষযবস্তু অপসারণ করতে এখানে ক্লিক করুন।

বরাদ্দ করুন

Click Apply to apply the selected Paragraph Style to the defined context.

Reset

Resets changes made to the current tab to those applicable when this dialog was opened.

Please support us!