LibreOffice 24.8 Help
নির্বাচিত সারণির জন্য আকার, অবস্থান, ফাঁকা স্থান, এবং প্রান্তিককরণ অপশন সুনির্দিষ্টভাবে উল্লেখ করুন।
সারণির জন্য আভ্যন্তরীন নাম সন্নিবেশ করান। পরিক্রমনে দ্রুত সারণি চিহ্নিত করতে আপনি এই নাম ব্যবহার করতে পারেন।
সারণির প্রস্থ সন্নিবেশ করান। যদিপ্রান্তিককরণ এলাকার স্বয়ংক্রিয় পছন্দটি নির্বাচিত না থাকে কেবলমাত্র তখনই এই পছন্দটি বিদ্যমান হবে।
পৃষ্ঠার প্রস্থের শতকরা হিসেবে সারণির প্রস্থের প্রদর্শন করা হয়।
নির্বাচিত সারণির জন্য প্রান্তিককরণ অপশন নির্ধারণ করুন।
সারণিকে অনুভূমিকভাবে পৃষ্ঠা মার্জিনের ডানে এবং বামে বাড়ানো হয়। এটি HTML নথির জন্য সুপারিশকৃত সেটিং।
বাম পৃষ্ঠা প্রান্তে সারণির বাম মার্জিন প্রান্তিককরণ করা হয়।
Aligns the left edge of the table to the indent that you enter in the Left box in the Spacing area.
ডান পৃষ্ঠা প্রান্তে সারণির ডান মার্জিন প্রান্তিককরণ করা হয়।
পৃষ্ঠায় সারণিটি অনুভুমিকভাবে কেন্দ্রীয়করণ করুন।
মানের উপর ভিত্তি করে অনুভূমিকভাবে সারণি সারিকরণ করুন যা আপনি ফাঁকা স্থান বাম এবং ডানবাক্সে ফাঁকা স্থান এলাকায় সন্নিবেশ করিয়েছেন। LibreOffice স্বয়ংক্রিয়ভাবে সারণি প্রস্থ গণনা করে। এই পছন্দটি নির্বাচন করুন যদি আপনি পৃথক কলাম প্রস্থ সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করতে চান।
বাম পৃষ্ঠা কিনারা এবং সারণির প্রান্তের মাঝে আপনি যে স্থান ছেড়ে যেতে চান সেটি সন্নিবেশ করান। যদি প্রান্তিককরণ এলাকায় স্বয়ংক্রিয় অথবা বাম পছন্দ নির্বাচিত থাকে তখন এই পছন্দটি বিদ্যমান হবে।
ডান পৃষ্ঠা কিনারা এবং সারণির প্রান্তের মাঝে আপনি যে স্থান ছেড়ে যেতে চান সেটি সন্নিবেশ করান। যদি স্বয়ংক্রিয় অথবা ডান পছন্দ প্রান্তিককরণ এলাকায় নির্বাচিত থাকে তখন এই পছন্দটি বিদ্যমান হবে।
সারণির উপরের পাঠ্য এবং শীর্ষ প্রান্তের মাঝে আপনি যে ফাঁকা জায়গা রাখতে চান তা পরিমাণ দিন।
সারণির নিম্ন প্রান্ত এবং সারণির নিম্ন পাঠ্যের মাঝে আপনি কতোটুকু ফাঁকা যায়গা রাখতে চান তা সন্নিবেশ করান।
To insert a paragraph before a table at the beginning of a document, header or footer, place the cursor before any content in the first cell, and then press OptionAlt+Enter.