পাঠ্য প্রবাহ

Specify hyphenation and pagination options.

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

Choose Format - Paragraph - Text Flow tab.

Choose View - Styles - open context menu New/Edit Style - Text Flow tab.

Choose Edit - Find & Replace - Format - Text Flow tab.


হাইফেন প্রয়োগ

পাঠ্য নথির জন্য হাইফেন প্রয়োগ অপশন সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করুন।

স্বয়ংক্রিয়ভাবে

অনুচ্ছেদের যেখানে প্রয়োজন সেখানে স্বয়ংক্রিয়ভাবে হাইফেন সন্নিবেশ করুন।

Don't hyphenate words in CAPS

Avoids hyphenating words written entirely in capital letters, such as initialisms.

Don't hyphenate the last word

Avoids hyphenating the last word of paragraphs. This feature can help prevent these words from being split up across pages, affecting readability.

রেখার শেষের অক্ষরসমূহ

একটি রেখার হাইফেনের পরে ছেড়ে যাওয়া অক্ষরের সর্বনিম্ন সংখ্যা সন্নিবেশ করা হয়।

রেখা শুরুর অক্ষরসমূহ

একটি রেখার হাইফেনের পরে অবশ্যই উপস্থিত অক্ষরের সর্বনিম্ন সংখ্যা সন্নিবেশ করা হয়।

Maximum consecutive hyphenated lines

সর্বোচ্চ সংখ্যক পর্যায়ক্রমিক রেখাসমূহ সন্নিবেশ করুন যেখানে হাইফেন প্রয়োগ করা যাবে।

Minimum word length in characters

Enter the minimum word length in characters that can be hyphenated.

Hyphenation zone

To reduce hyphenation, enter the length of the hyphenation zone. Instead of the possible hyphenation, the line will break between words, if the remaining horizontal space does not exceed the hyphenation zone. Hyphenation zone results in enlarged spaces between words in justified text, and greater distance from paragraph margins in non-justified text.

বিভাজক

পৃষ্ঠা অথবা কলাম বিভাজক অপশন সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করুন।

সন্নিবেশ

চেক বাক্স নির্বাচন করুন, এবং এরপর বিভাজকের ধরন নির্বাচন করুন যা আপনি ব্যবহার করতে চান।

ধরন

আপনি যে ধরনের বিভাজক সন্নিবেশ করতে চান সেটি নির্বাচন করুন।

অবস্থান

আপনি কোথায় বিভাজক সন্নিবেশ করাতে চান সেটি নির্বাচন করুন।

পৃষ্ঠা শৈলী সহ

চেক বাক্স নির্বাচন করুন, এবং এরপর পৃষ্ঠা শৈলী নির্বাচন করুন যা আপনি বিভাজকের পরে প্রথম পৃষ্ঠায় ব্যবহার করতে চান।

পৃষ্ঠা শৈলী

বিভাজকের পরে প্রথম পৃষ্ঠায় ব্যবহার করতে বিন্যাস শৈলী নির্বাচন করুন।

পৃষ্ঠা নম্বর

Enter the page number for the first page that follows the break. If you want to continue the current page numbering, leave the checkbox unchecked.

অপশন

অনুচ্ছেদের জন্য পাঠ্য প্রবাহ অপশন সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করুন যা একটি পৃষ্ঠার বিভাজকের আগে এবং পরে আবির্ভূত হয়।

অনুচ্ছেদ বিভাজিত করবেন না

একটি বিভাজক সন্নিবেশ করানো পরে একটি সম্পূর্ণ অনুচ্ছেদকে পরবর্তী কলাম বা পৃষ্ঠায় স্থানান্তর করা হয়।

পরবর্তী অনুচ্ছেদ সহ রাখুন।

যখন একটি বিভাজক অথবা কলাম বিভাজক সন্নিবেশ করা হবে তখন বর্তমান অনুচ্ছেদ এবং নিম্নোক্ত অনুচ্ছেদ একসাথে রাখুন।

অরফান নিয়ন্ত্রণ

পৃষ্ঠা বিরতির আগে একটি অনুচ্ছেদের নূন্যতম রেখার সংখ্যা উল্লেখ করুন। পরীক্ষন বাক্স নির্বাচন করুন, এবং এরপর রেখা বাক্সেএকটি সংখ্যা সন্নিবেশ করান। যদি পৃষ্ঠা শেষে রেখার সংখ্যা রেখা বাক্সে উল্লেখিত রেখার সংখ্যার চেয়ে ছোট হয়, অনুচ্ছেদটি পরবর্তী পৃষ্ঠায় স্থানান্তরিত হবে।

উইডো নিয়ন্ত্রণ

পৃষ্ঠা বিরতির পরে একটি অনুচ্ছেদের নূন্যতম রেখার সংখ্যা উল্লেখ করুন। পরীক্ষন বাক্স নির্বাচন করুন, এবং এরপর রেখা বাক্সে. একটি সংখ্যা সন্নিবেশ করান। যদি পৃষ্ঠা শেষে রেখার সংখ্যা রেখা বাক্সে উল্লেখিত রেখার সংখ্যার চেয়ে ছোট হয়, বিরতির অবস্থান সমন্বয় হবে।

Reset

Resets changes made to the current tab to those applicable when this dialog was opened.

প্রয়োগ করুন

ডায়ালগ বন্ধ না করেই নির্বাচিত বা পরিবর্তিত মান প্রয়োগ করা হয়।

Please support us!