Cross-reference

এটি যেখানে আপনি বর্তমান নথির রেফারেন্স এবং রেফারেন্স ক্ষেত্র সন্নিবেশ করান। রেফারেন্স একই নথি অথবা একটি প্রধান নথির অভ্যন্তরের রেফারেন্স ক্ষেত্র।

একটি আড়াআড়ি-রেফারেন্স একটি ক্ষেত্র হিসেবে সন্নিবেশ করানোর সুবিধা হলো প্রতিবার নথিটি পরিবর্তন করলে আপনার নিজ হাতে রেফারেন্স বিন্যস্ত করতে হবেনা। F9 দিয়ে ক্ষেত্রটি হালনাগাদ করুন এবং নথির রেফারেন্স হালনাগাদ করা হবে।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

সন্নিবেশ - ক্ষেত্রসমূহ - অন্যান্য - প্রতিনির্দেশ ট্যাব নির্বাচন করুন

Choose Insert - Cross-reference


প্রতিনির্দেশ সন্নিবেশ করা হচ্ছে

ধরন

বিদ্যমান ক্ষেত্র ধরন তালিকা করুন। আপনার নথিতে একটি ক্ষেত্র সন্নিবেশ করাতে, একটি ক্ষেত্র ধরনে ক্লিক করুন, নির্বাচন তালিকার একটি ক্ষেত্রে ক্লিক করুন, এবং এরপর সন্নিবেশ এ ক্লিক করুন। নিম্নোক্ত ক্ষেত্রসমূহ বিদ্যমান:

ধরন

অর্থ

রেফারেন্স নির্ধারণ করুন

একটি রেফারেন্সকৃত ক্ষেত্রে টার্গেট নিযুক্ত করুন। নাম এর অধীনে, রেফারেন্সের জন্য একটি নাম লিখুন। রেফারেন্স সন্নিবেশ করানো সময়, নামটি নির্বাচন তালিকা বাক্সে একটি পরিচিতিজ্ঞাপক হিসেবে উপস্থিত হবে।

একটি HTML নথিতে, সন্নিবেশকৃত রেফারেন্স টার্গেট উপেক্ষা করা হতে পারে। HTML নথির টার্গেটের জন্য, আপনাকে একটি বুকমার্ক সন্নিবেশ করতে হবে।

রেফারেন্স সন্নিবেশ করুন

Inserting a reference to another position in the document. The corresponding text position has to be defined with "Set Reference" first. Otherwise, inserting a reference by choosing a field name under Selection is not possible.

মাস্টার নথিতে, আপনি একটি উপনথি থেকে অন্য নথিতে রেফারেন্স করতে পারেন। মনে রাখতে হবে যে রেফারেন্স নাম নির্বাচন ক্ষেত্রে থাকবে না এবং একে "হাত দিয়ে" দিতে হবে।

একটি HTML নথিতে, সন্নিবেশকৃত রেফারেন্স টার্গেট উপেক্ষা করা হতে পারে। HTML নথির টার্গেটের জন্য, আপনাকে একটি হাইপারলিংক সন্নিবেশ করতে হবে।

শিরোনামসমূহ

নির্বাচন বাক্স নথিতে এদের আবির্ভাবের ক্রমানুসারে সব শিরোনামের তালিকা প্রদর্শন করে।

সংখ্যায়িত অনুচ্ছেদ

The Selection box shows a list of all ordered paragraphs in the order of their appearance in the document. The list includes:

  • paragraphs with a paragraph style assigned a numbering scheme in the Tools > Chapter Numbering dialog

  • ordered list paragraphs, formatted with the Formatting toolbar or Bullets and Numbering dialog

  • paragraphs formatted with a numbered list style

  • paragraphs formatted with a paragraph style with a numbered list style applied in the Outline & List tab.

বুকমার্কসমূহ

সন্নিবেশ - বুকমার্ক এর মাধ্যমে নথিতে বুকমার্ক সন্নিবেশ করানোর পরে, রেফারেন্স ট্যাবের বুকমার্ক ট্যাব এন্ট্রি ব্যবহার উপযোগী হবে। বুকমার্ক একটি নথির নির্দিষ্ট অনুচ্ছেদ চিহ্নিত করতে ব্যবহৃত হয়। একটি পাঠ্য নথিতে, আপনি বুকমার্ক ব্যবহার করতে পারেন, উদাহরণস্বরূপ, নথির এক অনুচ্ছেদ থেকে অন্যটিতে যেতে।

এটি HTML নথিতে, এই বুকমার্কগুলো নোঙ্গরে পরিণত হয় <A name>, যটি উদাহরণস্বরূপ হাইপারলিংকগুলোর টার্গেট নির্দিষ্ট করে।

পাদটীকাসমূহ

যদি আপনার নথি একটি পাদটীকা ধারণ করে, আপনি একটি পাদটীকা এন্ট্রি নির্বাচন করতে পারেন। একটি পাদটীকার রেফারেন্স পাদটীকার নম্বর ফেরত দেয়।

(ক্যাপশনসহ সন্নিবেশকৃত বস্তু)

আপনি বস্তুর রেফারেন্স নির্ধারণ করতে পারেন যার ক্যাপশন প্রয়োগ করা আছে। উদাহরণস্বরূপ, একটি চিত্র সন্নিবেশ করান, চিত্রে ডান-ক্লিক করুন, ক্যাপশন নির্বাচন করুন। এখন বস্তুটি তালিকায় সংখ্যায়িত "নিদর্শন" হিসেবে দেখাবে।


tip

রেফারেন্স হলো ক্ষেত্র। একটি রেফারেন্স অপসারণ করতে, ক্ষেত্রটি মুছে ফেলুন। যদি আপনি একটি লম্বা পাঠ্য রেফারেন্স হিসেবে নির্ধারণ করেন এবং রেফারেন্স মুছে ফেলার পর যদি আপনি এটি পুনরায় সন্নিবেশ করতে না চান, পাঠ্যটি নির্বাচন করুন এবং এটিকে ক্লিপবোর্ডে অনুলিপি করুন। আপনি এরপর সম্পাদনা - বিশেষ প্রতিলেপন ব্যবহার করে এটিকে একই অবস্থানে "অবিন্যস্ত পাঠ্য" হিসেবে পুনরায় সন্নিবেশ করাতে পারেন। রেফারেন্স মুছে ফেলা হলে পাঠ্য অক্ষত থাকবে।


নির্বাচন

Lists the available fields for the field type selected in the Type list. To insert a field, click the field, select a format in the "Refer using" list, and then click Insert.

tip

To quickly insert a field from the list, hold down and double-click the field.


In the Refer using list, click the format that you want to use.

Refer using

বিন্যাস নির্বাচন করুন যা আপনি নির্বাচিত রেফারেন্স ক্ষেত্রের জন্য ব্যবহার করতে চান। নিম্নোক্ত বিন্যাস বিদ্যমান।

বিন্যাস

অর্থ

Page number (unstyled)

রেফারেন্স লক্ষ্যবস্তু ধারণকারী পৃষ্ঠাসমূহের নম্বর সন্নিবেশ করা হয়।

Referenced text

সম্পূর্ণ রেফারেন্স লক্ষ্যবস্তু পাঠ্য সন্নিবেশ করা হয়। পাদটীকার জন্য পাদটীকা নম্বর সন্নিবেশ করা হযেছে।

“Above”/“Below”

রেফারেন্স ক্ষেত্রের অবস্থানের সম্পর্কিত রেফারেন্স লক্ষ্যবস্তুর অবস্থানের উপর নির্ভর করে "উপরে" অথবা "নিচে" সন্নিবেশ করা হয়।

Page number (styled)

পৃষ্ঠা শৈলীতে উল্লেখিত বিন্যাস ব্যবহার করে রেফারেন্স লক্ষ্যবস্তু ধারণকারী পৃষ্ঠার সংখ্যা সন্নিবেশ করা হবে।

নম্বর

শিরোনামের সংখ্যা অথবা সংখ্যায়িত অনুচ্ছেদ সন্নিবেশ করান, বিষয়বস্তুর উপর ভিত্তি করে সব উপরস্থ স্তরসমূহ অন্তর্ভূক্ত। আরো তথ্যের জন্য এই সারণির নিচের নোট দেখুন।

নম্বর (বিষয়বস্তু নেই)

শুধুমাত্র শিরোনামের সংখ্যা অথবা সংখ্যায়িত অনুচ্ছেদ সন্নিবেশ করা হয়।

নম্বর ( পূর্ণ বিষয়বস্তু)

শিরোনামের সংখ্যা অথবা সংখ্যায়িত অনুচ্ছেদ সন্নিবেশ করা হয়, সব উপরস্থ স্তরসমূহ অন্তর্ভূক্ত।

অধ্যায়

রেফারেন্স টার্গেট সহ অধ্যায় নম্বর সন্নিবেশ করা হয়।

শ্রেণীবিভাগ এবং নম্বর

শ্রেণীবিভাগ (ক্যাপশন ধরন) এবং রেফারেন্স লক্ষের সংখ্যা সন্নিবেশ করান। যখন একটি ক্যাপশন সহ বস্তু রেফারেন্স হবে এই পছন্দটি কেবলমাত্র তখনই বিদ্যমান হবে।

ক্যাপশন পাঠ্য

রেফারেন্স টার্গেটের ক্যাপশন স্তর সন্নিবেশ করা হয়। এই অপশনটি পাওয়া যায় যখন রেফারেন্স টার্গেটটি একটি ক্যাপশন সহ বস্তু।

সংখ্যায়ন

রেফারেন্স টার্গেটের ক্যাপশন নম্বর সন্নিবেশ করা হয়। এই অপশনটি পাওয়া যায় যখন রেফারেন্স টার্গেটটি একটি ক্যাপশন সহ বস্তু।


note

"সংখ্যা" বিন্যাস শিরোনাম অথা সংখ্যায়িত অনুচ্ছেদের সংখ্যা সন্নিবেশ করায়। বিষয়স্তুর উপর নির্ভর করে উপরস্থ স্তর অন্তর্ভূক্ত করা হবে, প্রয়োজন অনুসারে।


note

উদাহরণস্বরূপ, যখন আপনি অধ্যায় ১, উপঅধ্যায় ২, উপঅধ্যায় ৫ এ, এটি ১.২.৫. হিসেবে সংখ্যায়িত করা হবে। পূর্ববর্তী উপঅংশ "১.২.৪"থেকে যখন আপনি এখানে রেফারেন্স থেকে পাঠ্য সন্নিবেশ করাবেন এবং আপনি "সংখ্যা" বিন্যাস প্রয়োগ করবেন, এরপর রেফারেন্স "৪" হিসেবে দেখানো হবে। যদি এই উদাহরণে সংখ্যায়ন আরো উপস্তর দেখাতে নির্ধারণ করা হয়, বিন্যাসের উপর নির্ভর করে একই রেফারেন্স "২.৪" অথবা "১.২.৪" হিসেবে দেখানো হবে। যদি আপনি "সংখ্যা (পূর্ণ বিষয়বস্তু)" বিন্যাস ব্যবহার করেন, আপনি সবর্দা "১.২.৪" দেখতে পাবেন, কিভাবে সংখ্যায়িত অনুচ্ছেদ বিন্যস্ত আছে সেটি কোনো বিষয় নয়।


নাম

Type the name of the user-defined field that you want to create. To set a target, click "Set Reference" in the Type list, type a name in this box, and then click Insert. To reference the new target, click the target name in the Selection list.

একটি প্রধান নথিতে, ভিন্ন্য উপনথির লক্ষ্যবস্তু নির্বাচন তালিকায় প্রদর্শিত হবে। যদি আপনি লক্ষ্যবস্তুতে একটি রেফারেন্স সন্নিবেশ করাতে চান , আপনাকে অবশ্যই পথ এবং নাম বাক্সে নাম টাইপ করতে হবে।

Value

Enter the contents that you want to add to a user-defined field.

যদি আপনি নথিতে পাঠ্য নির্বাচন করেন, এবং এরপর একটি রেফারেন্স সন্নিবেশ করান, নির্বাচিত পাঠ্যটি ক্ষেত্রের বিষয়বস্তু হয়ে যাবে যা আপনি সন্নিবেশ করিয়েছেন।

Please support us!