LibreOffice 7.3 Help
একটি মন্তব্য দুইটি শতাংশ চিহ্ন %% দ্বারা শুরু হয়, এবং পরবর্তী লাইনের শেষ অক্ষর (Enter কী) পর্যন্ত প্রসারিত হয়। দুইটির মধ্যে বিদ্যমান সকলকিছু উপেক্ষা করা হয় এবং মুদ্রণ করা হয় না। যদি পাঠ্যতে একটি শতকরা চিহ্ন থাকে, তাহলে তাদেরকে পাঠ্যের একটি অংশ হিসেবে ধরে নেয়া হয়।
উদাহরণ:
a^2+b^2=c^2 %% পীথাগোরিয়ান উপপাদ্য।