LibreOffice 7.6 Help
সূত্র তৈরি করার জন্য এই অংশে বিদ্যমান শর্টকাট কী এর একটি তালিকা।
সাধারণ LibreOffice এ বিদ্যমান শর্টকাট কী প্রয়োগ করা যায়।
নিম্নোক্ত শর্টকাট কীসমূহ সম্পাদনা এবং প্রদর্শন মেনুতে বিদ্যমান কমান্ড সদৃশ।
পরবর্তী ত্রুটি
পূর্বের ত্রুটি
পরবর্তী চিহ্নিতকারী (স্থানধারক)
পূর্বের চিহ্নিতকারী (স্থানধারক)
হালনাগাদ
পরবর্তী শ্রেণীবিভাগ অথবা ফাংশনের বাম অথবা ডানে সরিয়ে নিন।
কমান্ড উইন্ডোতে (ফাংশন অংশের মধ্যে) একটি শ্রেণী (শ্রেণী অংশের মধ্যে) নির্বাচন করা হয় অথবা একটি ফাংশন সন্নিবেশ করানো হয়।
শ্রেণীর প্রথম উপাদান থেকে শ্রেণীর সর্বপ্রথম ফাংশনে অবস্থান পরিবর্তন করা হবে।
শ্রেণীর সর্বশেষ উপাদান থেকে শ্রেণীর সর্বশেষ ফাংশনে অবস্থান পরিবর্তন করা হবে।