LibreOffice 24.8 Help
আপনি এক লাইনে কতিপয় উপাদানের সঙ্গে বহু-রেখা সূত্র ও সূত্রর প্রান্তিককরণ সংজ্ঞায়িত করতে পারেন।কমান্ডউইন্ডোতে NEWLINE কমান্ড ব্যবহার করে বহু-রেখা সূত্র তৈরি করুন।
বহু-রৈখিক সূত্রের জন্য অনুভুমিক প্রান্তিককরণের ধরন উল্লেখ করা হয়।
একটি সূত্রের নির্বাচিত এলিমেন্টসমূহ বামে প্রান্তিক করা হয়।
লেখা সবসময় বাম প্রান্তিক করা হয়।
একটি সূত্রের নির্বাচিত এলিমেন্টসমূহ কেন্দ্রে প্রান্তিক করা হয়।
একটি সূত্রের নির্বাচিত এলিমেন্টসমূহ ডানে প্রান্তিক করা হয়।
নতুন সূত্রের জন্য আপনার পরিবর্তন পূর্ব নির্ধারিত সেটিং হিসেবে সংরক্ষিত করতে এখানে ক্লিক করুন। সংরক্ষণ করার পূর্বে একটি নিরাপত্তা প্রতিক্রিয়া আবির্ভূত হবে।