মাত্রাকীকরণ

নির্বাচিত মাত্রা রেখার জন্য দৈর্ঘ্য, পরিমাপ এবং নির্দেশ বৈশিষ্ট্য পরিবর্তন করে।

note

আপনি যদি মাত্রা রেখার জন্য রেখা শৈলী বা তীর শৈলী পরিবর্তন করতে চান, বিন্যাস - রেখাপছন্দ করুন।


এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

মাত্রা রেখার প্রাসঙ্গিক মেনুতে, মাত্রাসমূহ নির্বাচন করুন।

On the Lines and Arrows toolbar, click the Dimension Line icon.

Icon Dimension Line

মাত্রা রেখা


A Dimension Line is always inserted on the layer called Dimension Lines. If you set that layer to invisible, you will not see any Dimension Line in your drawing.

রেখা

মাত্রা রেখা এবং নির্দেশাবলীর একে অপরের সাথে বা ভিত্তি-রেখার সাথে সম্পর্ক রেখে দুরত্ব বৈশিষ্ট্য নির্ধারণ করে।

রেখার দুরত্ব

মাত্রা রেখা এবং ভিত্তি-রেখার মধ্যবর্তী দুরত্ব সুনির্দিষ্ট করে (রেখা দুরত্ব = ০)।

নির্দেশ ঝুলে আছে

ভিত্তিরেখা (রেখার দুরত্ব = ০) থেকে শুরু করে বাম ও ডান নির্দেশসমূহের দৈর্ঘ্য সুনির্দিষ্ট করে। ধনাত্মক মানসমূহ ভিত্তিরেখার উপরের নির্দেশসমূহ বর্ধিত করে এবং ঋনাত্মক মানসমূহ ভিত্তিরেখার নিচের নির্দেশসমূহ বর্ধিত করে।

নির্দেশ দুরত্ব

মাত্রা রেখা থেকে শুরু করে বাম ও ডান নির্দেশসমূহের দৈর্ঘ্য সুনির্দিষ্ট করে। ধনাত্মক মানসমূহ মাত্রা রেখার উপরের নির্দেশসমূহ বর্ধিত করে এবং ঋনাত্মক মানসমূহ মাত্রা রেখার নিচের নির্দেশসমূহ বর্ধিত করে।

বাম নির্দেশ

মাত্রা রেখা থেকে শুরু করে বাম নির্দেশের দৈর্ঘ্য সুনির্দিষ্ট করে। ধনাত্মক মানসমূহ মাত্রা রেখার নিচের নির্দেশ বর্ধিত করে এবং ঋনাত্মক মানসমূহ মাত্রা রেখার উপরের নির্দেশ বর্ধিত করে।

ডান নির্দেশ

মাত্রা রেখা থেকে শুরু করে ডান নির্দেশের দৈর্ঘ্য সুনির্দিষ্ট করে। ধনাত্মক মানসমূহ মাত্রা রেখার নিচের নির্দেশ বর্ধিত করে এবং ঋনাত্মক মানসমূহ মাত্রা রেখার উপরের নির্দেশ বর্ধিত করে।

বস্তুর নিচের মাত্রা রেখা

রেখা এলাকায় বৈশিষ্ট্যের সমষ্টি উল্টিয়ে দেয়।

দশমিক স্থানসমূহ

রেখার বৈশিষ্ট্য প্রদর্শনের জন্য ব্যবহৃত দশমিক স্থানসমূহের সংখ্যা সুনির্দিষ্ট করে।

লেখচিত্রের ব্যাখ্যা

মাত্রা রেখার বৈশিষ্ট্য নির্ধারণ করে।

পাঠ অবস্থান

মাত্রা রেখা এবং নির্দেশসমূহের সাথে সম্পর্ক রেখে মাত্রা পাঠের অবস্থান নির্ধারণ করে।

warning

আপনি পাঠ অবস্থানবরাদ্দ করতে পারার পূর্বে AutoVertical এবং AutoHorizontal পরীক্ষণ-বাক্সসমূহ অবশ্যই পরিস্কার করতে হবে।


AutoVertical

মাত্রা পাঠের জন উৎকৃষ্ট উল্লম্ব অবস্থান নির্ধারণ করে।

AutoHorizontal

মাত্রা পাঠের জন উৎকৃষ্ট অনুভূমিক অবস্থান নির্ধারণ করে।

পরিমাপ একক প্রদর্শন করুন

মাত্রা পরিমাপ এককসমূহ প্রদর্শন করে বা লুকিয়ে রাখে। আপনি তালিকা হতে প্রদর্শন করতে চান এমন পরিমাপ এককও নির্বাচন করতে পারেন।

রেখার সমান্তরাল

পাঠ মাত্রা রেখার সমান্তরালে বা ৯০ ডিগ্রীতে প্রদর্শন করে।

প্রাকদর্শন ক্ষেত্র

Displays a preview of the current selection.

Please support us!