LibreOffice 7.3 Help
LibreOffice এর জন্য সাধারণ সেটিং সুনির্দিষ্ট করে।
ইনস্টলকৃত সহায়তার আচরণ উল্লেখ করা হয়।
আপনি কার্সারটি ডায়ালগের একটি আইকন, তালিকার নির্দেশ, বা নিয়ন্ত্রণের উপর স্থির রাখার সময় সহায়িকার পাঠ্য প্রদর্শিত হয়।
নথির মুদ্রণকরণ পরিবর্তন হিসেবে গণনা করা হয় কিনা তা উল্লেখ করা হয়। যখন এই অপশনটি চিহ্নিত থাকে, তখন নথি বন্ধ করা মাত্রই আপনাকে কোয়েরি করা হয় যে, পরিবর্তন সংরক্ষণ করবেন কিনা। মুদ্রণ ডাটা অতঃপর পরিবর্তন হিসেবে নথির বৈশিষ্ট্যে সন্নিবেশ করা হয়।
একটি তারিখ পরিসর সুনির্দিষ্ট করে, যার মধ্য হতে সিস্টেম দুই-ডিজিটের বছর শনাক্ত করে।
LibreOffice-এ, বছর চারটি ডিজিট দ্বারা সূচিত হয়, ফলে ১/২/৯৯ এবং ১/২/০১ এর মধ্যবর্তী পার্থক্য হলো দুই বছর। এই বছর (দুই ডিজিট) সেটিং ব্যবহারকারীকে বছর নির্ধারণ করতে অনুমোদন করে, যেখানে দুই-ডিজিটের তারিখ ২০০০ এর সাথে যোগ করা হয়। ব্যাখ্যা করতে, আপনি যদি ১/১/৩০ বা তার পরবর্তী তারিখ সুনির্দিষ্ট করেন, "১/১/২০" এন্ট্রিটি ১/১/১৯২০ এর পরিবর্তে ১/১/২০২০ হিসেবে শনাক্ত করা হয়।
Send crash reports to help developers improve the software’s reliability. Whenever LibreOffice crashes, you can opt to send reports containing certain debugging information, useful to help track down the cause of the bug and fix it eventually.
If enabled, loads LibreOffice into memory when the computer is booted, or when LibreOffice is restarted. When loaded, it reduces the time for opening LibreOffice. An icon is also added to the system tray. Right-click on the icon to show a menu for opening new or existing documents, and for stopping the quickstarter.
Call Windows file associations management. This button behaves according to Microsoft file association management policy, which is to open "Default apps" on Windows 7, 8, and 8.1; and to show a message telling user how to open that applet manually in Windows 10.