LibreOffice 25.2 Help
ক্লিপবোর্ডে যে বস্তু মজুদ আছে তা ভিন্ন বিন্যাস ব্যবহার করে আপনার নথিতে প্রতিলেপন করা যেতে পারে। LibreOffice এ একটি ডায়ালগ অথবা একটি নিম্ন-প্রসারণ আইকন ব্যবহার করে কিভাবে বস্তু প্রতিলেপন করা হয় সেটি পছন্দ করতে পারবেন।
প্রাপ্তিসাধ্য অপশনসমুহ ক্লিপবোর্ডের উপাদানের উপর নির্ভর করে।
In Writer text documents, you can press
+Shift+V to paste the contents of the clipboard as unformatted text.If a text cut or copied from Writer is surrounded by spaces it will be considered as a set of words. When pasted, Writer will surround it smartly by spaces to keep it as a set of words: separated by spaces from other characters but avoiding any duplication of spaces. If the text is pasted as Unformatted Text, this consideration is ignored and the text is pasted as is, without adding any spaces.
তালিকা খুলতে আদর্শ বারের প্রতিলেপন আইকনের পরবর্তী আইকনে ক্লিক করুন।
যে কোন একটি অপশন নির্বাচন করুন।
যদি আপনি ফলাফল পছন্দ না করেন, পূর্বাবস্থায় ফিরিয়েআনা আইকনে ক্লিক করুন এবং এরপর অন্য পছন্দ সহ আবার প্রতিলেপন করুন।
সম্পাদনা - বিশেষ প্রতিলেপনপছন্দ করুন।
যে কোন একটি অপশন নির্বাচন করুন এবং ঠিক আছে ক্লিক করুন।
যদি আপনি একটি স্প্রেডশীটে থাকেন এবং ক্লিপবোর্ডের বস্তু স্প্রেডশীটে থাকে, এরপর একটি ভিন্ন বিশেষ প্রতিলেপন ডায়ালগ আবির্ভূত হবে। মৌলিক অথবা অগ্রগামী পছন্দ ব্যবহার করে ঘর অনুলিপি করতে বিশেষ প্রতিলেপন ডায়ালগ ব্যবহার করুন।
পরস্পর স্থান পরিবর্তন করানো: সাঁটা যাবে এমন ঘর ক্রমবিন্যাসের সারি এবং কলাম অদলবদল করে।
সংযোগ: ঘর পরিসর একটি সংযোগ হিসেবে প্রতিলেপন করুন। যদি উৎস ফাইল পরিবর্তন হয়, প্রতিলেপন ঘর ও পরিবর্তন হবে।
অন্য পছন্দ সহায়তায় বর্ণনা করা আছে, যখন আপনি LibreOffice calc এর মধ্যে বিশেষ প্রতিলেপন ডায়ালগ ফর্ম ডাকবেন।