LibreOffice 24.8 Help
This section contains information about how to create a new database table in the design view.
তথ্যভান্ডারের ডাটাবেস ফাইল খুলুন যেখানে আপনি একটি নতুন টেবিল চান। টেবিল আইকনে ক্লিক করুন। একটি নতুন টেবিল তৈরি করতে নকশা প্রদর্শনে টেবিল তৈরি করুনপছন্দ করুন।
নকশা প্রদর্শনে এখন আপনার টেবিল এর জন্য ক্ষেত্র তৈরি করতে পারবেন।
সর্বোচ্চ থেকে নিম্নদেশ সারিতে নতুন ক্ষেত্র সন্নিবেশ করান। ক্ষেত্র নাম ঘরে ক্লিক করুন এবং প্রত্যেক তথ্যক্ষেত্রের জন্য একটি ক্ষেত্র নাম সন্নিবেশ করান।
একটি তথ্যক্ষেত্রে " প্রাথমিক কী " অন্তর্ভুক্ত করুন। টেবিলের প্রসঙ্গ সম্পাদনা করতে সক্ষম হওয়ার জন্য ভিত্তির একটি প্রাথমিক কী প্রয়োজন হয়। একটি প্রাথমিক কীর প্রত্যেক তথ্যের জন্য অনন্য প্রসঙ্গ প্রতিবেদন রয়েছে। উদাহরনস্বরূপ, একটি সংখ্যাতাত্তিক ক্ষেত্র অন্তর্ভুক্ত করুন, প্রথম কলামে ডান-ক্লিক করুন এবং প্রাথমিক কী প্রসঙ্গ মেনু থেকে পছন্দ করুন। AutoValueকে " হ্যাঁ "তে নিযুক্ত করুন যাতে ভিত্তি প্রত্যেক নতুন প্রতিবেদনের জন্য স্বয়ংক্রিয়ভাবে মান বাড়ায়।
ডানের পরবর্তী ঘরে ক্ষেত্র ধরনসংজ্ঞায়িত করুন। যখন আপনি ঘরে ক্লিক করেন তখন আপনি কম্বো বাক্সে একটি ক্ষেত্র ধরন নির্বাচন করতে পারেন।
Each field can only accept data corresponding to the specified field type. For example, it is not possible to enter text in a number field. Memo fields in dBASE III format are references to internally-managed text files which can hold up to 64 kB text.
প্রত্যেক ক্ষেত্রের জন্য আপনি একটি ঐচ্ছিক বর্ণনা সন্নিবেশ করাতে পারেন। বর্ণনার টেক্সটটি টেবিল প্রদর্শনে কলাম শিরোনামে একটি পরামর্শ হিসেবে আবির্ভূত হবে।
প্রত্যেক নির্বাচিত তথ্যের জন্য বৈশিষ্ট্যাবলী অন্তর্ভুক্ত করুন। তথ্যভন্ডার ধরনের উপর নির্ভর করে কিছু ইনপুট সুবিধা প্রাপ্তিসাধ্য নয়।
পূর্বনির্ধারিত মান বাক্সে, প্রতি নতুন প্রতিবেদনের জন্য পূর্বনির্ধারিত প্রসঙ্গ সন্নিবেশ করান। এই প্রসঙ্গ পরবর্তীতে সম্পাদনা করা যাবে।
এন্ট্রি প্রয়োজন বাক্সে,ক্ষেত্র ফাঁকা থাকতে পারে অথবা নাও পারে কিনা তা উল্লেখ করেন।
দৈর্ঘ্য বাক্সের জন্য একটি কম্বো বাক্স প্রদর্শিত হয় যা প্রাপ্তিসাধ্য পছন্দের জোগান দেয়।