LibreOffice 7.3 Help
ডাটা রেকর্ডের জন্য আপনার কোয়েরিয় সাজানোর ক্রম সুনির্দিষ্ট করে।
তৈরি কোয়েরি যে ক্ষেত্র দ্বারা ক্রমসজ্জিত করা হয় তা সুনির্দিষ্ট করে।
বর্ণানুক্রমিকভাবে বা সংখ্যাসূচকভাবে আরোহী সাজাতে ক্লিক করুন।
বর্ণানুক্রমিকভাবে বা সংখ্যাসূচকভাবে অবরোহী ক্রমানুসারে সাজাতে ক্লিক করুন।
যদি পূর্ববর্তী ক্রমসজ্জার ক্ষেত্র সমান থাকে, তবে তৈরিকৃত কোয়েরি যে অতিরিক্ত ক্ষেত্র দ্বারা সাজানো হয় তা সুনির্দিষ্ট করে।