LibreOffice 7.3 Help
ডাটাবেস নথি ম্যাক্রো স্থানান্তরকরণ উইজার্ড, একটি পুরাতন বেস ফাইলের সাব নথি হতে বিদ্যমান ম্যাক্রোগুলোকে একটি নতুন বেস ফাইলের ম্যাক্রো সংগ্রাহকে সরায়।
পূর্বে, ম্যাক্রোসমূহকে শুধুমাত্র ফরম ও প্রতিবেদনের উপ-নথির টেক্সটে থাকার অনুমোদন দেয়া হত। এখন ম্যাক্রোসমূহ বেস ফাইলে নিজে থেকেই সংরক্ষিত হতে পারে। এর মানে হলো ম্যাক্রোসমূহ এখন বেস ফাইলে এর যেকোনো সাব-কম্পোনেন্টের মাধ্যমে কল করা যেতে পারে: ফরম, প্রতিবেদন, টেবিল ডিজাইন, কোয়েরি ডিজাইন, রিলেশন ডিজাইন, বা টেবিলের ডাটা প্রদর্শন।
যেহেতু, প্রযুক্তিগত ভাবে একটি বেস ফাইলে এবং এর সাব নথিতে একই সময়ে ম্যাক্রো সংগ্রহ করা সম্ভব নয়। তাই, যদি আপনি সব নথিতে জমাকৃত পুরানো ম্যাক্রোগুলো অব্যাহত রেখে, বেস ফাইলে কিছু নতুন ম্যাক্রো যুক্ত করতে চান, আপনাকে অবশ্যই বেস ফাইলের সংগ্রাহক হতে পুরাতন ম্যাক্রোগুলোকে সরিয়ে ফেলতে হবে।
ডাটাবেস নথি ম্যাক্রো স্থানান্তরকরণ উইজার্ড ম্যাক্রোগুলোকে বেস ফাইলের সংগ্রাহক এলাকায় সরিয়ে নিতে পারে। আপনি ম্যাক্রোগুলোকে পরীক্ষা করতে এবং সম্পাদনা করতে পারেন।
যেমন, সাব নথি হতে প্রাপ্ত কিছু ম্যাক্রোর একই মডিউল এবং ম্যাক্রো নাম থাকতে পারে। ম্যাক্রোগুলোকে একটি সাধারণ ম্যাক্রো সংগ্রাহকে সরানো পর, আপনাকে অবশ্যই ম্যাক্রোগুলোকে সম্পাদনা করে এদেরকে একটি একক নাম দিতে হবে। উইজার্ড এটি করতে পারে না।
এই উইজার্ডটি আপনার পছন্দের অন্য ফোল্ডারে বেস ফাইলের ব্যাকআপ রাখতে পারে। উইজার্ড আসল বেস ফাইল পরিবর্তন করে। ব্যাকআপ অপরিবর্তিত থাকে।