রং

Opens the Color toolbar so you can edit some properties of the selected object.

রঙের টুলবার খুলতে, ছবির টুলবারে রং আইকনে ক্লিক করুন।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

From the menu bar:

Choose Format - Image - Color.

From the tabbed interface:

Choose Image - Color.

From toolbars:

Icon Color

Color


লাল

নির্বাচিত গ্রাফিক বস্তুর জন্য লাল RGB রং এর উপকরণের অনুপাত উল্লেখ করে। মান -১০০% (লাল নয়) হতে +১০০% (সম্পূর্ণ লাল) পর্যন্ত সম্ভব।

Icon Red

লাল

সবুজ

নির্বাচিত গ্রাফিক বস্তুর জন্য সবুজ RGB রং এর উপকরণের অনুপাত উল্লেখ করে। মান -১০০% (সবুজ নয়) হতে +১০০% (সম্পূর্ণ সবুজ) পর্যন্ত সম্ভব।

Icon Green

Green

নীল

নির্বাচিত গ্রাফিকের জন্য নীল RGB রং এর উপকরণের অনুপাত উল্লেখ করে। মান -১০০% (নীল নয়) হতে +১০০% (সম্পূর্ণ নীল) পর্যন্ত সম্ভব।

Icon Blue

Blue

উজ্জ্বলতা

নির্বাচিত গ্রাফিক বস্তুর জন্য উজ্জ্বলতা উল্লেখ করে। মান -১০০% (শুধু কালো) হতে +১০০% (শুধু সাদা) পর্যন্ত সম্ভব।

Icon Brightness

Brightness

তুলনা, প্রতিতুলনা

নির্বাচিত গ্রাফিক ছবি দেখার কনট্রাস্ট উল্লেখ করে। মান -১০০% (কোন কনট্রাস্ট নেই) হতে +১০০% (পূর্ণ কনট্রাস্ট) পর্যন্ত সম্ভব।

Icon Contrast

Contrast

গামা, গ্রিক বর্ণমালার তৃতীয় বর্ণ

নির্বাচিত বস্তুর জন্য গামা মান উল্লেখ করে, কোন মানটি মধ্যবর্তী মানের উজ্জ্বলতাকে প্রভাবিত করে। মান ০.১০ (সর্বনিম্ন গামা) হতে ১০ (সর্বোচ্চ গামা) পর্যন্ত সম্ভব।

Icon Gamma

Gamma

Please support us!