LibreOffice 25.2 Help
কোন ক্ষেত্র সারণির মান এবং তালিকা সারণির মান যুক্ত তা নির্দেশ করে।
মান টেবিল বর্তমান ফর্মের টেবিল যেখানে তালিকা ক্ষেত্র সন্নিবেশ করানো হয়েছে। তালিকা টেবিল একটি টেবিল যার ডাটা তালিকা ক্ষেত্রে দেখানো হবে। উভয় টেবিল অবশ্যই একটি মিউচুয়াল ডাটা ক্ষেত্রে সংযুক্ত করতে হবে। এই লিংক উইজার্ডের পৃষ্ঠায় সন্নিবেশ করানো হবে। ক্ষেত্রের নাম একই রকম হওয়া প্রয়োজনীয় নয় ( কিভাবে উভয় সারণিতে ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে তার উপর এটি নির্ভরশীল), কিন্তু উভয় ক্ষেত্র অবশ্যই একই ক্ষেত্র ধরনের হতে হবে।
Specifies the current form data field which should be related to a field in the linked table. In addition, click the desired data field in the list field below.
কন্ট্রোল - বৈশিষ্ট্যে, উল্লেখিত ক্ষেত্রটি ডাটা ক্ষেত্রে ডাটা ট্যাব পৃষ্ঠার অধীনে একটি এন্ট্রি হিসেবে উপস্থিত হবে।
উল্লেখিত মানের সারণি ক্ষেত্রের সাথে সম্পর্কিত সংযুক্ত সারণি ডাটা ক্ষেত্র উল্লেখ করে। মোটকথা, নিম্ন তালিকার ক্ষেত্রে ডাটা ক্ষেত্রে ক্লিক করুন।
কন্ট্রোল - বৈশিষ্ট্যে, উল্লেখিত ক্ষেত্রটি তালিকা উপাদানের অধীনে SQL স্টেটমেন্টের ডাটাট্যাব পৃষ্ঠায় উপস্থিত হবে।