LibreOffice 24.8 Help
আপনি কীবোর্ড ব্যবহার করে অঙ্কন করার বস্তুসমূহ তৈরি এবং সম্পাদনা করতে পারেন।
F6 চেপে অঙ্কন বারে ন্যাভিগেট করা যায়।
একটি অঙ্কন টুলে না পৌঁছা পর্যন্ত ডান তীরচিহ্ন কী চাপতে থাকুন।
যদি আইকনের পরে একটি তীরচিহ্ন কী থাকে তাহলে অঙ্কন টুলটির মাধ্যমে একটি সাব-টুলবার খোলা যায়। সাব-টুলবার খুলতে ঊর্ধ্ব অথবা নিম্ন তীরচিহ্ন কী চাপুন, এরপর একটি আইকন নির্বাচন করতে ডান অথবা বাম কী চাপুন।
Press CommandCtrl+Enter.
বস্তুটি বর্তমান নথির কেন্দ্রে তৈরি হয়।
To return to the document, press CommandCtrl+F6.
আপনি তীরচিহ্ন কী ব্যবহার করে বস্তুটিকে কাঙ্খিত স্থানে স্থাপন করতে পারেন। বস্তুটির জন্য প্রসঙ্গ মেনু থেকে একটি কমান্ড বেছে নিতে পারেন, Shift+F10চাপুন।
Press CommandCtrl+F6 to enter the document.
আপনি যে বস্তুটি নির্বাচন করতে চান তাতে না পৌঁছানো পর্যন্ত ট্যাব চাপতে থাকুন।