LibreOffice 24.8 Help
আপনি লেখচিত্র উইজার্ড এর এই পৃষ্ঠায় একটি ডাটা পরিসরের একক উৎসের নির্বাচন করতে পারেন। এই পরিসরটি একটি ঘরের একাধিক আয়তক্ষেত্রাকার পরিসীমা নিয়ে সংগঠিত হতে পারে।
আপনার ডাটা সিরিজের উপর অধিক নিয়ন্ত্রণ প্রয়োজন হলে লেখচিত্র উইজার্ড- ডাটা সিরিজ পৃষ্ঠা ব্যবহার করুন।
ক্যাল্ক অথবা রাইটার সারণি ভিত্তিক লেখচিত্রের জন্য শুধুমাত্র এই ডায়ালগটি বিদ্যমান।
ডাটা পরিসর নির্বাচন করুন। নিম্নের যেকোনো একটি কাজ করুন:
লেখা বাক্সে ডাটা পরিসর সন্নিবেশ করান।
ক্যাল্ক এ, ডাটা পরিসরের একটি উদাহরণ "$Sheet1.$B$3:$B$14" হতে পারে। নোট করুন যে, একটি ডাটা পরিসর স্প্রেডশীটের একাধিক এলাকা নিয়ে গঠিত হতে পারে, যেমন, "$Sheet1.A1:A5;$Sheet1.D1:D5" একটি কার্যকর ডাটা পরিসর। রাইটারে, "Table1.A1:E4" ডাটা পরিসরের একটি উদাহরণ হতে পারে।
ক্যাল্কে, ডাটা পরিসর নির্বাচন ক্লিক করে ডায়ালগটি ছোট করুন, তারপর ডাটা পরিসর নির্বাচন করার জন্য একটি ঘরের এলাকার উপর টেনে নিয়ে আসুন।
আপনি যদি পর পর অবস্থিত নয় এমন বহু প্রকোষ্ঠ এলাকার ডাটা পরিসর নিয়ে কাজ করতে চান, প্রথম পরিসরটি নির্বাচন সন্নিবেশ করান, তারপর লেখা বাক্সের শেষে একটি সেমিকোলন স্বনির্ধারিতভাবে যোগ করুন, তারপর অন্য পরিসর সন্নিবেশ করান। পরিসরসমূহের মধ্যে বিভাজক হিসেবে একটি সেমিকোলন ব্যবহার করুন।
সারি অথবা কলামের ডাটা সিরিজের জন্য যেকোনো একটি অপশনে ক্লিক করুন।
ডাটা পরিসরের প্রথম সারি অথবা প্রথম কলাম অথবা উভয়ের কোথাও লেবেল আছে কিনা তা পরীক্ষা করুন।
চূড়ান্ত লেখচিত্র দেখতে কেমন হবে সেটি আপনি প্রাকদর্শনে দেখতে পারেন।