লেখচিত্র ধরন XY (বিচ্ছিন্ন)

আপনি লেখচিত্র উইজার্ড এর প্রথম পৃষ্ঠা থেকে একটি লেখচিত্রের ধরন বেছে নিতে পারেন।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

From the menu bar:

Choose Insert - Chart - Chart Type...

From the tabbed interface:

Choose Insert - Chart - Chart Type...

From toolbars:

Icon Insert Chart

Insert Chart

Then choose XY (Scatter).


XY (বিচ্ছিন্ন)

একটি XY লেখচিত্রের মৌলিক গঠন হলো একটি নাম দ্বারা গঠিত ডাটা সিরিজ, x‑মানসমূহের তালিকা এবং y‑মানসমূহের তালিকা ভিত্তিক। একটি স্থানাঙ্ক পদ্ধতিতে প্রতিটি জোড়া মান (x|y) একটি বিন্দু হিসেবে প্রদর্শিত হয়। ডাটা সিরিজের নাম y‑মানসমূহের সাথে সংশ্লিষ্ট এবং লেখচিত্রের ব্যাখ্যায় প্রদর্শিত হয়েছে।

নিম্নোক্ত উদাহরণের জন্য একটি XY লেখচিত্র নির্বাচন করুন:

  1. x‑অক্ষ পরিমাপ করুন

  2. একটি প্যারামিটার বক্ররেখা তৈরি করুন, উদাহরণসরূপ একটি প্যাঁচানো রেখা

  3. একটি ফাংশনের গ্রাফ অঙ্কন করুন

  4. পরিমাণ চলকসমূহের মধ্যে পরিসংখ্যানগত সম্পর্ক অনুসন্ধান করুন

আপনার XY লেখচিত্রের একাধিক ডাটা সিরিজ থাকতে পারে।

XY লেখচিত্র ভেরিয়েন্ট

আপনি লেখচিত্র উইজার্ডেরপ্রথম পৃষ্ঠা থেকে অথবা সম্পাদনা মোডে বিন্যাস - লেখচিত্র ধরন বেছে নিয়ে XY লেখচিত্র বেছে নিতে পারেন।

The chart is created with default settings. After the chart is finished, you can edit its properties to change the appearance. Line styles and icons can be changed on the Line tab page of the data series properties dialog.

ডাটা সিরিজ ডায়ালগটি খুলতে যেকোনো ডাটা বিন্দুতে ডাবল ক্লিক করুন। এই ডায়ালগে, আপনি ডাটা সিরিজের অনেক বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করতে পারেন।

দ্বিমাত্রিক লেখচিত্রের জন্য, ত্রুটি বারের প্রদর্শন সক্রিয় করতে আপনি সন্নিবেশ - Y ত্রুটি বার বেছে নিতে পারেন।

সন্নিবেশ মেনুর কমান্ডসমূহ ব্যবহার করে আপনি গড় মানের রেখা এবং ট্রেন্ড লাইন প্রদর্শন সক্রিয় করতে পারেন।

শুধুমাত্র বিন্দুসমূহ

Each data point is shown by an icon. LibreOffice uses default icons with different forms and colors for each data series. The default colors are set in - Charts - Default Colors.

Icon Points only

Points only

শুধুমাত্র রেখাসমূহ

এই ভেরিয়েন্টটি এক ডাটা বিন্দু থেকে অন্যটিতে সরল রেখা অঙ্কন করে। ডাটা বিন্দু আইকন দ্বারা প্রদর্শিত হয় না।

অঙ্কনের ক্রম ডাটা সিরিজের ক্রমের ন্যায়। x-মানের ক্রম অনুসারে রেখা আঁকতে হলে X এর মান অনুসারে সাজান চিহ্নিত করুন। এই সাজানোর অপশনটি শুধুমাত্র লেখচিত্রের জন্য বিদ্যমান, সারণির ডাটার জন্য নয়।

Icon Lines only

Lines only

বিন্দু এবং রেখাসমূহ

এই ভেরিয়েন্টটি বিন্দু এবং রেখাসমূহ একই সময়ে প্রদর্শন করে।

Icon Points and Lines

Points and Lines

ত্রিমাত্রিক রেখা

এই রেখাসমূহ টেপের মতো প্রদর্শিত হয়। ডাটা বিন্দুসমূহ আইকন দ্বারা প্রদর্শিত হয় না। সম্পূর্ণ লেখচিত্রে ইল্যুমিনেশন এবং দৃষ্টিকোনের ন্যায় বৈশিষ্ট্যসমূহ স্থির করতে ত্রিমাত্রিক দৃশ্যপট নির্বাচন করুন।

Icon 3D Lines

3D Lines

মসৃন রেখাসমূহ

Choose Smooth from the Line type dropdown to draw curves instead of straight line segments.

বক্ররেখার বর্ণনা নির্ধারণ করতে বৈশিষ্ট্যবলী তে ক্লিক করুন।

Line type

কিউবিক স্প্লাইন অথবা B-স্প্লাইন নির্বাচন করুন।

These are mathematical models that influence the display of the curves. The curves are created by joining together segments of polynomials.

Cubic Spline interpolates your data points with polynomials of degree 3. The transitions between the polynomial pieces are smooth, having the same slope and curvature.

B-Spline uses a parametric, interpolating B-spline curve. Those curves are built piecewise from polynomials.

Resolution

The Resolution determines how many line segments are calculated to draw a piece of polynomial between two data points. You can see the intermediate points if you click any data point.

A higher value leads to a smoother line.

Degree of polynomials

For B-spline lines optionally set the degree of the polynomials.

Stepped Lines

Choose Stepped from the Line type dropdown to draw lines which step from point to point instead of straight line segments.

বক্ররেখার বর্ণনা নির্ধারণ করতে বৈশিষ্ট্যবলী তে ক্লিক করুন।

There are 4 different step types:

Step

Description

Start step icon

Start with horizontal line and step up vertically at the end.

End step icon

Start to step up vertically and end with horizontal line.

Center X icon

Start with horizontal line, step up vertically in the middle of the X values and end with horizontal line.

Center Y icon

Start to step up vertically to the middle of the Y values, draw a horizontal line and finish by stepping vertically to the end.


Please support us!