আর্থিক ফাংশন- প্রথম অংশ

এই শ্রেণীতে LibreOffice ক্যালকের গাণিতিক আর্থিক ফাংশন রয়েছে।

ACCRINT

পর্যায়ক্রমিক পরিশোধের ক্ষেত্রে একটি জামানতের বকেয়া সুদ হিসেব করা হয়।

Syntax

ACCRINT(Issue; FirstInterest; Settlement; Rate; [Par]; Frequency [; Basis])

Yield হলো জামানতের বাৎসরিক আয়।

LastInterest হলো জামানতের শেষ সুদের তারিখ।

Settlement (required) is the date at which the interest accrued up until then is to be calculated.

Coupon হলো বার্ষিক নামমাত্র সুদের হার (কুপন সুদের হার)

Par (optional) is the par value of the security. If omitted, a default value of 1000 is used.

note

We recommend that you always specify the value that you require for ACCRINT’s Par argument, rather than allowing Calc to apply an arbitrary default. This will make your formula easier to understand and easier to maintain.


Frequency হলো বার্ষিক সুদ প্রদান সংখ্য (১, ২ বা ৪)।

ভিত্তি একটি অপশন হতে পছন্দ করা হয় এবং বছরটি কিভাবে হিসাব করা হবে তা নির্দেশ করে।

ভিত্তি

হিসাব

0 or missing

ইউএস মেথড (NASD), ১২ মাস (প্রতিটিতে ৩০ দিন)

1

মাসগুলোতে ঠিক যত সংখ্যক দিন, বছরে ঠিক যত সংখ্যক দিন

2

মাসে ঠিক যত সংখ্যক দিন, একটি বছরে ৩৬০ দিন

3

মাসে ঠিক যত সংখ্যক দিন, একটি বছরে ৩৬৫ দিন

4

ইউরোপিয়ান মেথড, ১২ মাস (প্রতিটিতে ৩০ দিন)


Example

একটি জামানত ২০০১-০২-২৮ এ ইস্যু করা হয়। প্রথম সুদ ২০০১-০৮-৩১ এর জন্য নির্ধারণ করা হয়। নিষ্পত্তির তারিখ ২০০১-০৫-০১। হার হলো ০.১ অথবা ১০% এবং সমহার মান হলো ১০০০ মূদ্রার একক। সুদ অর্ধবার্ষিক হারে (২ বার) প্রদান করা হয়। US পদ্ধতি (০) হলো ভিত্তি। কি পরিমাণ সুদ প্রদান করা হয়েছে?

=ACCRINT("2001-02-28";"2001-08-31";"2001-05-01";0.1;1000;2;0) ১৬.৯৪৪৪৪ প্রদান করে।

ACCRINTM

মেয়াদপূর্তির তারিখে এককালীন পরিশোধের ক্ষেত্রে জামানতের বৃদ্ধিপ্রাপ্ত সুদ হিসাব করা হয়।

Syntax

ACCRINTM(Issue; Settlement; Rate [; Par [; Basis]])

Yield হলো জামানতের বাৎসরিক আয়।

Settlement (required) is the date at which the interest accrued up until then is to be calculated.

Coupon হলো বার্ষিক নামমাত্র সুদের হার (কুপন সুদের হার)

Par (optional) is the par value of the security. If omitted, a default value of 1000 is used.

note

We recommend that you always specify the value that you require for ACCRINTM’s Par argument, rather than allowing Calc to apply an arbitrary default. This will make your formula easier to understand and easier to maintain.


ভিত্তি একটি অপশন হতে পছন্দ করা হয় এবং বছরটি কিভাবে হিসাব করা হবে তা নির্দেশ করে।

ভিত্তি

হিসাব

0 or missing

ইউএস মেথড (NASD), ১২ মাস (প্রতিটিতে ৩০ দিন)

1

মাসগুলোতে ঠিক যত সংখ্যক দিন, বছরে ঠিক যত সংখ্যক দিন

2

মাসে ঠিক যত সংখ্যক দিন, একটি বছরে ৩৬০ দিন

3

মাসে ঠিক যত সংখ্যক দিন, একটি বছরে ৩৬৫ দিন

4

ইউরোপিয়ান মেথড, ১২ মাস (প্রতিটিতে ৩০ দিন)


Example

একটি জামানত ২০০১-০৪-০১ তারিখে ইস্যু করা হয়েছে। মেয়াদপূর্ণ হওয়ার তারিখ হলো ২০০১-০৬-১৫। হার হলো ০.১ অথবা ১০% এবং গড় মান হলো ১০০০ মুদ্রা একক। দৈনিক/বার্ষিক হিসাবের ভিত্তি হলো দৈনিক আয় (৩)। কি পরিমাণ সুদ বৃদ্ধি পেয়েছে?

=ACCRINTM("2001-04-01";"2001-06-15";0.1;1000;3) ২০.৫৪৭৯৫ প্রদান করে।

AMORDEGRC

হ্রাসপ্রাপ্ত ক্রমশোধ হিসেবে একটি নিষপত্তিকালের জন্য অবচিতি গণনা করা হয়। AMORLINC এর মত নয়, একটি অবচিতি সহগ এখানে ব্যহৃত হয় যা অবচিতি হিসাবযোগ্য আয়ুষ্কাল হতে স্বাধীন।

Syntax

AMORDEGRC(Cost; DatePurchased; FirstPeriod; Salvage; Period; Rate [; Basis])

Cost is the acquisition costs.

DatePurchased is the date of acquisition.

FirstPeriod is the end date of the first settlement period.

Salvage is the salvage value of the capital asset at the end of the depreciable life.

Period is the settlement period to be considered.

সংখ্যা হলো পুনরাবৃত্তির জন্য সংখ্যা।

ভিত্তি একটি অপশন হতে পছন্দ করা হয় এবং বছরটি কিভাবে হিসাব করা হবে তা নির্দেশ করে।

ভিত্তি

হিসাব

0 or missing

ইউএস মেথড (NASD), ১২ মাস (প্রতিটিতে ৩০ দিন)

1

মাসগুলোতে ঠিক যত সংখ্যক দিন, বছরে ঠিক যত সংখ্যক দিন

2

মাসে ঠিক যত সংখ্যক দিন, একটি বছরে ৩৬০ দিন

3

মাসে ঠিক যত সংখ্যক দিন, একটি বছরে ৩৬৫ দিন

4

ইউরোপিয়ান মেথড, ১২ মাস (প্রতিটিতে ৩০ দিন)


Example

An asset was acquired on 2020-02-01 at a cost of 2000 currency units. The end date of the first settlement period was 2020-12-31. The salvage value of the asset at the end of its depreciable life will be 10 currency units. The rate of depreciation is 0.1 (10%) and the year is calculated using the US method (Basis 0). Assuming degressive depreciation, what is the amount of depreciation in the fourth depreciation period?

=AMORDEGRC(2000; "2020-02-01"; "2020-12-31"; 10; 4; 0.1; 0) returns a depreciation amount of 163 currency units.

note

Be aware that Basis 2 is not supported by Microsoft Excel. Hence, if you use Basis 2 and export your document to XLSX format, it will return an error when opened in Excel.


AMORLINC

সরল ক্রমশোধ হিসেবে পরিশোধ কালের জন্য অবচিতির পরিমাণ হিসেব করা হয়। যদি পরিশোধ কালে মূলধন সম্পদ ক্রয় করা হয়, অবচিতির সমানুপাতিক পরিমাণ বিবেচনা করা হয়।

Syntax

AMORLINC(Cost; DatePurchased; FirstPeriod; Salvage; Period; Rate [; Basis])

Cost means the acquisition costs.

DatePurchased is the date of acquisition.

FirstPeriod is the end date of the first settlement period.

Salvage is the salvage value of the capital asset at the end of the depreciable life.

Period is the settlement period to be considered.

সংখ্যা হলো পুনরাবৃত্তির জন্য সংখ্যা।

ভিত্তি একটি অপশন হতে পছন্দ করা হয় এবং বছরটি কিভাবে হিসাব করা হবে তা নির্দেশ করে।

ভিত্তি

হিসাব

0 or missing

ইউএস মেথড (NASD), ১২ মাস (প্রতিটিতে ৩০ দিন)

1

মাসগুলোতে ঠিক যত সংখ্যক দিন, বছরে ঠিক যত সংখ্যক দিন

2

মাসে ঠিক যত সংখ্যক দিন, একটি বছরে ৩৬০ দিন

3

মাসে ঠিক যত সংখ্যক দিন, একটি বছরে ৩৬৫ দিন

4

ইউরোপিয়ান মেথড, ১২ মাস (প্রতিটিতে ৩০ দিন)


Example

An asset was acquired on 2020-02-01 at a cost of 2000 currency units. The end date of the first settlement period was 2020-12-31. The salvage value of the asset at the end of its depreciable life will be 10 currency units. The rate of depreciation is 0.1 (10%) and the year is calculated using the US method (Basis 0). Assuming linear depreciation, what is the amount of depreciation in the fourth depreciation period?

=AMORLINC(2000; "2020-02-01"; "2020-12-31"; 10; 4; 0.1; 0) returns a depreciation amount of 200 currency units.

note

Be aware that Basis 2 is not supported by Microsoft Excel. Hence, if you use Basis 2 and export your document to XLSX format, it will return an error when opened in Excel.


DB

গাণিতিক- ক্রমহ্রাসমান পদ্ধতি ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়ের জন্য সম্পদের অবচিতি প্রদান করে থাকে।

অবমূল্যায়নের এই ধরনটি ব্যবহার করা হয় যদি আপনি অবমূল্যায়নের শুরুতে একটি উচ্চতর অবমূল্যায়নের মূল্য পেতে চান (রৈখিক অবমূল্যায়নে বিপরীত হিসেবে)। অবমূল্যায়ন মান ইতিমধ্যে বাদ দেয়া অবমূল্যায়নে দ্বারা প্রতি অবমূল্যায়ন পর্যায়কালের সঙ্গে প্রাথমিক মূল্য হতে কমানো হয়।

Syntax

DB(Cost; Salvage; Life; Period [; Month])

Cost হলো একটি সম্পদের প্রারম্ভিক মূল্য।

Salvage মূল্যমান হ্রাসের শেষে সম্পদের মূল্য।

Life defines the period over which an asset is depreciated.

Period is the length of each period. The length must be entered in the same date unit as the depreciation period.

Month (optional) denotes the number of months for the first year of depreciation. If an entry is not defined, 12 is used as the default.

Example

A computer system with an initial cost of 25,000 currency units is to be depreciated over a three-year period. The salvage value is to be 1,000 currency units. The first period of depreciation comprises 6 months. What is the fixed-declining balance depreciation of the computer system in the second period, which is a full year starting from the end of the first six-month period?

=DB(25000; 1000; 3; 2; 6) returns 11,037.95 currency units.

DDB

গাণিতিক- ক্রমহ্রাসমান পদ্ধতি ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়ের জন্য সম্পদের অবচিতি প্রদান করে থাকে।

অবমূল্যায়নের এই ধরনটি ব্যবহার করুন যদি আপনার রৈখিক অবমূল্যায়নের বিপরীত হিসেবে রৈখিক অবমূল্যায়ন মান প্রয়োজন হয় । প্রতিটি পর্যায়কালের সাথে অবমূল্যায়ন মান কমতে থাকে এবং বিষয়সম্পত্তির জন্য সাধারণত ব্যবহার করা হয় যার মূল্য কেনার পরে উচ্চতর সল্প সময়ে কমে যায় (উদাহরনস্বরূপ, গাড়ি, কম্পিউটার)। অনুগ্রহ করে নোট করুন যে বই মূল্য এই গণনাটির ধরনের অধীনে কখনও শূন্যে পৌঁছবে না।

Syntax

DDB(Cost; Salvage; Life; Period [; Factor])

Cost হলো একটি সম্পদের প্রারম্ভিক মূল্য।

Salvage মূল্যমান হ্রাসের শেষে সম্পদের মূল্য।

মেয়াদ হলো কার্যকালের সংখ্যা (যেমন, বছর অথবা মাস) যা একটি সম্পদ কত দিন ব্যবহৃত হবে তা নির্ধারণ করে থাকে।

কার্যকাল যে কার্যকালের জন্য মান গণনা করা হয় তা উল্লেখ করা হয়।

Factor (optional) is the factor by which depreciation decreases. If a value is not entered, the default is factor 2.

Example

৭৫,০০০ মুদ্রা একক দামের একটি কম্পিউটার সিস্টেম পরবর্তী ৫ বছরের জন্য মাসিক হারে মূল্যামান হ্রাস পাবে। অবচিতির শেষে মান হবে ১ মুদ্রা একক। ফ্যাক্টর ২।

=DDB(75000;1;60;12;2) = ১,৭২১.৮১ মূদ্রা একক। ফলে, ক্রয়ের দ্বাদশ মাসে ডাবল-ক্রমহ্রাসমান অবচিতি হলো ১,৭২১.৮১ মূদ্রা একক।

DISC

জামানতের ভাতা (ছাড়) শতকরা হিসাবে গণনা করুন।

Syntax

DISC(Settlement; Maturity; Price; Redemption [; Basis])

Settlement হলো জামানত ক্রয়ের তারিখ।

Maturity হলো জামানতের মেয়াদপূর্তির (মেয়াদোত্তীর্ণ) তারিখ।

Price হলো সমহার মূল্যের প্রতি ১০০ মুদ্রা একক জামানতের মূল্য (ক্রয় মূল্য)।

Redemption হলো সমহার মূল্যের প্রতি ১০০ একক মুদ্রার পুনক্রয় মূল্য।

ভিত্তি একটি অপশন হতে পছন্দ করা হয় এবং বছরটি কিভাবে হিসাব করা হবে তা নির্দেশ করে।

ভিত্তি

হিসাব

0 or missing

ইউএস মেথড (NASD), ১২ মাস (প্রতিটিতে ৩০ দিন)

1

মাসগুলোতে ঠিক যত সংখ্যক দিন, বছরে ঠিক যত সংখ্যক দিন

2

মাসে ঠিক যত সংখ্যক দিন, একটি বছরে ৩৬০ দিন

3

মাসে ঠিক যত সংখ্যক দিন, একটি বছরে ৩৬৫ দিন

4

ইউরোপিয়ান মেথড, ১২ মাস (প্রতিটিতে ৩০ দিন)


Example

একটি জামানত ২০০১-০১-২৫ তারিখে ক্রয় করা হয়; নিষ্পত্তির তারিখ হলো ২০০১-১১-১৫। মূল্য (ক্রয় মূল্য) হলো ৯৭, পুনঃক্রয় মূল্য হলো ১০০। দৈনিক উদ্বৃতি গণনা (৩ ভিত্তিক) ব্যবহার করে নিষ্পত্তির সময় (মূল্যহ্রাস) কতদিন হবে?

=DISC("2001-01-25";"2001-11-15";97;100;3) প্রায় ০.০৩৭২ অথবা শতকরা ৩.৭২ প্রদান করে।

DURATION

স্থায়ী সুদের লগ্নিপত্রের সময়কাল বছরে হিসেব করা হয়।

Syntax

DURATION(Settlement; Maturity; Coupon; Yield; Frequency [; Basis])

Settlement হলো জামানত ক্রয়ের তারিখ।

Maturity হলো জামানতের মেয়াদপূর্তির (মেয়াদোত্তীর্ণ) তারিখ।

Coupon is the annual coupon interest rate (nominal rate of interest)

Yield হলো জামানতের বাৎসরিক আয়।

Frequency হলো বার্ষিক সুদ প্রদান সংখ্য (১, ২ বা ৪)।

ভিত্তি একটি অপশন হতে পছন্দ করা হয় এবং বছরটি কিভাবে হিসাব করা হবে তা নির্দেশ করে।

ভিত্তি

হিসাব

0 or missing

ইউএস মেথড (NASD), ১২ মাস (প্রতিটিতে ৩০ দিন)

1

মাসগুলোতে ঠিক যত সংখ্যক দিন, বছরে ঠিক যত সংখ্যক দিন

2

মাসে ঠিক যত সংখ্যক দিন, একটি বছরে ৩৬০ দিন

3

মাসে ঠিক যত সংখ্যক দিন, একটি বছরে ৩৬৫ দিন

4

ইউরোপিয়ান মেথড, ১২ মাস (প্রতিটিতে ৩০ দিন)


Example

একটি জামানত ২০০১-০১-০১ তারিখে ক্রয় করা হয়; পূর্ণতা প্রাপ্তির তারিখ হলো ২০০৬-০১-০১। সুদের কুপন হার হলো ৮%। সুদ অর্ধ-বার্ষিক হারে (২ বার) প্রদান করা হয়। প্রতিদিনের উদ্বৃত্তির সুদ গণনা ব্যবহার করে (৩ ভিত্তিক) কত সময় লাগবে?

=DURATION("2001-01-01";"2006-01-01";0.08;0.09;2;3) returns 4.2 years.

EFFECT

নামমাত্র সুদের হার অনুসারে বার্ষিক নিট সুদের হার প্রদান করে।

নামমাত্র সুদ এমন সুদের পরিমাণ উল্লেখ করে, যা হিসেবকালের শেষে প্রদান করা হয়। অর্থ প্রদান সংখ্যার সাথে কার্যকর সুদ বৃদ্ধি পায়। অন্যভাবে, হিসেবকাল শেষ হওয়ার পূর্বে সুদ প্রায়ই কিস্তিতে পরিশোধ করা হয় (যেমন, মাসিক বা ত্রৈমাসিক)।

Syntax

EFFECT(Nom; P)

Nom is the nominal interest.

NPerY বার্ষিক সুদ প্রদান সংখ্যা।

Example

যদি বাৎসরিক নামমাত্র সুদের হার ৯.৭৫% এবং চারটি সুদের হিসেবকাল নির্ধারণ করা হয়, তাহলে প্রকৃত সুদের হার কত (কার্যকর হার)?

=EFFECT(9.75%;4) = 10.11% The annual effective rate is therefore 10.11%.

EFFECT_ADD

প্রতি বছরে নামমাত্র সুদের হার এবং সুদ প্রদান সংখ্যার উপর ভিত্তি করে, সুদের কার্যকর বার্ষিক হার হিসেব করা হয়।

note

The functions whose names end with _ADD or _EXCEL2003 return the same results as the corresponding Microsoft Excel 2003 functions without the suffix. Use the functions without suffix to get results based on international standards.


Syntax

EFFECT_ADD(NominalRate; NPerY)

Rate হলো বাৎসরিক সুদের হার।

NPerY বার্ষিক সুদ প্রদান সংখ্যা।

Example

৫.২৫% নামমাত্র হারে এবং ত্রৈমাসিক পরিশোধের জন্য কার্যকর বার্ষিক সুদের হার কত?

=EFFECT_ADD(0.0525;4) ০.০৫৩৫৪৩ অথবা ৫.৩৫৪৩% প্রদান করে।

IRR

বিনিয়োগের জন্য পরিশোধের অভ্যন্তরীণ হার গণনা করা হয়। মান দ্বারা নিয়মিত বিরতীতে অর্থের প্রবাহের মান নির্দেশিত হয়, অন্তত একটি মান অবশ্যই ঋনাত্মক হতে হবে (পরিশোধ), এবং একটি মান অবশ্যই ধ্বনাত্মক হচে হবে (আয়)।

If the payments take place at irregular intervals, use the XIRR function.

Syntax

IRR(Values [; Guess])

Values represents an array containing the values.

Guess (optional) is the estimated value. An iterative method is used to calculate the internal rate of return. If you can provide only few values, you should provide an initial guess to enable the iteration.

note

This function ignores any text or empty cell within a data range. If you suspect wrong results from this function, look for text in the data ranges. To highlight text contents in a data range, use the value highlighting feature.


Example

Under the assumption that cell contents are A1=-10000, A2=3500, A3=7600 and A4=1000, the formula =IRR(A1:A4) gives a result of 11,33%.

warning

Because of the iterative method used, it is possible for IRR to fail and return Error 523, with "Error: Calculation does not converge" in the status bar. In that case, try another value for Guess.


ISPMT

অপরিবর্তনশীল ক্রমশোধ কিস্তির জন্য সুদের স্তর হিসেব করা হয়।

Syntax

ISPMT(Rate; Period; TotalPeriods; Invest)

Rate হলো পর্যায়বৃত্ত সুদের হার।

Period is the number of installments for calculation of interest.

TotalPeriods is the total number of installment periods.

Invest is the amount of the investment.

Example

দুই বছর কার্যকাল এবং মাসিক কিস্তি সহ আমানতের পরিমাণ ১২০,০০০ মূদ্রা এককের জন্য, বার্ষিক ১২% হারে ১.৫ বছর পর সুদের লেভেল জানা প্রয়োজন।

=ISPMT(1%;18;24;120000) = -300 currency units. The monthly interest after 1.5 years amounts to 300 currency units.

PV

নিয়মিত পরিশোধের মাধ্যমে হওয়া বিনিয়োগের বর্তমান মূল্য প্রদান করে থাকে।

একটি নির্দিষ্ট কার্যকালের পর নির্দিষ্ট পরিমাণ অর্থ, বার্ষিক কিস্তি গ্রহণ করার জন্য, আজকের দিনে একটি নির্দিষ্ট হারে বিনিয়োগ করার জন্য প্রয়োজনীয় পরিমাণ অর্থ এই ফাংশনটি ব্যবহার করে হিসাব করা হয়। কার্যকাল অতিবাহিত হওয়ার পর কি পরিমাণ অর্থ অবশিষ্ট রয়েছে তা নির্ধারণ করতে পারেন। প্রতিটি কার্যকালের শুরু অথবা শেষে শোধ করা অর্থের পরিমাণ উল্লেখ করা হবে।

হয় সংখ্যা, এক্সপ্রেশন অথবা রেফারেন্স হিসেবে এই মানসমূহ সন্নিবেশ করান। যদি, উদাহরণস্বরূপ, সুদ বার্ষিক ৮% হার হয়, কিন্তু আপনি কার্যকাল হিসেবে মাস ব্যবহার করতে চান তাহলে, সঠিক ফ্যাক্টর স্বয়ংক্রিয়ভাবে গণনা করার মাধ্যমে হার এবং LibreOffice Calc এর অধীনে ৮%/১২ সন্নিবেশ করান।

Syntax

PV(Rate; NPer; Pmt [; FV [; Type]])

Rate হলো প্রতিটি পর্যায়কালের সুদের হার।

NPer is the total number of periods (payment period).

Pmt is the regular payment made per period.

FV (optional) defines the future value remaining after the final installment has been made.

Type (optional) denotes due date for payments. Type = 1 means due at the beginning of a period and Type = 0 (default) means due at the end of the period.

In the LibreOffice Calc functions, parameters marked as "optional" can be left out only when no parameter follows. For example, in a function with four parameters, where the last two parameters are marked as "optional", you can leave out parameter 4 or parameters 3 and 4, but you cannot leave out parameter 3 alone.

Example

যদি মাসিক ৫০০ একক মূদ্রা পরিশোধ করা হয় এবং বার্ষিক সুদের হার হয় ৮% হয়, তবে বিনিয়োগের বর্তমান মূল্য কত? পরিশোধের পর্যায়কাল হলো ৪৮ মাস এবং পরিশোধ পর্যায়কালের শেষে ২০,০০০ একক মূদ্রা অবশিষ্ট থাকবে।

=PV(8%/12;48;500;20000) = -35,019.37 currency units. Under the named conditions, you must deposit 35,019.37 currency units today, if you want to receive 500 currency units per month for 48 months and have 20,000 currency units left over at the end. Cross-checking shows that 48 x 500 currency units + 20,000 currency units = 44,000 currency units. The difference between this amount and the 35,000 currency units deposited represents the interest paid.

আপনি যদি সূত্রে এই মানগুলোর পরিবর্তে রেফারেন্স সন্নিবেশ করান, আপনি যেকোনো সংখ্যক "If-then" দৃশ্যকল্প হিসেব করতে পারবেন। অনুগ্রহ করে নোট রাখুন: ধ্রুবকের রেফারেন্স অবশ্যই পরম রেফারেন্স হিসাবে নির্ধারণ করা হবে। অবচয় ফাংশনের অধীনে এই ধরনের অ্যাপ্লিকেশনের উদাহরণ খুঁজে পাওয়া যায়।

RECEIVED

গৃহিত অর্থের পরিমাণ গণনা করা হয় যা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদে জামানত পরিশোধ করা হয়েছিল।

Syntax

RECEIVED(Settlement; Maturity; Investment; Discount [; Basis])

Settlement হলো জামানত ক্রয়ের তারিখ।

Maturity হলো জামানতের মেয়াদপূর্তির (মেয়াদোত্তীর্ণ) তারিখ।

Investment হলো ক্রয় মূল্য।

Discount হলো জামানতের অধিগ্রহণ মূল্যের উপর শতকরা মূল্যহ্রাসের পরিমাণ।

ভিত্তি একটি অপশন হতে পছন্দ করা হয় এবং বছরটি কিভাবে হিসাব করা হবে তা নির্দেশ করে।

ভিত্তি

হিসাব

0 or missing

ইউএস মেথড (NASD), ১২ মাস (প্রতিটিতে ৩০ দিন)

1

মাসগুলোতে ঠিক যত সংখ্যক দিন, বছরে ঠিক যত সংখ্যক দিন

2

মাসে ঠিক যত সংখ্যক দিন, একটি বছরে ৩৬০ দিন

3

মাসে ঠিক যত সংখ্যক দিন, একটি বছরে ৩৬৫ দিন

4

ইউরোপিয়ান মেথড, ১২ মাস (প্রতিটিতে ৩০ দিন)


Example

জামানত ক্রয়ের তারিখ: ১৫ই ফেব্রুয়ারী ১৯৯৯, মেয়াদপূর্তির তারিখ: ১৫ই মে ১৯৯৯, বিনিয়োগ মূল্য: ১০০০ মুদ্রার একক, ছাড়: প্রতি সেন্টে ৫.৭৫, ভিত্তি: প্রতিদিনের উদ্ধৃত্ত/৩৬০ = ২।

মেয়াদপূর্তির তারিখে গৃহীত অর্থের পরিমাণ নিম্নোক্তভাবে হিসেব করা হয়েছে:

=RECEIVED("1999-02-15";"1999-05-15";1000;0.0575;2) ১০১৪.৪২০২৬৬ প্রদান করে।

SYD

গাণিতিক-হ্রাসমান অবচিতির হার প্রদান করে থাকে।

এই ফাংশনটি ব্যবহার করে একটি বস্তুর মোট অবচিতি মেয়াদের একটি কার্যকালের জন্য অবচিতির পরিমাণ গণনা করা যাবে। গাণিতিক হারে ক্রমহ্রাসমান অবচিতি কার্যকাল থেকে কার্যকাল পর্যন্ত একটি নির্দিষ্ট অঙ্কের অবচিতির পরিমাণ হ্রাস করে থাকে।

Syntax

SYD(Cost; Salvage; Life; Period)

Cost হলো একটি সম্পদের প্রারম্ভিক মূল্য।

Salvage মূল্যমান হ্রাসের শেষে সম্পদের মূল্য।

Life is the period fixing the time span over which an asset is depreciated.

কার্যকাল যে কার্যকালের জন্য মান গণনা করা হয় তা উল্লেখ করা হয়।

Example

৫০,০০০ মুদ্রা একক দামের একটি ভিডিও সিস্টেম পরবর্তী ৫ বছরের জন্য বার্ষিক হারে মূল্যামান হ্রাস পাবে। এটির পুনরূদ্ধার মূল্য ১০,০০০ মুদ্রা একক হবে। আপনি প্রথম বছরের জন্য অবচিতি হিসাব করতে চাইতে পারেন।

=SYD(50000;10000;5;1)=13,333.33 currency units. The depreciation amount for the first year is 13,333.33 currency units.

প্রত্যেক পর্যায়কাল অনুযায়ী অবচিতির হারের সারসংক্ষেপ তৈরি করতে, একটি অবচিতি টেবিল নির্ধারণ করাই ভালো। LibreOffice ক্যালকে উপস্থিত বিভিন্ন অবচিতি সূত্র একের পর এক সন্নিবেশ করানোর মাধ্যমে, আপনি দেখতে পারেন যে কোন অবচিতি ফরম সর্বাপেক্ষা উপযুক্ত। টেবিলটি নিম্নরূপে সন্নিবেশ করান:

মোড

মোড

মোড

মোড

মোড

1

১৯৫

১৯৫

১৯৫

১৯৫

১৯৫

2

১০,৬৬৬.৬৭ মূদ্রা একক

১০,৬৬৬.৬৭ মূদ্রা একক

১৯৫

১৯৫

১০,৬৬৬.৬৭ মূদ্রা একক

3

১৯৫

১০,৬৬৬.৬৭ মূদ্রা একক

4

১৮৩

১০,৬৬৬.৬৭ মূদ্রা একক

5

১৪৮

১০,৬৬৬.৬৭ মূদ্রা একক

6

১৯৫

১০,৬৬৬.৬৭ মূদ্রা একক

7

১৯৫

১০,৬৬৬.৬৭ মূদ্রা একক

8

১৭০

9

১৪৮

১০

১৯৫

১১

১৭০

১২

১৩

১৭০

১৯৫

১০,৬৬৬.৬৭ মূদ্রা একক


E2 ঘরের সূত্রটি নিম্নরূপ:

=TDIST(12;5;1)

এই সূত্রটি E কলামের নিচের দিকে E11 ঘর পর্যন্ত অনুরূপ (E2 ঘর নির্বাচন করুন, তারপর মাউসের সাহায্যে ঘরের নিম্ন ডান কোণা নিচের দিকে টানুন)।

E13 ঘরের সূত্রটি অবচিতির মোট পরিমাণ পরীক্ষা করতে ব্যবহৃত হয়। এটা SUMIF ফাংশন ব্যবহার করে, যেন E8:E11 ঘরের ঋণাত্মক মান বিবেচনা করা না হয়। >০ শর্তটি A13 ঘরে রাখা হয়। E13 ঘরের সূত্রটি নিম্নরূপ:

=TDIST(12;5;1)

এখন ১০ বছরের জন্য, বা উদ্ধার মূল্য ১ একক মুদ্রার জন্য অবচিতি প্রদর্শন করুন, বা ভিন্ন প্রারম্ভিক মূল্য সন্নিবেশ করান এবং আরও।

অর্থনৈতিক ফাংশনের দ্বিতীয় অংশ

অর্থনৈতিক ফাংশনের তৃতীয় অংশ

Functions by Category

Please support us!