প্রোগ্রাম চালানো নিয়ন্ত্রণ

নিচের স্টেটমেন্টটি একটি প্রোগ্রাম চালনা নিয়ন্ত্রণ করে।

একটি প্রোগ্রাম সাধারণত একটি কোডের প্রথম লাইন থেকে শুরু করে শেষ লাইন পর্যন্ত চালনা করতে পারে। নির্দিষ্ট শর্ত অনুসারে প্রোগ্রামের মধ্যে কিছু নির্দিষ্ট প্রসিজার চালনা করতে পারেন, অথবা একটি সাব প্রসিজার অথবা ফাংশনের মধ্যে প্রোগ্রামের একটি অংশের পুনরাবৃত্তি করতে পারেন। আপনি যতবার প্রয়োজন ততবার অথবা একটি নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রোগ্রামের অংশগুলোর পুনরাবৃত্তি করে পারেন। এই ধরনের কন্ট্রোল স্টেটমেন্টসমূহ শর্ত, লুপ অথবা অবস্থান পরিবর্তন স্টেটমেন্ট হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়।

শর্তাধীন স্টেটমেন্ট

নিচের স্টেটমেন্টটি শর্ত সাপেক্ষ।

লুপ

নিচের স্টেটমেন্ট লুপগুলো চালায়।

জাম্প

নিচের স্টেটমেন্টটির মাধ্যমে জাম্প চালানো হয়।

আরও স্টেটমেন্ট

Statements that do not belong to any of the other categories are described here.

Please support us!