LibreOffice 24.8 Help
This section describes the Runtime Functions of LibreOffice Basic.
নিচের স্টেটমেন্ট এবং ফাংশন ভেরিয়েবল নিয়ে কাজ করে থাকে। আপনি এই ফাংশন ব্যবহার করে ভেরিয়েবল ডিক্লেয়ার অথবা নির্ধারণ করতে পারেন, এক ধরনের ভেরিয়েবল থেকে অন্য ধরনের ভেরিয়বলে রূপান্তর করতে পারেন অথবা ভেরিয়বলের ধরন নির্ধারণ করতে পারেন।
Comparison operators compare two expressions. The result is returned as a boolean expression that determines if the comparison is True (-1) or False (0).
নিচের সংখ্যাসূচক এক্সপ্রেশনটির সাহায্যে গণনা করা হয়। গাণিতিক এবং বুলিয়ান অপারেটর একটি ভিন্ন অংশে বর্ণনা করা হয়। ফাংশন পাস আরগুমেন্টে ফাংশনসমূহ অপারেটর থেকে ভিন্ন হয় এবং ফলাফল প্রদান করে থাকে, অপারেটরের পরিবর্তে যা দুইটি সংখ্যাসূচক এক্সপ্রেশন যুক্ত করে একটি ফলাফল প্রদান করে থাকে।
এই অংশটি ব্যবহারকারী ভুক্তির ইনপুটে ডায়ালগ ডাকতে ব্যবহৃত রানটাইম ফাংশন বর্ণনা করে।
ব্যবহারকারী-উল্লেখিত (ডাটা) ফাইলগুলো তৈরি এবং ব্যবস্থাপনার জন্য ফাইলের I/O ফাংশন ব্যবহার করা হয়।
Use the following statements and functions to define the way LibreOffice Basic reacts to run-time errors.