LibreOffice 24.8 Help
ম্যাক্রো dডায়লগ খুলুন, যেখানে আপনি LibreOffice সাধারণ ম্যাক্রো তৈরি, পরিবর্তন, সংগঠন বা চালনা করতে পারবেন।
নির্বাচিত ম্যাক্রোর নাম। ম্যাক্রোর নতুন নাম দিতে বা পরিবর্তন করতে এখানে নাম লিখুন।
আপনি যে লাইব্রেরি এবং মডিউলে ম্যাক্রোসমূহ খুলতে এবং সংরক্ষণ করতে পারেন সেগুলোকে তালিকাবদ্ধ করুন। একটি ম্যাক্রোকে নির্দিষ্ট নথিতে সংরক্ষণ করতে, নথিটি খোলে এই ডায়ালগটি খুলুন।
Runs or saves the current macro.
Opens the Customize dialog, where you can assign the selected macro to a menu command, a toolbar, or an event.
Starts the LibreOffice Basic editor and opens the selected macro for editing.
Creates a new macro, or deletes the selected macro.
একটি নতুন ম্যাক্রো তৈরি করতে, ম্যাক্রো হতে তালিকাতে বিদ্যমান "আদর্শ" মডিউল নির্বাচন করুন এবং নতুন ক্লিক করুন।
একটি ম্যাক্রো মুছে ফেলতে, একে নির্বাচন করে মুছে ফেলা ক্লিক করুন।
ম্যাক্রো সংগঠক ডায়ালগটি খোলা হয়, যেখানে আপনি উপস্থিত ম্যাক্রো ডায়ালগ, মডিউল, লাইব্রেরি যোগ, সম্পাদনা অথবা মুছে ফেলতে পারেন।
উপস্থিত ম্যাক্রো এবং ডায়ালগ তালিকাবদ্ধ করে।
আপনি লাইব্রেরির মধ্যে একটি ডায়ালগ অথবা মডিউলকে টেনে এনে ফেলতে পারেন।
একটি ডায়ালগ অথবা মডিউলের অনুলিপি করতে, টেনে এনে ফেলার সময়
কী চেপে ধরে রাখুন।সম্পাদনার জন্য নির্বাচিত ম্যাক্রো বা ডায়ালগ খোলে।
নতুন মডিউল তৈরি করা হয়।
Creates a new dialog.
Lets you manage the macro libraries.
ম্যাক্রো লাইব্রেরি ধারণকারী অবস্থান নির্বাচন করুন, যা সংগঠিত করতে চান।
পছন্দকৃত অবস্থানে ম্যাক্রো লাইব্রেরিসমূহ তালিকাবদ্ধ করা হয়।
LibreOffice Basic সম্পাদক খোলে ফলে আপনি নির্বাচিত লাইব্রেরী পরিবর্তন করতে পরেন।
নির্বাচিত লাইব্রেরির জন্য পাসওয়ার্ড ধার্য অথবা সম্পাদনা করুন। "আদর্শ" লাইব্রেরির পাসওয়ার্ড থাকে না।
একটি নতুন লাইব্রেরী তৈরি করে।
নতুন মডিউল, ডায়ালগ অথবা লাইব্রেরির জন্য একটি নাম সন্নিবেশ করান।
Locate that LibreOffice Basic library that you want to add to the current list, and then click Open.