বন্ধনী সন্নিবেশ করানো হচ্ছে

LibreOffice Math এ, বন্ধনী আলাদাভাবে দেখা যাবে যাতে তাদের মধ্যে বিদ্যমান দূরত্ব সহজে নির্ধারণযোগ্য হয়?

আপনি "বাম" এবং "ডান" ব্যবহার করে স্বতন্ত্র বন্ধনী নিযুক্ত করতে পারেন, কিন্তু বন্ধনীর মধ্যে বিদ্যমান দূরত্ব নির্দিষ্ট করা হবে না, যেহেতু তারা আরগুমেন্টের সাথে খাপ খায়। তাসত্ত্বেও, বন্ধনী প্রদর্শনের একটি উপায় রয়েছে যাতে তাদের মধ্যে বিদ্যমান দূরত্ব নির্দিষ্ট থাকে। এই সম্পন্ন করতে, স্বাভাবিক বন্ধনীর পূর্বে একটি " \\ " (ব্যাকস্ল্যাশ) যোগ করুন। এই বন্ধনী অন্যান্য যেকোনো চিহ্নের মত আচরণ করবে এবং অন্যান্য চিহ্নের মত একই প্রান্তিককরণ হবে:

left lbrace x right none

size *2 langle x rangle

size *2 { \langle x \rangle }

Please support us!