সাধারণ

This General tab enables you to define the general properties of a form control. These properties differ, depending on the control type. Not all of the following properties are available for every control.

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

Open context menu of a selected form element - choose Control - General tab.

Open Form Controls toolbar or Form Design toolbar, click Control icon - General tab.


নোট আইকন

If you export the current form document to HTML format, the default control values are exported, not the current control values. Default values are determined - depending on the type of control - by the properties' Default value (for example, in text fields), Default status (for check boxes and option fields), and Default selection (for list boxes).


AutoFill

The AutoFill function displays a list of previous entries after you start to type an entry.

Filtering/Sorting

Specifies to show or hide the filtering and sorting items in a selected Navigation bar control. Filtering and sorting items are the following: Sort ascending, Sort descending, Sort, Automatic filter, Default filter, Apply filter, Reset filter/sort.

URL

Enter the URL address for a Open document or web page button type in the URL box. The address opens when you click the button.

যদি আপনি ব্যবহারকারী মোডে মাউসকে বোতামের উপর সরান, তবে URL বর্ধিত পরামর্শ হিসেবে উপস্থিত হবে, অন্য কোন সহায়তা পাঠ্য সন্নিবেশ করা হয়নি এটি জানান দেয়।

অক্ষর

For control fields which have visible text or titles, select the display font that you want to use. To open the Font dialog, click the ... button. The selected font is used in control fields names and to display data in table control fields.

অবস্থান নিচ্ছে

Specifies to show or hide the positioning items in a selected Navigation bar control. Positioning items are the following: Record label, Record position, Record count label, Record count.

অবস্থানX

নোঙ্গরের সাথে সম্পৃক্ত কন্ট্রোলের X অবস্থান নির্ধার ণ করা হয়।

অবস্থানY

নোঙ্গরের সাথে সম্পৃক্ত কন্ট্রোলের Y অবস্থান নির্ধার ণ করা হয়।

আউকনের আকার

Specifies whether the icons in a selected Navigation bar should be small or large.

একটি রেকর্ডের উপর কাজ করছে

Specifies to show or hide the action items in a selected Navigation bar control. Action items are the following: Save record, Undo, New record, Delete record, Refresh.

কাজ

You can use navigation actions to design your own database navigation buttons.

The following table describes the actions that you can assign to a button:

কাজ

বর্ণনা

কেউনা

কোন কাজ ঘটেনি।

অনুবর্তী হওয়ার ফরম

Sends the data that is entered in other control fields of the current form to the address that is specified in Form Properties under URL.

আপনি যখন একটি PDF ফাইলে পাঠাচ্ছেন তখন গঠনের তথ্য বৈশিষ্ট্যের "URL" পরীক্ষা বাক্সে URL সন্নিবেশ করুন।

পুনরায় স্থাপন করার ফরম

Resets the settings in other control fields to the predefined defaults: Default Status, Default Selection, Default Value.

মুক্ত নথি / ওয়েব পৃষ্ঠা

একটি URL খোলে যা URL এর অধীনে উল্লেখিত। আপনি লক্ষ্য ফ্রেম উল্লেখ করতে ফ্রেম ব্যবহার করতে পারেন।

প্রথম রেকর্ড

বর্তমান ফরমটিকে প্রথম রেকর্ডে সরিয়ে নেয়।

পূর্ববর্তী রেকর্ড

বর্তমান ফরমটিকে পূর্বের রেকর্ডে সরিয়ে নেয়।

পরবর্তী রেকর্ড

বর্তমান ফরমটিকে পরের রেকর্ডে সরিয়ে নেয়।

শেষ রেকর্ড

বর্তমান ফরমটিকে শেষ রেকর্ডে সরিয়ে নেয়।

রেকর্ড সংরক্ষণ করুন

যদি প্রয়োজন হয়, তবে বর্তমান রেকর্ডটি সংরক্ষণ করে।

ডাটা সন্নিবেশ পূর্বাবস্থায় ফিরিয়েআনা

বর্তমান রেকর্ডের পরিবর্তন বিপরীত করে।

নতুন রেকর্ড

বর্তমান ফরমকে সারি প্রবেশে সরিয়ে নেয়।

রেকর্ড মুছে ফেলুন

বর্তমান রেকর্ড মুছে ফেলে।

রিফ্রেস ফরম

বর্তমান ফরমের সাম্প্রতিক সংরক্ষিত সংস্করণ পুনরায় লোড করে।


কারেন্সী প্রতীক

In a currency field, you can predefine the currency symbol by entering the character or string in the "Currency symbol" property.

কালক্ষেপ করা

Specifies the delay in milliseconds between repeating events. A repeating event occurs when you click an arrow button or the background of a scrollbar, or one of the record navigation buttons of a Navigation bar, and you keep the mouse button pressed for some time. You can enter a value followed by a valid time unit, for example, 2 s or 500 ms.

ক্লিক করার উপর আলোকপাত করুন

If you set this option to "Yes", the Push button receives the focus when you click the button.

গ্রাফিকস

An image button has a "Graphics" property. The "Graphics" property specifies the graphic's path and file name that you want to have displayed on the button. If you select the graphic file with the ... button, the path and file name will be automatically included in the text box.

ঘোরানো, ঘুর্ণন বোতাম

Numerical fields, currency fields, date and time fields can be introduced as spin buttons in the form.

ছোট পরিবর্তন

Specify the value to add or subtract when the user clicks the Arrow icon on the scrollbar.

টেক্সট ধরন

Allows you to use line breaks and formatting in a control field, such as a text box or label. To manually enter a line break, press the Enter key. Select "Multi-line with formatting" to enter formatted text.

সতর্কতামূলক আইকন

যদি আপনি "একাধিক লাইনসহ বিন্যাস" নির্বাচন করেন, তবে এই নিয়ন্ত্রণটিকে একটি ডাটাবেস ক্ষেত্রে যুক্ত করতে পারবেন না।


নোট আইকন

একটি সারণি নিয়ন্ত্রণের ভিতরে একটি পাঠ্য কলামের জন্য "একাধিক লাইনের ইনপুট" নামের নিয়ন্ত্রণ।


টেক্সট লাইন যার সাথে শেষ হয়

লেখা ক্ষেত্রের জন্য, যখন একটি ডাটাবেস কলামের দিকে লেখা লিখছেন তখন ব্যবহার করতে লাইন প্রান্ত কোড নির্বাচন করুন ।

ট্যাবস্টপ

The "Tabstop" property determines if a control field can be selected with the Tab key. The following options are available:

না

When using the Tab key, focusing skips the control.

হ্যাঁ

The control can be selected with the Tab key.


ট্যাবের ক্রম

The "Tab order" property determines the order in which the controls are focused in the form when you press the Tab key. In a form that contains more than one control, the focus moves to the next control when you press the Tab key. You can specify the order in which the focus changes with an index under "Tab order".

নোট আইকন

The "Tab order" property is not available to Hidden Controls. If you want, you can also set this property for image buttons and image controls, so that you can select these controls with the Tab key.


When creating a form, an index is automatically assigned to the control fields that are added to this form; every control field added is assigned an index increased by 1. If you change the index of a control, the indices of the other controls are updated automatically. Elements that cannot be focused ("Tabstop = No") are also assigned a value. However, these controls are skipped when using the Tab key.

আপনি সহজই বিভিন্ন নিয়ন্ত্রণের সূচিপত্র ট্যাব ক্রম ডায়ালগ দিয়ে সংজ্ঞায়িত করতে পারেন।

তারিখ সর্বোচ্চ

Determines a time which can not be exceeded by another value introduced by the user.

তারিখের বিন্যাস

With date fields you can determine the format for the date readout.

নোট আইকন

সব ফরম্যাট ক্ষেত্র (তারিখ, সময়, কারেন্সী, সংখ্যাসূচক) স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত ফরম্যাটে ফরম্যাট হয়।


তালিকাবদ্ধ এন্ট্রি

Please note the tips referring to the keyboard controls.

পূর্বউল্লেখিত পূর্বনির্ধারিত তালিকা এন্ট্রিটি পূর্বনির্ধারিত নির্বাচন কম্বো বাক্সে সন্নিবেশ করা হয়েছে।

নোট আইকন

নোট করুন যে যেই তালিকা এন্ট্রি এখানে সন্নিবেশ করানো হয়েছে তা শুধুমাত্র ফর্মে একত্রীভূত করুন, তালিকা বিষয়বস্তু ধরন এর অধীনে ডাটাট্যাবে, পছন্দ "মান তালিকা" নির্বাচিত করা হয়েছে।


যদি আপনি ডাটাবেসে হ লেখতে তালিকা এন্ট্রি চান না অথবা ওয়েব আকারের গ্রাহকে প্রেরণ করেছিলেন, কিন্তু মান বরং বরাদ্দ করেছিল যে আকারে দৃশ্যমান নয়, আপনি একটি মূল্য তালিকাতে অন্যান্য মানে তালিকা এন্ট্রি বরাদ্দ করতে পারেন। মূল্য তালিকাতে নির্ধারণ করা হয় ডাটা ট্যাব। এর অধীনে তালিকা অভ্যন্তরস্থ বস্তুর ধরন, অপশন নির্বাচন করুন " মূল্য তালিকা "। তারপর এর অধীনে মান ঢোকান তালিকা অভ্যন্তরস্থ বস্তু আকারের সংশ্লিষ্ট দৃশ্যমান তালিকা এন্ট্রিতে বরাদ্দ করতে যে আছে। সঠিক নির্দেশিত কাজের জন্য, মূল্য তালিকাতে অর্ডার প্রাসঙ্গিক।

নোট আইকন

HTML নথির জন্য, HTML ট্যাগের অনুরূপ সাধারণ ট্যাগে একটি এন্ট্রি তালিকা সন্নিবেশ করা হয় <OPTION>; <OPTION VALUE=...> ট্যাগের অনুরূপউপাদান তালিকার অধীনে ডাটা ট্যাবে মান তালিকার একটি এন্ট্রি সন্নিবেশ করা হয়।।


তিন রকম অবস্থা

Specifies whether a check box can also represent ZERO values of a linked database apart from the TRUE and FALSE values. This function is only available if the database accepts three states: TRUE, FALSE and ZERO.

নোট আইকন

The "Tristate" property is only defined for database forms, not for HTML forms.


দশমিক যথার্থতা

With numerical and currency fields you can determine the number of digits displayed to the right of the decimal point.

দৃশ্যমান

লাইভ মোডে কন্ট্রোলটি দৃশ্যমান হবে কিনা তা নির্ধারিত হয়। নকশা মোডে, কন্ট্রোলটি সবসময় দৃশ্যমান।

নোট করুন যে, যদি বৈশিষ্ট্যাবলী "Yes" (ডিফল্ট) এ নির্ধারিত থাকে, তাহলে কন্ট্রোলটির পর্দায় আবির্ভূত হওয়া জরুরি নয়। কন্ট্রোলের কার্যকর দৃশ্যমানতা গণনা করার সময় অতিরিক্ত নিয়মাবলী প্রয়োগ করা হয়। দৃষ্টান্তস্বরূপ, রাইটারের একটি গোপন অংশে একটি কন্ট্রোল স্থাপন করা হলে অন্তত সেই অংশটি নিজে দৃশ্যমান না হওয়া পর্যন্ত কিছুতেই তা দৃশ্যমান হবে না।

যদি বৈশিষ্ট্যাবলী "No" তে নির্ধারিত থাকে তাহলে কন্ট্রোলসমূহ সবসময় লাইভ মোডে গোপন করা থাকে।

নথি পড়ার সময় OpenOffice.org এর ৩.১ সংস্করণ পর্যন্ত পুরনো সংস্করণসমূহ এই বৈশিষ্ট্যাবলী নিরবে অবজ্ঞা করে থাকে যা এটি ব্যবহারের জন্য উপযোগী করে।

দৃশ্যমান আকার

Specifies the size of scrollbar thumb in "value units". A value of ("Scroll value max." minus "Scroll value min." ) / 2 would result in a thumb which occupies half of the background area.

If set to 0, then the thumb's width will equal its height.

ধরন

Specifies whether Check boxes and Option buttons are displayed in a 3D look (default) or a flat look.

নাম

Each control field and each form has a "Name" property through which it can be identified. The name will appear in the Form Navigator and, using the name, the control field can be referred to from a macro. The default settings already specify a name which is constructed from using the field's label and number.

নোট আইকন

যদি আপনি ম্যাক্রো নিয়ে কাজ করেন, তবে আপনাকে নিশ্চিত করতে হবে যে নিয়ন্ত্রণের নামগুলো একক।


The name is also used to group different controls that belong together functionally, such as radio buttons. To do so, give the same name to all members of the group: controls with identical names form a group. Grouped controls can be represented visually by using a Group Box.

নিচেআনা

A control field with the dropdown property has an additional arrow button which opens the list of the existing form entries per mouse click. Under Line count, you can specify how many lines (or rows) should be displayed in the dropdown state. Combination fields can have the dropdown property.

একটি সারণি নিয়ন্ত্রণে কলাম হিসেবে সন্নিবেশকৃত কম্বো বাক্স গুলো সবসময় পূর্বনির্ধারিত হিসেবে নিম্নপ্রসারিত।

নির্বাচন লুকিয়ে ফেলুন

Specifies whether a text selection on a control remains selected when the focus is no longer on a control. If you set Hide selection to "No", the selected text remains selected when the focus is no longer on the control that contains the text.

নোঙ্গর

কন্ট্রোলটি কোথায় সংযুক্ত করা হবে তা নির্ধারণ করা হয়।

পটভূমির রং

A background color is available for most control fields. If you click on Background color, a list will open which enables you to select among various colors. The "Standard" option adopts the system setting. If the desired color is not listed, click the ... button to define a color in the Color dialog.

পাসওয়ার্ড অক্ষর

If the user enters a password, you can determine the characters that will be displayed instead of the characters typed by the user. Under Password character, enter the ASCII code of the desired character. You can use the values from 0 to 255.

পরামর্শ আইকন

The characters and their ASCII codes can be seen in the Special Characters dialog (Insert - Special Character).


পুনরায় করা

Specifies if the action of a control such as a spin button repeats when you click the control and hold the mouse button down.

পূর্বনির্ধারিত অবস্থা

Specifies whether an option or a check box is selected by default.

একটি পুনরায় স্থাপন করা ধরন বাটনের জন্য, আপনি নিয়ন্ত্রণের অবস্থা সংজ্ঞায়িত করতে পারে যদি পুনরায় স্থাপন করা বাটন ব্যবহারকারীর দ্বারা সক্রিয় করা হয়।

For grouped option fields, the status of the group corresponding to the default setting is defined by the "Default Status" property.

পূর্বনির্ধারিত টেক্সট

একটি পরীক্ষা বাক্স বা কম্বো বাক্সের জন্য পূর্বনির্ধারিত টেক্সট নিযুক্ত করুন।

পূর্বনির্ধারিত তারিখ

পূর্বনির্ধারিত তারিখ নিযুক্ত করুন।

পূর্বনির্ধারিত নির্বাচন

Specifies the list box entry to mark as the default entry.

For a Reset type button, the Default selection entry defines the status of the list box if the reset button is activated by the user.

For a List box that contains a value list, you can click the ... button to open the Default selection dialog.

পূর্বনির্ধারিত নির্বাচন ডায়ালগে, যখন আপনি গঠনে তালিকা বাক্স খোলেন এখন নির্বাচিত হিসেবে চিহ্নিত করার জন্য এন্ট্রি নির্বাচন করুন।

পূর্বনির্ধারিত বোতাম

The "Default button" property specifies that the corresponding button will be operated when you press the Return key. If you open the dialog or form and do not carry out any further action, the button with this property is the default button.

নোট আইকন

নথিতে এই বৈশিষ্ট্যটি একটি একক বোতাম দ্বারা নিযুক্ত করা উচিত।


When using Web page forms, you might come across this property in search masks. These are edit masks that contain a text field and a Submit type button. The search term is entered in the text field and the search is started by activating the button. If the button is defined as the default button, however, simply hit Enter after entering the search term in order to start the search.

পূর্বনির্ধারিত মান

Sets the default value for the control field. For example, the default value will be entered when a form is opened.

For a Reset type button, the Default value entry defines the status of the control if the reset button is activated by the user.

পূর্বনির্ধারিত সময়

পূর্বনির্ধারিত সময় নিযুক্ত করুন।

পূর্বনির্ধারিত স্ক্রল মান

Sets the default value for the scrollbar.

পূর্বশব্দ প্রতীক

Determines if the currency symbol is displayed before or after the number when using currency fields. The default setting is currency symbols are not prefixed.

প্রতীক রং

নিয়ন্ত্রণে প্রতীকের জন্য রং উল্লেখ করে, উদাহরণসরুপ একটি স্ক্রলবারের উপরের তীর।

প্রত্যাবর্তন করা, টোগোল করা

Specifies if a Push button behaves as a Toggle Button. If you set Toggle to "Yes", you can switch between the "selected" and "not selected" control states when you click the button or press the Spacebar while the control has the focus. A button in the "selected" state appears "pressed in".

প্রস্থ

Sets the column width in the table control field in the units that are specified in the LibreOffice module options. If you want, you can enter a value followed by a valid measurement unit, for example, 2 cm.

প্রস্থ

কন্ট্রোলের প্রস্থ নির্ধারণ করা হয়।

ফ্রেম

You can also specify the target frame to display a URL that you open when you click a button that has been assigned to the "Open document or web page" action.

যদি আপনি একটি ক্ষেত্রে ক্লিক করেন, আপনি তালিকা হতে একটি অপশন নির্বাচন করতে পারেন যা উল্লেখ করে যে কোন ফ্রেমে পরবর্তী নথিটি লোড হওয়া উচিত। নিম্নোক্ত সম্ভাবনাগুলো বিরাজমান:

সন্নিবেশ

অর্থ

_blank

পরবর্তী নথিটি নতুন খালি ফ্রেমে তৈরি করা হয়েছে।

_parent

পরবর্তী নথিটি একটি অভিভাবক ফ্রেমে তৈরি হবে। যদি কোন অভিভাবক উপস্থিত না থাকে, তবে নথিটি একই ফ্রেমে তৈরি হবে।

_self

পরবর্তী নথিটি একই ফ্রেমে তৈরি করা হয়েছে।

_top

পরবর্তী নথিটি একটি শীর্ষ-স্তরের উইন্ডোতে তৈরি করা হয়, যা, ক্রমবিন্যাসের সর্বোচ্চ ফ্রেমে; যদি বর্তমান ফ্রেমটি ইতোমধ্যে শীর্ষ উইন্ডো হয়, তবে নথিটি বর্তমান ফ্রেমে তৈরি হয়।


নোট আইকন

The "Frame" property is relevant for HTML forms, but not for database forms.


বড় পরিবর্তন

যখন ব্যবহারকারী স্ক্রলবারের স্লাইডারের পাশে ক্লিক করে তখন যোগ বা বিয়োগ করার মান উল্লেখ করে।

বহুনির্বাচন

Allows you to select more than one item in a list box.

বিন্যাস করছে

Specifies the format code for the control. Click the ... button to select the format code.

বৃদ্ধি./হ্রাসকৃত মান

প্রত্যেক ঘূর্ণন বোতাম নিয়ন্ত্রণ সক্রিয়করণে যোগ করা বা বিয়োগ করার মধ্যবর্তী বিরতি নির্দেশ করে।

মাউস হুইল স্ক্রল

Sets whether the value changes when the user scrolls a mouse wheel. Never: No change of the value. When focused: (default) The value changes when the control has the focus and the wheel is pointing at the control and gets scrolled. Always: The value changes when the wheel is pointing at the control and gets scrolled, no matter which control has the focus.

মান

In a hidden control, under Value, you can enter the data which is inherited by the hidden control. This data will be transferred when sending the form.

মানের পদক্ষেপ

You can preset the value intervals for numerical and currency spin buttons. Use the up and down arrows of the spin button to increase or decrease the value.

মাস্ক সম্পাদনা করুন

By specifying the character code in pattern fields, you can determine what the user can enter in the pattern field.

মুখোস সম্পাদনা সম্ভব ইনপুট অবস্থানের সংখ্যা নির্ধারণ করে। যদি ব্যবহারকারী অক্ষর ঢোকায় যে মুখোসে সঙ্গতিপূর্ণ হওয়ায় সম্পাদনা করে না, ইনপুট বাতিল করা হয় যখন ব্যবহারকারী ক্ষেত্র পাতায়। আপনি মুখোস সংজ্ঞায়িত করতে নিম্নলিখিত অক্ষর ঢোকেতে পারেন সম্পাদনা করেন:

অক্ষর

অর্থ

L

A text constant. This position cannot be edited. The character is displayed at the corresponding position of the Literal Mask.

a

The characters a-z and A-Z can be entered. Capital characters are not converted to lowercase characters.

A

The characters A-Z can be entered. If a lowercase letter is entered, it is automatically converted to a capital letter.

c

The characters a-z, A-Z, and 0-9 can be entered. Capital characters are not converted to lowercase characters.

C

The characters A-Z and 0-9 can be entered. If a lowercase letter is entered, it is automatically converted to a capital letter.

N

Only the characters 0-9 can be entered.

x

সব মুদ্রণযোগ্য অক্ষর সন্নিবেশ করা যাবে।

X

All printable characters can be entered. If a lowercase letter is entered, it is automatically converted to a capital letter.


For the literal mask "__.__.2000", for example, define the "NNLNNLLLLL" edit mask so that the user can only enter four digits when entering a date.

মুদ্রণপ্রমাদ, মুদ্রণত্রুটি মুখোশ

With masked fields you can specify a literal mask. A literal mask contains the initial values of a form, and is always visible after downloading a form. Using a character code for the Edit mask, you can determine the entries that the user can type into the masked field.

নোট আইকন

আক্ষরিক মাস্কের দৈর্ঘ্য সবসময় সম্পাদনা মাস্কের দৈর্ঘ্যের অনুরূপ হতে হবে। যদি এটি হাতের লেখার বিষয় না হয়, তবে সম্পাদনা মাস্ককো হয় কেটে ছোট করা হয় বা ফাঁকা স্থান পূরণের মাধ্যমে সম্পাদনা মাস্কের দৈর্ঘ্যের অনুরূপ করা হয়।


মুদ্রণযোগ্য

Specifies whether you want the control field to appear in a document's printout.

মূলপরিচালনা

Specifies to show or hide the navigation items in a selected Navigation bar control. Navigation items are the following: First record, Previous record, Next record, Last record.

মূলপরিচালনার বার

Specifies whether to display the Navigation bar on the lower border of the table control.

মোড়ক

The "Label" property sets the label of the control field that is displayed in the form. This property determines the visible label or the column header of the data field in table control forms.

When you create a new control, the description predefined in the "Name" property is used as the default for labeling the control. The label consists of the control field name and an integer numbering the control (for example, CommandButton1). With the "Title" property, you can assign another description to the control so that the label reflects the function of the control. Change this entry in order to assign an expressive label to the control that is visible to the user.

To create a multi-line title, open the combo box using the Arrow button. You can enter a line break by pressing Shift++Enter.

নোট আইকন

The "Title" property is only used for labeling a form element in the interface visible to the user. If you work with macros, note that at runtime, a control is always addressed through the "Name" property.


মোড়ক ক্ষেত্র

Specifies the source for the label of the control. The text of the label field will be used instead of the name of a database field. For example, in the Filter Navigator, Search dialog, and as a column name in the table view.

To define one character of the label as a mnemonic, so that the user can access this control by pressing the character on the keyboard, insert a tilde (~) character in front of the character in the label.

রেডিও বোতাম ব্যবহার করার সময় শুধু একটি গ্রুপভূক্ত ফ্রেমের পাঠ্য মোড়ক ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। এই পাঠ্যটি একই রকম সকল রেডিও বোতামে প্রয়োগ হয়।

আপনি যদি পাঠ্য ক্ষেত্রের ... বোতামের পরে ক্লিক করেন, তবে আপনি মোড়ক ক্ষেত্র নির্বাচন ডায়ালগ দেখতে পাবেন। তালিকা হতে একটি মোড়ক নির্বাচন করুন।

Check the No assignment box to remove the link between a control and the assigned label field.

রেকর্ড চিহ্নিত করা

Specifies whether the first column is displayed with row labels, in which the current record is marked by an arrow.

লাইন গণনা

For combo boxes with the "Dropdown" property, you can specify how many lines should be displayed in the dropdown list. With control fields which do not have the Dropdown option, the line's display will be specified by the size of the control field and the font size.

শক্ত বিন্যাস

You can have a format check with control fields that accept formatted contents (date, time, and so on). If the strict format function is activated (Yes), only the allowed characters are accepted. For example, in a date field, only numbers or date delimiters are accepted; all alphabet entries typed with your keyboard are ignored.

শব্দের বিরতি

Displays text on more than one line. Allows you to use line breaks in a text box, so that you can enter more than one line of text. To manually enter a line break, press Enter.

শুধু পড়া যায়

The "Read-only" property can be assigned to all controls in which the user can enter text. If you assign the read-only property to an image field which uses graphics from a database, the user will not be able to insert new graphics into the database.

সক্রিয়

If a control field has the property "Enabled" (Yes), the form user can use the control field. otherwise (No), it is disabled and greyed out.

সময় বিন্যাস

You can define the desired format for the time display.

সময় সর্বনিম্ন

Determines the minimum time that a user can enter.

সর্বনিম্ন তারিখ

Determines the earliest date that a user can enter.

সর্বনিম্ন মান

For numerical and currency fields you can determine a minimum value to prevent the user from entering a smaller value.

সর্বনিম্ন স্ক্রল মান।

Specify the minimum value of a scrollbar control.

সর্বোচ্চ টেক্সট দৈর্ঘ্য

For text and combo boxes, you can define the maximum number of characters that the user can enter. If this control field property is uncertain, the default setting will be zero.

If the control is linked to a database and the text length is to be accepted from the field definition of the database, you must not enter the text length here. The settings are only accepted from the database if the control property was not defined ("Not Defined" state).

সর্বোচ্চ তারিখ

Determines a date which can not be exceeded by another value introduced by the user.

সর্বোচ্চ মান

For numerical and currency fields, you can determine the maximum value that the user can enter.

সর্বোচ্চ স্ক্রল মান।

Specify the maximum value of a scrollbar control.

সহায়তা URL

Specifies a batch label in URL spelling which refers to a help document and which can be called with the help of the control field. The help for the control field help can be opened if the focus is positioned on the control field and the user presses F1.

সহায়তা টেক্সট

Provides the option of entering a help text that will be displayed as a tip on the control. The tip shows the text in user mode when the mouse is moved over the control.

For URL type buttons, the help text appears as the extended tip instead of the URL address entered under URL.

সহায়তা টেক্সট

In each control field you can specify additional information or a descriptive text for the control field. This property helps the programmer to save additional information that can be used in the program code. This field can be used, for example, for variables or other evaluation parameters.

সাজানো / গ্রাফিকস সাজানো

The alignment options are left-aligned, right-aligned, and centered. These options are available for the following elements:

  1. Title of Label fields,

  2. Content of text fields,

  3. Content of table fields in the columns of a table control,

  4. Graphics or text that are used in buttons.

    নোট আইকন

    বোতামের জন্য সাজানোর অপশনকে বলা হয় গ্রাফিক্স সারিবদ্ধকরণ


সারি উচ্চতা

In table controls, enter a value for the row height. If you want, you can enter a value followed by valid measurement unit, for example, 2 cm.

সীমানা

With control fields that have a frame, you can determine the border display on the form using the "Border" property. You can select among the "Without frame", "3-D look" or "Flat" options.

সীমানার রং

Specifies the border color for controls that have the "Border" property set to "flat".

স্কেল

Resizes the image to fit the size of the control.

স্ক্রলবার

Adds the scrollbar type that you specify to a text box.

স্থিতিবিন্যাস

Specifies the horizontal or vertical orientation for a scrollbar or spin button.

হাজার বিভাজক

With numerical and currency fields you can determine whether thousands separators are used.

‌‌‌‌‌‌‌‌‌‌উচ্চতা

কন্ট্রোলের উচ্চতা নির্ধারণ করা হয়।

Please support us!