স্প্রেডশীটের শর্টকাট কী

নোট আইকন

শর্টকাট কীর কিছু আপনার ডেস্কটপ সিস্টেমে বরাদ্দ করা হয়ত যাবে। কী যা LibreOffice এ ডেস্কটপ সিস্টেম প্রাপ্তিসাধ্যে বরাদ্দ করা হয় না। আলাদা কী হয় জন্য LibreOffice, বরাদ্দ করতে চেষ্টা করুন টুল- স্বনির্বাচন- কীবোর্ড অথবা আপনার ডেস্কটপ সিস্টেমে।


To fill a selected cell range with the formula that you entered on the Input line, press +Enter. Hold down +Enter+Shift to apply the cell format of the input cell to the entire cell range.

ইনপুট লাইনে আপনার প্রদান করা তথ্য সকল ঘরে থাকবে এমন একটি ম্যাট্রিক্স তৈরি করতে, Shift++Enter চাপুন। আপনি ম্যাট্রিক্সের উপাদানগুলো সম্পাদনা করতে পারবেন না।

To select multiple cells in different areas of a sheet, hold down and drag in the different areas.

একটি স্প্রেডশীটের একাধিক শীট নির্বাচন করতে, চেপে ধরুন, এবং তারপর ওয়ার্কস্পেসের নিম্নভাগে নাম ট্যাব ক্লিক করুন। একটি নির্বাচনের শুধুমাত্র একটি শীট নির্বাচন করতে, Shift চেপে ধরুন, এবং তারপর শীটের নাম ট্যাবে ক্লিক করুন।

একটি ঘরে একটি স্বনির্ধারিত রেখা বিভাজক সন্নিবেশ করাতে, ঘরটিতে ক্লিক করুন, এবং তারপর +Enter চাপুন।

To delete the contents of selected cells, press Backspace. This opens the Delete Contents dialog, where you choose which contents of the cell you want to delete. To delete the contents of selected cells without a dialog, press the Delete key.

স্প্রেডশীটে ন্যাভিগেট করা হচ্ছে

শর্টকাট কী

প্রভাব

+Home

কার্সারটিকে শীটের প্রথম ঘরে (A1) নেয়া হয়।

+End

কার্সারটিকে শীটের ডাটা ধারণকারী শেষ ঘরে নেয়া হয়।

Home

কারসাটিকে বর্তমান সারির প্রথম ঘরে নেয়া হয়।

End

কার্সারটিকে বর্তমান সারির শেষ ঘরে নেয়া হয়।

Shift+Home

Selects cells from the current cell to the first cell of the current row.

Shift+End

Selects cells from the current cell to the last cell of the current row.

Shift+Page Up

Selects cells from the current cell up to one page in the current column or extends the existing selection one page up.

Shift+Page Down

Selects cells from the current cell down to one page in the current column or extends the existing selection one page down.

Shift+Space

Selects the current row or extends the existing selection to all respective rows.

+Space

Selects the current column or extends the existing selection to all respective columns.

+Shift+Space

Selects all cells in the sheet.

+বাম তীর চিহ্ন

Moves the cursor leftward to the start and end of cell blocks with data. If the cell to the left of the cursor is empty or the cell with cursor is empty, cursor moves leftward in row to the next cell with contents. If the row on the left of the cursor is empty, the cursor moves to then first cell in the row.

+ডান তীর চিহ্ন

Moves the cursor rightward to the start and end of cell blocks with contents. If the cell to the right of the cursor is empty or the cursor is in an empty cell, the cursor moves rightward to the next cell that contains data. If the row on the right of the cursor is empty, the cursor moves to the last cell in the row.

+উপরের তীর চিহ্ন

Moves the cursor upward to the start and end of cell blocks with data. If the cell above the cursor is empty or the cursor is in an empty cell, the cursor moves up to the end of next cell block with data. If the column above the cursor is empty, the cursor moves up to first cell in the column.

+নিচের তীর চিহ্ন

Moves the cursor downward to the start and end of cell blocks with data. If the cell below the cursor is empty or the cursor is in an empty cell, the cursor moves down to the next cell that contains data. If the column below the cursor is empty, the cursor moves down to last cell in the column.

+Shift+তীর চিহ্ন

Selects all cells of the range created by the cursor movements using the Ctrl+Arrows key combinations. If used to select rows and columns together, a rectangular cell range is selected.

+Page Up

এক শীট বামে নেয়া হয়।

In the print preview: Moves to the previous print page.

+Page Down

এক শীট ডানে নেয়া হয়।

In the print preview: Moves to the next print page.

+O

এক পর্দা পৃষ্ঠা বামে নেয়া হয়।

+O

এক পর্দা পৃষ্ঠা ডানে নেয়া হয়।

Shift++Page Up

শীটের বর্তমান নির্বাচনের সাথে পূর্ববর্তী শীট যোগ করা হয়। যদি একটি স্প্রেডশীটের সকল শীট নির্বাচন করা থাকে, এই শর্টকাট কী সমন্বয় শুধুমাত্র পূর্ববর্তী শীট নির্বাচন করে। পূর্ববর্তী শীটকে বর্তমান শীটে পরিবর্তন করা হয়।

Shift++Page Down

শীটের বর্তমান নির্বাচনের সাথে পরবর্তী শীট যোগ করা হয়। যদি একটি স্প্রেডশীটের সকল শীট নির্বাচন করা থাকে, এই শর্টকাট কী সমন্বয় শুধুমাত্র পরবর্তী শীট নির্বাচন করে। পরবর্তী শীটকে বর্তমান শীটে পরিবর্তন করা হয়।

+F1

যেখানে (*) হল নম্বর কী প্যাডের গুণচিহ্ন

যেই ডাটা পরিসরে কার্সার আছে তা নির্বাচন করা হয়। একটি পরিসর হল একটি ধারাবাহিক ঘরের পরিসর যা ডাটা ধারণ করে এবং যা ফাঁকা সারি এবং কলাম দ্বারা আবদ্ধ থাকে।

+F1

যেখানে (/) হল নম্বর কীপ্যাডের ভাগচিহ্ন

যেই ম্যাট্রিক্স সূত্র পরিসরে কার্সার আছে তা নির্বাচন করা হয়।

+যোগ চিহ্নিত কী

ঘর সন্নিবেশ করা হবে (সন্নিবেশ মেনুর মত - ঘর)

+বিয়োগ চিহ্ন

ঘর মুছে ফেলা হবে (সম্পাদনা মেনুর মত - ঘর মুছে ফেলা হবে)

সন্নিবেশ (একটি নির্বাচিত পরিসরে)

Moves the cursor down one cell in a selected range. To specify the direction that the cursor moves, choose - LibreOffice Calc - General.

+1 (নম্বর প্যাডে নয়)

সকল ঘরে মানের পরিবর্তে সূত্র দেখানো হয় বা আড়াল হয়।


নোট আইকন

` কী-টি বেশিরভাগ ইংরেজি কিবোর্ডে "1" এর বামে থাকে। যদি আপনার কিবোর্ডে এটি না থাকে, আপনি আরেকটি কী নিযুক্ত করতে পারেন: টুল - স্বনির্বাচন করা নির্বাচন করুন, কিবোর্ড ট্যাবে ক্লিক করুন। "প্রদর্শন" শ্রেণী এবং "সূত্র পরিবর্তন করা হবে" ফাংশন নির্বাচন করুন।


স্প্রেডশীটে ব্যবহৃত ফাংশন কী

শর্টকাট কী

প্রভাব

+F1

বর্তমান ঘরের সাথে সংযুক্ত মন্তব্য প্রদর্শন করা হয়

F2

সম্পাদনার মোডে নেয়া হবে এবং কার্সারকে বর্তমান ঘরের বিষয়বস্তুর শেষে নেয়া হয়। সম্পাদনার মোড থেকে বের হতে আবার চাপুন।

যদি কার্সারটি একটি ডায়লগের একটি ইনপুট বাক্সে থাকে যেটির একটি ন্যূনতম বিস্তারবোতাম আছে, ডায়লগটি আড়াল থাকে এবং ইনপুট বক্স প্রদর্শিত হয়। সম্পূর্ণ ডায়লগ দেখতে আবার F2 চাপুন।

+F2

ফাংশন উইজার্ড খোলা হয়।

Shift++F2

কার্সারকে ইনপুট লাইনে নেয় যেখানে আপনি বর্তমান ঘরের জন্য একটি সূত্র দিতে পারেন।

+F3

নাম নির্ধারণ করা হবে ডায়লগ খোলা হয়।

Shift++F4

ডাটাবেস এক্সপ্লোরার দেখানো হয় বা আড়াল করা হয়।

F4

ইনপুট ক্ষেত্রে সম্পর্কিত বা পরম রেফারেন্সগুলো (যেমন, A1, $A$1, $A1, A$1) নতুন করে সাজানো হয়।

F5

ন্যাভিগেটর দেখানো হয় বা আড়াল করা হয়।

Shift+F5

নির্ভরশীলতা খুজে বের করা হয়।

Shift+F7

পূর্ববর্তী খুঁজে বের করা হয়।

Shift++F5

Moves the cursor from the Input line to the Sheet area box. You can also use Shift++T.

F7

বর্তমান শীটে বানান পরীক্ষা করা হয়।

+F7

বর্তমান ঘরটি পাঠ্য ধারণ করলে অভিধান খোলা হয়।

F8

অতিরিক্ত নির্বাচন মোড চালু বা বন্ধ করে। এই মোডে আপনি তীর ব্যবহার করে নির্বাচন বর্ধিত করতে পারেন। নির্বাচন বর্ধিত করতে আপনি আরেকটি ঘরেও ক্লিক করতে পারেন।

+F8

মান ধারণকারী ঘরগুলো উজ্জ্বল করা হয়।

F9

বর্তমান শীটের পরিবর্তিত সূত্রগুলো পুনরায় হিসাব করা হয়।

+Shift+F9

সকল শীটের সকল সূত্রগুলো পুনরায় হিসাব করা হয়।

+F9

নির্বাচিত রেখাচিত্র হালনাগাদ করা হয়।

+F1

Opens the Styles window where you can apply a formatting style to the contents of the cell or to the current sheet.

Shift+F11

নথির একটি ফর্মা তৈরি করা হয়।

Shift+F11

ফর্মা হালনাগাদ করা হয়।

F12

নির্বাচিত ডাটা পরিসর গ্রুপ করা হয়।

+F12

নির্বাচিত ডাটা পরিসর গ্রুপভঙ্গ করা হয়।

+Shift+তীর চিহ্নিত কী

Increases the height of current row (only in OpenOffice.org legacy compatibility mode).

+O

Decreases the height of current row (only in OpenOffice.org legacy compatibility mode).

+Shift+তীর চিহ্নিত কী

বর্তমান কলামের প্রস্থ বাড়ানো হয়।

+Shift+তীর চিহ্নিত কী

বর্তমান কলামের প্রস্থ কমানো হয়।

+Shift+তীর চিহ্নিত কী

বর্তমান ঘরের ওপর ভিত্তি করে কলামের প্রস্থ বা উচ্চতা সুবিধাজনকভাবে পরিবর্তন করা হয়।


শর্টকাট কী ব্যবহার করে ঘরের বিন্যাস হচ্ছে

নিম্নের ঘর বিন্যাসগুলো কিবোর্ডের সাহায্যে কার্যকর করা যায়:

শর্টকাট কী

প্রভাব

+1 (নম্বর প্যাডে নয়)

ঘর বিন্যাস ডায়লগ খোলা হবে

+Shift+1 (নম্বর প্যাডে নয়)

দুই দশমিক ঘর পর্যন্ত, প্রতি হাজারে পৃথককৃত

+Shift+2 (নম্বর প্যাডে নয়)

আদর্শ সুচকীয় বিন্যাস

+Shift+3 (নম্বর প্যাডে নয়)

আদর্শ তারিখ বিন্যাস

+Shift+4 (নম্বর প্যাডে নয়)

আদর্শ মুদ্রা বিন্যাস

+Shift+5 (নম্বর প্যাডে নয়)

আদর্শ শতকরা বিন্যাস (দুই দশমিক স্থান)

+Shift+6 (নম্বর প্যাডে নয়)

আদর্শ বিন্যাস


Using the pivot table

কী

প্রভাব

Tab

এলাকা সামনে সরানোর মাধ্যমে এবং ডায়লগ বোতামের মাধ্যমে ফোকাস পরিবর্তন করা হয়।

Shift+Tab

এলাকা পিছনে সরানোর মাধ্যমে এবং ডায়লগ বোতামের মাধ্যমে ফোকাস পরিবর্তন করা হয়।

ওপরের তীর চিহ্ন

বর্তমান ডায়লগ এলাকায় এক আইটেম উপরে ফোকাস সরানো হয়।

নিচের তীর চিহ্ন

বর্তমান ডায়লগ এলাকায় এক আইটেম নিচে ফোকাস সরানো হয়।

বাম তীর চিহ্ন

বর্তমান ডায়লগ এলাকায় এক আইটেম বামে ফোকাস সরানো হয়।

ডান তীর চিহ্ন

বর্তমান ডায়লগ এলাকায় এক আইটেম ডানে ফোকাস সরানো হয়।

Home

বর্তমানে ডায়লগ এলাকায় প্রথম আইটেম নির্বাচন করা হয়।

End

বর্তমানে ডায়লগ এলাকায় শেষ আইটেম নির্বাচন করা হয়।

এবং "সারি" শব্দে নিচে দাগ দেয়া ক্যারেক্টার

বর্তমান ক্ষেত্রটিকে "সারি" এলাকায় অনুলিপি করা হয় বা সরিয়ে নেয়া হয়।

এবং "কলাম" শব্দে নিচে দাগ দেয়া ক্যারেক্টার

বর্তমান ক্ষেত্রটিকে "কলাম" এলাকায় অনুলিপি করা হয় বা সরিয়ে নেয়া হয়।

এবং "ডাটা" শব্দে নিচে ডাগ দেয়া ক্যারেক্টার

বর্তমান ক্ষেত্রটিকে "ডাটা" এলাকায় অনুলিপি করা হয় বা সরিয়ে নেয়া হয়।

+উপরের তীর চিহ্ন

বর্তমান ক্ষেত্রটিকে এক ঘর উপরে সরানো হয়।

+নিচের তীর চিহ্ন

বর্তমান ক্ষেত্রটিকে এক ঘর নিচে সরানো হয়।

+বাম তীর চিহ্ন

বর্তমান ক্ষেত্রটিকে এক ঘর বামে সরানো হয়।

+ডান তীর চিহ্ন

বর্তমান ক্ষেত্রটিকে এক ঘর ডানে সরানো হয়।

+Home

বর্তমান ক্ষেত্রটিকে প্রথম ঘরে সরানো হয়।

+End

বর্তমান ক্ষেত্রটিকে শেষ ঘরে সরানো হয়।

+O

বর্তমান ক্ষেত্রের অপশন প্রদর্শন করা হয়।

Delete

এলাকা থেকে বর্তমান ক্ষেত্র মুছে ফেলা হয়।


Please support us!