সারণি উইজার্ড - প্রাথমিক কী নির্ধারণ করুন

প্রাথমিক কী হিসেবে ব্যবহার করতে সারণির একটি ক্ষেত্র সুনির্দিষ্ট করে।

প্রাথমিক কী তৈরি করুন

প্রাথমিক কী তৈরি করতে নির্বাচন করুন। প্রতিটি রেকর্ড আলাদাভাবে শনাক্ত করতে প্রত্যেক ডাটাবেস সারণিতে প্রাথমিক কী যুক্ত করুন। LibreOffice এর অভ্যন্তরের কিছু ডাটাবেস সিস্টেমের জন্য, সারণি সম্পাদনার জন্য প্রাথমিক কী বাধ্যতামূলক।

স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক কী যুক্ত করুন

অতিরিক্ত ক্ষেত্র হিসেবে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক কী যুক্ত করতে নির্বাচন করুন।

প্রাথমিক কী হিসবে একটি বিদ্যমান ক্ষেত্র ব্যবহার করুন

প্রাথমিক কী হিসবে অনন্য মান যুক্ত একটি বিদ্যমান ক্ষেত্র ব্যবহার করতে নির্বাচন করুন।

ক্ষেত্রের নাম

ক্ষেত্রের নাম নির্বাচন করুন।

স্বয়ং মান

একটি মান স্বয়ংক্রিয়ভাবে সন্নিবেশ করাতে নির্বাচন করুন এবং প্রতিটি নতুন রেকর্ডের জন্য ক্ষেত্রের মান বৃদ্ধি করুন। স্বয়ং মান এর বৈশিষ্ট্য ব্যবহার করার লক্ষে ডাটাবেস অবশ্যই স্বয়ংক্রিয় বৃদ্ধিকরণ সমর্থন করবে।

কতিপয় ক্ষেত্র দ্বারা প্রাথমিক কী নির্ধারণ করুন

কতিপয় বিদ্যমান ক্ষেত্রের সংযুক্তি হতে প্রাথমিক ক্ষেত্র তৈরি করতে নির্বাচন করুন।

সহজলভ্য ক্ষেত্র

একটি ক্ষেত্র নির্বাচন করুন এবং প্রাথমিক কী ক্ষেত্রে এটা যুক্ত করতে < ক্লিক করুন।

>

Click to move the selected field(s) to the box that the arrow is pointing to.

<

Click to move the selected field(s) to the box that the arrow is pointing to.

প্রাথমিক কী ক্ষেত্র

একটি ক্ষেত্র নির্বাচন করুন এবং প্রাথমিক কী ক্ষেত্র হতে এটা অপসারণ করতে < ক্লিক করুন। উপর হতে নীচ পর্যন্ত, এই তালিকার ক্ষেত্রসমূহের গ্রথিতকরণ হিসেবে প্রাথমিক কী তৈরি করা হয়।

সারণি উইজার্ড - সারণি তৈরি করুন

Please support us!