LibreOffice ভিত্তিতে ডাটাবেস ব্যবহার করছে

LibreOffice প্রাথমিকে, আপনি তথ্যনিবেশ করতে পারেন যা বিভিন্ন রকম ডাটাবেস ফাইল বিন্যাসের একটি বিশাল সংগ্রহের মাঝে সংরক্ষিত আছে। LibreOffice প্রাথমিক নিজস্বভাবে কিছু একই রকম ডাটাবেস ফাইল বিন্যাস সমর্থন করে, যেমন dBASE বিন্যাস। আপনি বহিঃস্থ রিলেশনাল ডাটাবেসের সাথে সংযোগ স্থাপনে LibreOffice প্রাথমিক ব্যবহার করতে পারেন, যেমন MySQL বা Oracle ডাটাবেস।

নিম্নবর্ণিত ডাটাবেসের ধরন LibreOffice ভিত্তিক শুধুমাত্র-পাঠযোগ্য ধরন। LibreOffice ভিত্তির অভ্যন্তর হতে ডাটাবেসের কাঠামো পরিবর্তন করা বা এই ডাটাবেসের ধরনের জন্য ডাটাবেসের রেকর্ড সম্পাদনা করা, সন্নিবেশ করা, এবং মুছে ফেলা সম্ভব নয়।

LibreOffice এ ডাটাবেস ব্যবহার করছে

ডাটাবেস ফাইলে ডাটাবেস উইজার্ড তৈরি করতে এবং LibreOffice এর অভ্যন্তরে নতুন ডাটাবেসে নিবন্ধন করতে আপনাকে সহায়তা করে।

নোট আইকন

ডাটাবেস ফাইলটি ডাটাবেসের জন্য কোয়েরি, প্রতিবেদন, এবং ফর্ম ধারণ করে, তদুপরি যে ডাটাবেসে রেকর্ড সংরক্ষণ করতে হয় তার লিঙ্ক ধারণ করে। ডাটাবেস ফাইলে বিন্যাসকরণ তথ্যও সংরক্ষণ করা হয়।


Help about the Help

The Help references the default settings of the program on a system that is set to defaults. Descriptions of colors, mouse actions, or other configurable items can be different for your program and system.

Please support us!