নিরাপত্তা স্তর

চারটি অপশনের একটি হতে ম্যাক্রোর নিরাপত্তা স্তর নির্বাচন করুন। নিরাপত্তা স্তরের উপর ভিত্তি করে অপশন ভিন্ন হয়। যে ম্যাক্রো উচ্চ নিরাপত্তা স্তরে চালানোর জন্য অনুমোদিত তা সকল নিম্ন স্তরেও চালানোর জন্য অনুমোদিত।4

খুবই উচ্চ

বিশ্বস্ত ফাইল অবস্থানের যেকোনো ম্যাক্রো চালানোর জন্য অনুমোদিত। অন্যান্য সব ম্যাক্রো স্বাক্ষরিত থাকুক বা না থাকুক বিবেচনা না করেই, তাদের নিষ্ক্রিয় করা হয়েছে।

বিশ্বস্ত উৎসের ট্যাব পৃষ্ঠায় বিশ্বস্ত ফাইল অবস্থান নির্ধারণ করা যেতে পারে। বিশ্বস্ত ফাইল অবস্থানের যেকোনো ম্যাক্রো চালানোর জন্য অনুমোদিত।

উচ্চ

শুধুমাত্র বিশ্বস্ত উৎসের স্বাক্ষরকৃত ম্যাক্রো চালানোর জন্য অনুমোদিত। স্বাক্ষরহীন ম্যাক্রো নিষ্ক্রিয়।

বিশ্বস্ত উৎসের ট্যাব পৃষ্ঠায় বিশ্বস্ত উৎস নির্ধারণ করা যেতে পারে। শুধুমাত্র বিশ্বস্ত উৎসের স্বাক্ষরকৃত ম্যাক্রো চালানোর জন্য অনুমোদিত। তদুপরি, বিশ্বস্ত ফাইল অবস্থানের যেকোনো ম্যাক্রো চালানোর জন্য অনুমোদিত।

মধ্যম

অজানা উৎস হতে ম্যাক্রো কার্যকর করার পূর্বে নিশ্চিত প্রমাণ প্রয়োজন।

বিশ্বস্ত উৎসের ট্যাব পৃষ্ঠায় বিশ্বস্ত উৎস নির্ধারণ করা যেতে পারে। বিশ্বস্ত উৎসের স্বাক্ষরকৃত ম্যাক্রো চালানোর জন্য অনুমোদিত। তদুপরি, বিশ্বস্ত ফাইল অবস্থানের যেকোনো ম্যাক্রো চালানোর জন্য অনুমোদিত। অন্য সব ম্যাক্রোর আপনার নিশ্চিত প্রমাণ প্রয়োজন।

নিম্ন (সুপারিশকৃত নয়)

সকল ম্যাক্রো নিশ্চিত প্রমাণ ব্যতীত কার্যকর করা হবে। আপনি যদি নিশ্চিত হোন যে সকল নথি যা খোলা হয়েছে তা নিরাপদ তবেই শুধুমাত্র এই সেটিংটি ব্যবহার করুন।

একটি ম্যাক্রো স্বয়ং-শুরুতে নির্ধারণ করা যেতে পারে, এবং এটা সম্ভাব্যরূপে ক্ষতিকরণ কার্য সম্পাদনা করুন, উদাহরণ স্বরূপ ফাইল মোছা বা পুনঃনামকরণ করা। আপনি যখন অন্য লেখক হতে নথি খোলেন তখন এই সেটিংটি সুপারিশকৃত নয়।

Please support us!