অঙ্কনের জন্য শর্টকাট কী

নিম্নোক্ত তালিকাটি অঙ্কন নথিতে উল্লেখিত শর্টকাট কীসমূহের তালিকা।

আপনি LibreOffice এর জন্য সাধারণ শর্টকাট কী ব্যবহার করতে পারেন

নোট আইকন

শর্টকাট কীর কিছু আপনার ডেস্কটপ সিস্টেমে বরাদ্দ করা হয়ত যাবে। কী যা LibreOffice এ ডেস্কটপ সিস্টেম প্রাপ্তিসাধ্যে বরাদ্দ করা হয় না। আলাদা কী হয় জন্য LibreOffice, বরাদ্দ করতে চেষ্টা করুন টুল- স্বনির্বাচন- কীবোর্ড অথবা আপনার ডেস্কটপ সিস্টেমে।


অঙ্কনসমূহের জন্য ফাংশন কী

শর্টকাট কী

প্রভাব

F2

লেখা যোগ অথবা সম্পাদনা করা হবে।

F3

পৃথক বস্তু সম্পাদনা করতে গ্রুপ খোলা হয়।

+F3

গ্রুপের সম্পাদক বন্ধ করা হবে।

Shift+F3

অনুরূপ ডায়ালগটি খোলা হয়।

F4

অবস্থান ও আকার ডায়ালগটি খোলা হয়।

F5

ন্যাভিগেটর খোলা হয়।

F7

বানান পরীক্ষা করা হয়।

+F7

অভিধান খোলা হয়।

F8

সম্পাদনা পয়েন্ট সক্রিয়/নিষ্ক্রিয় করা হবে।

+Shift+F8

ফ্রেমের সাথে মানানসই করা হয়।

+F3

Opens Styles window.


অঙ্কনের জন্য শর্টকাট কী

শর্টকাট কী

প্রভাব

যোগ চিহ্ন (+) কী

বড় আকারে প্রদর্শন করে।

বিয়োগ চিহ্ন (-) কী

ছোট আকারে প্রদর্শন করে।

গুণন(×) কী (সংখ্যা প্যাড)

সম্পূর্ণ পৃষ্ঠা পর্দার মানানসই করতে বড় আকারে প্রদর্শন করে।

ভাগ চিহ্ন (÷) কী (নম্বর প্যাড)

বর্তমান নির্বাচনটি বড় আকারে প্রদর্শন করে।

+Shift+G

নির্বাচিত বস্তুর গ্রুপ করা হয়।

Shift++A

নির্বাচিত গ্রুপটিকে গ্রুপমুক্ত করা হয়।

+Shift+K

নির্বাচিত বস্তুসমূহ সংযুক্ত করা হয়।

+Shift+K

নির্বাচিত বস্তুসমূহ বিমুক্ত করা হয়।

+Shift+ +

সবচেয়ে সামনে নিয়ে আসা

+ +

সামনে নিয়ে আসা।

+ -

পিছনে পাঠানো হয়

+Shift+ -

সবচেয়ে পিছনে পাঠানো হয়


অঙ্কনে উল্লেখিত শর্টকাট কী

শর্টকাট কী

প্রভাব

Page Up

পূর্বের পৃষ্ঠায় ফিরে যান

Page Down

পরবর্তী পৃষ্ঠায় যান

+Page Up

পূর্ববর্তী স্তরে ফিরে যান

+Page Down

পরবর্তী পৃষ্ঠায় যান

তীরচিহ্ন কী

তীরচিহ্ন কীর দিকবিন্যাসে নির্বাচিত বস্তুটি সরানো হয়।

+তীরচিহ্ন কী

তীরচিহ্ন কীর দিকবিন্যাসে পৃষ্ঠার দৃশ্যপট সরানো হয়।

-click while dragging an object. Note: this shortcut key works only when the Copy when moving option in - LibreOffice Draw - General is enabled (it is enabled by default).

মাউস বোতাম ছেড়ে দেয়ার সময় টেনে নিয়ে আসা বস্তুর একটি অনুলিপি করা হয়।

টুলবারে অঙ্কন বস্তুর আইকনের কীবোর্ড ফোকাস (F6) সহ +Enter

বর্তমান দৃশ্যপটের কেন্দ্রে পূর্বনির্ধারিত আকারের অঙ্কন বস্তু সন্নিবেশ করানো হয়।

Shift+F10

নির্বাচিত বস্তুর জন্য প্রসঙ্গ মেনুটি খোলা হয়।

F2

লেখার মোড সন্নিবেশ করানো হয়।

Enter

লেখার বিষয়বস্তু নির্বাচন করা হলে লেখার মোড সন্নিবেশ করানো হয়।

+Enter

লেখার বিষয়বস্তু নির্বাচন করা হলে লেখার মোড সন্নিবেশ করানো হয়। যদি লেখার কোন বিষয়বস্তু না থাকে অথবা আপনি পৃষ্ঠায় সকল লেখার বিষয়বস্তু দ্বারা চক্রাকারে আবদ্ধ হয়ে যান, তাহলে নতুন একটি পৃষ্ঠা অন্তর্ভুক্ত করতে হবে।

কী চাপুন এবং একটি বস্তু আঁকতে অথবা আকার পরিবর্তন করতে কেন্দ্র থেকে বস্তুর বাইরের দিকে মাউস দ্বারা টানুন।

+Shift+একটি বস্তুতে ক্লিক করুন

বর্তমানে নির্বাচিত বস্তুর পিছনের বস্তুটি নির্বাচন করা হয়।

+Shift+একটি বস্তুতে ক্লিক করুন

বর্তমানে নির্বাচিত বস্তুর সামনের বস্তুটি নির্বাচন করা হয়।

একটি বস্তু নির্বাচন করার সময় Shift কী

নির্বাচনে অথবা নির্বাচন থেকে বস্তুটি যুক্ত করে অথবা অপসারণ করা হয়।

Shift+ একটি বস্তু সরানোর সময় টানুন

নির্বাচিত বস্তুর স্থানান্তর ৪৫ ডিগ্রীর গুণিতক দ্বারা সীমাবদ্ধ।

Shift+ একটি বস্তু তৈরি করার অথবা আকার পরিবর্তন করার সময় টানুন

বস্তুর দৃশ্যমান অনুপাত ঠিক রাখতে আকার সীমাবদ্ধ রাখা হয়।

Tab

বস্তুসমূহ যে ক্রমে তৈরি হয় সেই অনুসারে তাদেরকে পৃষ্ঠার উপর আবর্তিত করা হয়।

Shift+Tab

বস্তুসমূহ যে ক্রমে তৈরি হয় তার বিপরীত-ক্রম অনুসারে তাদেরকে পৃষ্ঠার উপর আবর্তিত করা হয়।

Esc

বর্তমান মোড থেকে প্রস্থান করে।


স্লাইড নির্বাচনে কিবোর্ড দ্বারা ন্যাভিগেট করা হচ্ছে

শর্টকাট কীসমূহ

প্রভাব

Home/End

Set the focus to the first/last slide.

Left/Right arrow keys or Page Up/Down

Set the focus to the next/previous slide.

Enter

Change to Normal Mode with the active slide.


Please support us!