অনলাইন হালনাগাদ

Specifies some options for the automatic notification and downloading of online updates to LibreOffice.

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

Choose - LibreOffice - Online Update.


স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করতে পরীক্ষা করুন

Mark to check for online updates periodically, then select the time interval how often LibreOffice will check for online updates. LibreOffice will check once a day, week, or month, as soon as a working Internet connection is detected. If you connect to the Internet by a proxy server, set the proxy on - Internet - Proxy.

যখন একটি হালনাগাদ সহজলভ্য হয়, তালিকা বারের একটি আইকন কিছু ব্যাখামূলক পাঠ প্রদর্শন করে। অগ্রগামী করতে আইকনে ক্লিক করুন।

আপনি যদি পরীক্ষণ নিষ্ক্রিয় করেন, তালিকা বার হতে আইকনটি অপসারিত হয়।

নোট আইকন

অনলাইন হালনাগাদ হলো একটি মডিউল যা সংস্থাপন করার সময় নির্বাচন বা অনির্বাচন করা যায়। LibreOffice এর বিন্যাসকরণে পছন্দসই সংস্থাপন পছন্দ করুন।


প্রত্যেক দিন

প্রতি দিনে একবার একটি পরীক্ষণ সম্পাদিত হবে।

প্রত্যেক সপ্তাহ

প্রতি সপ্তাহে একবার একটি পরীক্ষণ সম্পাদিত হবে। এটা পূর্বনির্ধারিত সেটিং।

প্রত্যেক মাস

প্রতি মাসে একবার একটি পরীক্ষণ সম্পাদিত হবে।

এখন পরীক্ষণ করুন

এখন একটি পরীক্ষণ সম্পাদিত হবে।

Download updates automatically

Enable the automatic download of updates to the specified folder.

গন্তব্য ডাউনলোড করুন

ডাউনলোডকৃত ফাইল মজুদ করতে নির্বাচিত ফোল্ডার প্রদর্শন করে।

Change

Click to select a folder to download the files.

Please support us!